Advertisement

Rakhi Purnima 2023: ভুলেও বোনকে রাখিতে এই উপহার নয়, তিক্ত হয়ে যায় রিলেশন

Rakhi Purnima 2023: এই বছর অগাস্ট মাসের শেষ দুদিন ৩০ ও ৩১ অগাস্ট জুড়ে পালন করা হবে রাখি বন্ধন উৎসব। যদিও ভদ্রের ছায়া থাকবে ঠিকই। সেই অশুভ সময়টুকু পেরিয়ে ভাইয়ের হাতে রাখি বাঁধার আর কোনও সমস্যা নেই। ভাইয়ের দীর্ঘায়ু কামনা করে বোনেরা ভাইয়ের হাতে রাখি পরিয়ে দেন।

রাখিতে বোনকে কী উপহার দেবেন?রাখিতে বোনকে কী উপহার দেবেন?
Aajtak Bangla
  • কলকাতা,
  • 29 Aug 2023,
  • अपडेटेड 3:34 PM IST
  • এই বছর অগাস্ট মাসের শেষ দুদিন ৩০ ও ৩১ অগাস্ট জুড়ে পালন করা হবে রাখি বন্ধন উৎসব।
  • কিন্তু কী উপহীর দেবেন বোনকে? তাই আগেই জেনে রাখুন যে কোন উপহার বোনদের ভুলেও দিতে নেই।

এই বছর অগাস্ট মাসের শেষ দুদিন ৩০ ও ৩১ অগাস্ট জুড়ে পালন করা হবে রাখি বন্ধন উৎসব। যদিও ভদ্রের ছায়া থাকবে ঠিকই। সেই অশুভ সময়টুকু পেরিয়ে ভাইয়ের হাতে রাখি বাঁধার আর কোনও সমস্যা নেই। ভাইয়ের দীর্ঘায়ু কামনা করে বোনেরা ভাইয়ের হাতে রাখি পরিয়ে দেন। আর ভাইয়েরা বোনকে আগলে রাখার প্রতিশ্রুতি দেওয়ার পাশাপাশি উপহারও দিয়ে থাকেন। কিন্তু কী উপহীর দেবেন বোনকে? তাই আগেই জেনে রাখুন যে কোন উপহার বোনদের ভুলেও দিতে নেই। রাখিতে এই জিনিসগুলি উপহার হিসেবে দেওয়া অশুভ বলে মনে করা হয়।

কালো পোশাক
রাখিতে বোনকে উপহার হিসাবে পোশাক দিতেই পারেন। তবে মনে রাখবেন কালো রঙের পোশাক ভুলেও দেবেন না। রাখিতে কালো পোশাক দেওয়া অশুভ বলে মনে করা হয়। এর ফলে ভাই-বোনের সম্পর্কে চিড় ধরতে পারে। 

জুতো
রাখি বন্ধনের শুভ দিনে ভুলেও বোনকে চটি বা জুতো উপহার দেবেন না। এই কাজ করলে আপনি মস্ত ভুল করবেন। এই উপহার ভাই-বোনের সুন্দর সম্পর্ক বিষিয়ে দিতে পারি। 

আর কী কী উপহার দেওয়া যাবে না
জ্যোতিষ অনুসারে, রাখি বন্ধনের বোনকে মিক্সার গ্রাইন্ডার, কোনও ধারালো জিনিস, আয়না, ফটো ফ্রেম, ঘড়ি, রুমাল দেওয়া উচিত নয়। এই ধরনের উপহার কাজের জিনিস হলেও জ্যোতিষ অনুসারে তা অশুভ বলে মনে করা হয়।

রাখিতে যা যা উপহার দিতে পারবেন
বৈদিক জ্যোতিষ গণনায় বোনের সঙ্গে বুধ গ্রহ সম্পর্কযুক্ত। সেই কারণে রাখি বন্ধনের শুভ উত্‍সবে বোনকে কালো ছাড়া অন্য রঙের পোশাক, গয়না, বই, ডায়রি, মোবাইল ফোন বা ল্যাপটপ দিতে পারেন। এর ফলে কোষ্ঠীতে বুধের অবস্থান শক্তিশালী হবে।
 

Read more!
Advertisement
Advertisement