Advertisement

Rahu Dosh Remedy: রাহুকে শান্ত না রাখলে অর্থ-স্বাস্থ্যে হানি হয়, এই প্রতিকারে ফল মেলে

Rahu Dosh Remedy: রাহুর দোষ থাকলে কিছু লক্ষণ স্পষ্ট হয়ে ওঠে। অনেক সময়ে ব্যক্তি হঠাৎ খারাপ খবর পান বা অকারণে উদ্বেগে ভোগেন। ঘুমের সমস্যা দেখা দেয়, স্বপ্নে ভয়ঙ্কর দৃশ্যের পুনরাবৃত্তি হয়, যার ফলে ঘুম গভীর হয় না, শরীর ও মন ক্লান্ত হয়ে পড়ে।

রাহুকে শান্ত না রাখলেঅর্থ-স্বাস্থ্যে হানি হয়, এই প্রতিকার করুনরাহুকে শান্ত না রাখলেঅর্থ-স্বাস্থ্যে হানি হয়, এই প্রতিকার করুন
Aajtak Bangla
  • দিল্লি,
  • 04 Sep 2025,
  • अपडेटेड 6:48 PM IST

Rahu Dosh Remedy: জ্যোতিষশাস্ত্রে রাহু সবসময়ই একটি রহস্যময় ও শক্তিশালী গ্রহ হিসেবে বিবেচিত। যদিও এটি ছায়াপথের একটি গ্রহ, তবু এর প্রভাব জীবনের নানা ক্ষেত্রে গভীরভাবে পড়ে। রাহুকে সাধারণত অশুভ গ্রহ হিসেবে ধরা হয়। বলা হয়ে থাকে, কারও কুণ্ডলীতে যদি রাহু অনুকূল না হয় বা রাহু দোষ থাকে, তাহলে সেই ব্যক্তি মানসিক, শারীরিক ও আর্থিকভাবে নানা সমস্যার সম্মুখীন হন।

রাহুর দোষ থাকলে কিছু লক্ষণ স্পষ্ট হয়ে ওঠে। অনেক সময়ে ব্যক্তি হঠাৎ খারাপ খবর পান বা অকারণে উদ্বেগে ভোগেন। ঘুমের সমস্যা দেখা দেয়, স্বপ্নে ভয়ঙ্কর দৃশ্যের পুনরাবৃত্তি হয়, যার ফলে ঘুম গভীর হয় না, শরীর ও মন ক্লান্ত হয়ে পড়ে। অনেকেই অকারণ ভয়ে ভোগেন, যা ধীরে ধীরে মানসিক দুর্বলতার কারণ হয়ে দাঁড়ায়। অন্যদিকে, রাহু যদি শুভ স্থানে থাকে, তাহলে সেটি জীবনে উন্নতির পথে সহায়ক হয়ে দাঁড়ায়। আর্থিক সচ্ছলতা থেকে শুরু করে উচ্চপদে পৌঁছনোর সম্ভাবনাও তৈরি হয়।

রাহুর কুপ্রভাব কাটানোর উপায়
তবে রাহুর কুপ্রভাব কাটানোর কিছু জ্যোতিষশাস্ত্রসম্মত উপায় রয়েছে। প্রতিদিন শিবলিঙ্গে জল ঢাললে রাহুর নেতিবাচক প্রভাব কমে বলে বিশ্বাস। রৌপ্য অলঙ্কার পরলে মানসিক স্থিরতা আসে, মন শান্ত থাকে। শীতল প্রাণায়াম, ধ্যান কিংবা ভ্রম অভ্যাস করলে মানসিক চাপ কিছুটা কমে। কারও উপর যদি রাহুর প্রভাব প্রবল হয়, তাহলে রাহু শান্তির আচার করা যেতে পারে। আবার, রাহু প্রশমনে রবিবার ভৈরব দর্শনের কথাও বলা হয়, এতে জীবনের চলমান সংকট থেকে মুক্তি মেলে।

অনেকে রাহুর প্রভাবে জীবনে এক ধরনের অস্থিরতা অনুভব করেন। সেই প্রভাব থেকে বাঁচতে কালো বা গাঢ় নীল রঙের পোশাক পরার পরামর্শ দেন জ্যোতিষীরা। ব্যবসায়ীরা যদি রাহুর কুপ্রভাবে সমস্যায় পড়েন, তাহলে তাঁদের গণেশ পুজোর পরামর্শ দেওয়া হয়। কেউ কেউ বলেন, বাড়িতে হাতির ছোট মূর্তি রেখে দিলে রাহুর প্রভাব হ্রাস পায়। সেই সঙ্গে মদ ও মাংস থেকে বিরত থাকলে উপকার পাওয়া যেতে পারে।

Advertisement

বিশেষ পরামর্শ
রাহুর প্রভাবকে একেবারে উপেক্ষা করা যায় না। তবে সময়মতো সচেতনতা, আচার-অনুষ্ঠান এবং জীবনযাপনে কিছু নিয়ন্ত্রণ রাখলে এর নেতিবাচক দিক অনেকটাই এড়ানো সম্ভব।

 

Read more!
Advertisement
Advertisement