Advertisement

১০০ বছর পর ঘটবে এই ঘটনা, রাহু-মঙ্গলের কৃপায় বিপুল অর্থ আসবে ৩ রাশির

১২ জানুয়ারি রবিবার রাত ১১ টা ৫২ মিনিটে পুনর্বসু নক্ষত্রে প্রবেশ করবে মঙ্গল। ছায়া গ্রহ রাহু উত্তরা ভাদ্রপদে দ্বিতীয় ঘরে প্রবেশ করতে চলেছে। ১০০ বছর পর রাহু ও মঙ্গল একই সময়ে নক্ষত্র বদল করবে। এ সময় কিছু রাশির জাতক জাতিকাদের আর্থিকদিকে ভীষণ লাভ হবে।

১০০ বছর পর ঘটবে এই ঘটনা, রাহু-মঙ্গলের কৃপায় বিপুল অর্থ আসবে এই ৩ রাশির১০০ বছর পর ঘটবে এই ঘটনা, রাহু-মঙ্গলের কৃপায় বিপুল অর্থ আসবে এই ৩ রাশির
Aajtak Bangla
  • নয়াদিল্লি,
  • 09 Jan 2025,
  • अपडेटेड 8:08 PM IST

জ্যোতিষশাস্ত্রে রাহু ও মঙ্গল গ্রহের বিশেষ গুরুত্ব রয়েছে। এই গ্রহ, নক্ষত্ররা যখন ঘরবদল করে বা বিপরীতমুখী হয়, তখন সকল রাশির ব্যক্তিদের উপর নানান প্রভাব ফেলে। তারা অনেক সময় যোগ তৈরি করে থাকে। তবে ১২ জানুয়ারি রবিবার রাত ১১ টা ৫২ মিনিটে পুনর্বসু নক্ষত্রে প্রবেশ করবে মঙ্গল।

ছায়া গ্রহ রাহু উত্তরা ভাদ্রপদে দ্বিতীয় ঘরে প্রবেশ করতে চলেছে। ১০০ বছর পর রাহু ও মঙ্গল একই সময়ে নক্ষত্র বদল করবে। এ সময় কিছু রাশির জাতক জাতিকাদের আর্থিকদিকে ভীষণ লাভ হবে। কোন রাশির ব্যক্তিরা রয়েছে, সেই তালিকায়, জানুন।

ধনু রাশি
ধনু রাশির জাতক জাতিকাদের এই সময় অত্যন্ত শুভ সময়। এই সময় ব্যবসায় আপনারা যা চাইবেন তাই করতে পারবেন। প্রিয় মানুষের সঙ্গে দেখা হতে পারে আপনার। পাহাড়ি কোনও জায়গায় স্ত্রীর কোথাও ঘুরতে যেতে পারেন, সেখান থেকে অর্থপ্রাপ্তি নিশ্চিত। তাছাড়া আপনি যদি পরিবারের সকলের সঙ্গে শুভ সম্পর্ক বজায় রাখতে চান তাও রাখতে পারেন। তবে নিজেকে শান্ত রেখে প্রত্যেকটি কাজ করুন। খাবারের যেকোনও ব্যবসায় বিনিয়োগ করতে পারেন সেখান থেকে মুনাফা অর্জন করতে পারবেন। নতুন কোনও ব্যবসার বিনিয়োগ করার আগে বাবা-মায়ের বিশেষ পরামর্শ নিন। না হলে অর্থহানি হতে পারে, তাই আগেই সাবধান হোন আপনি।

সিংহ রাশি
সিংহ রাশির জাতক জাতিকাদের এই সময়টি অত্যন্ত সাফল্যের সময়। এসময় চাকরি থেকে ব্যবসায় খুব লাভ করতে পারবেন আপনি। তবে কেরিয়ারেও অনেক উন্নতি করতে পারবেন আপনি। আপনি স্ত্রীর সঙ্গে দূরে কোথাও সময় কাটাতে পারেন। এই সময় আপনার বসের সঙ্গে খুব ভালো সম্পর্ক বজায় থাকবে। এসময় বেতন আপনার হু হু করে বাড়তে থাকবে, তাই মানসিক আগের থেকে কিছুটা হলেও কমবে। তরুণরা উন্নতির সুযোগ পাবেন। আপনি আপনার প্রেমিক সঙ্গীর সঙ্গে ভালো সময় কাটানোর সুযোগ পাবেন। দাম্পত্য জীবন সুখের হবে।

Advertisement

বৃষ রাশি
বৃষ রাশির জাতক জাতিকাদের এই সময়ে অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। এসময় নতুন গাড়ি, বাড়ি কেনার সম্ভাবনা রয়েছে। এই সময়ে যদি আপনার কোনও কাজ আটকে থাকে তাও কিন্তু সহজেই হয়ে যাবে। মনের ইচ্ছা পূরণ হতে পারে। এসময় বড় কোনও রোগের ঝুঁকি আপনার অনেকটাই কমবে। তবে কোনও গাড়ি, বাড়ি কেনার সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই বাবা-মায়ের পরামর্শ নেবেন।

 

Read more!
Advertisement
Advertisement