Advertisement

Ram Navami 2023 Rashifal: ৩০ মার্চ রাম নবমী থেকে বিষ্ণু-লক্ষ্মীর কৃপায় ৫ রাশি, অর্থলাভ-সাফল্য

শাস্ত্রে বলা হয়েছে, মর্যাদা পুরুষোত্তম শ্রী রামের পুজো করলে জীবনে আসে সুখ ও সমৃদ্ধি। নবমী তিথি - ২৯ মার্চ, রাত ৯টা ৭ মিনিট থেকে ৩০ মার্চ রাত ১১টা ৩০ মিনিট পর্যন্ত। ৩০ মার্চ বৃহস্পতিবার। এই দিনটি বিষ্ণুর খুব প্রিয়।

ram navami 2023 rashifal ram navami 2023 rashifal
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 27 Mar 2023,
  • अपडेटेड 6:49 PM IST
  • ৩০ মার্চ রাম নবমী।
  • ৫ রাশির উন্নতির যোগ।

হিন্দু পঞ্জিকা অনুসারে,চৈত্র মাসের শুক্লপক্ষের নবমী তিথিতে শ্রী রামের জন্মদিন পালিত হয়। যা চৈত্র নবরাত্রির নবম ও শেষ দিন। বাংলায় এই সময় বাসন্তী ও অন্নপূর্ণা পুজো করা হয়। এ বছর রাম নবমী পালিত হবে ৩০ মার্চ। কথিত আছে, ওই দিন রামের জন্ম হয়েছিল। এ বছর রাম নবমীকে বিশেষ বলে মনে করা হচ্ছে। কারণ রাম নবমীর দিনে তৈরি হচ্ছে বিরল যোগ। যে কারণে এই দিনটির গুরুত্ব বেড়েছে। 

শাস্ত্রে বলা হয়েছে, মর্যাদা পুরুষোত্তম শ্রী রামের পুজো করলে জীবনে আসে সুখ ও সমৃদ্ধি। নবমী তিথি - ২৯ মার্চ, রাত ৯টা ৭ মিনিট থেকে ৩০ মার্চ রাত ১১টা ৩০ মিনিট পর্যন্ত। ৩০ মার্চ বৃহস্পতিবার। এই দিনটি বিষ্ণুর খুব প্রিয়। এছাড়াও জ্যোতিষ শাস্ত্র অনুসারে রাম নবমীর দিনে একাধিক শুভ যোগ তৈরি হচ্ছে। এপ্রিল মাসে মেষ রাশিতে দেবগুরু, রাহু, সূর্য ও বুধের সন্ধি হবে। রাহুর সঙ্গে সূর্যের অবস্থানের কারণে এপ্রিলের মাঝামাঝি থেকে গ্রহ সংযোগ তৈরি হবে। তৈরি হবে গুরু চন্ডাল যোগ। ৫ রাশির জাতক-জাতিকারা লাভবান পাবেন শ্রী বিষ্ণুর কৃপা। 

বৃষ- বৃষ রাশি জাতক-জাতিকাদের উপর রয়েছে বিষ্ণু ও লক্ষ্মীর কৃপা। রাম নবমীর পর তাঁরা নতুন কাজ শুরু করতে পারেন। রামনবমীর দিনটি বিনিয়োগের জন্য শুভ হবে। দীর্ঘদিনের আটকে থাকা কাজ আবার শুরু হবে। আয়ের নতুন উৎস তৈরি হতে পারে। 

আরও পড়ুন

সিংহ- এই যোগ সিংহ রাশির জাতক-জাতিকাদের জন্য শুভ ফল দিতে চলেছে। শ্রী রামের আশীর্বাদ পেতে চলেছেন তাঁরা। ঋণ থেকে মুক্তি পাবেন, আয়ের নতুন উৎস তৈরি হবে। চাকরি ও ব্যবসায় লাভের সম্ভাবনা রয়েছে। আপনার উন্নতির যোগ। 

তুলা- জ্যোতিষ শাস্ত্র অনুসারে, তুলা রাশির জাতক-জাতিকারা রাম নবমীর দিন সুখবর পেতে পারেন। যাঁরা বিবাহযোগ্য তাঁরা বিয়ের প্রস্তাব পেতে পারেন। আপনার আর্থিক অবস্থা শক্তিশালী হবে। সমাজে সম্মান বৃদ্ধি পাবে। কর্মক্ষেত্রে আপনি উন্নতি করবেন। ব্যবসায় সাফল্যের যোগ। 

Advertisement

মেষ- জ্যোতিষ শাস্ত্র অনুসারে,এই রাশির জাতক-জাতিকাদের জন্য রাম নবমী খুব বিশেষ হতে চলেছে। আপনার উপরে থাকবে বিষ্ণুর আশীর্বাদ। রামের সঙ্গে পাবেন দেবী দুর্গার আশিসও। ভাগ্যের সঙ্গ পাবেন। চাকরি ও ব্যবসায় উন্নতির যোগ। বাড়তে পারে আয়। 

কর্কট-রাম নবমী থেকে কর্কট রাশির জন্য শুভ সময় শুরু হতে পারে। এই রাশির জাতক-জাতিকারা বৃহস্পতির গমনকালে আর্থিক সুবিধা পাবেন। কাজে সাফল্য পেতে পারেন। জীবনে অনেক ইতিবাচক পরিবর্তন আসবে। আপনার আয় বাড়তে পারে। 
 

Read more!
Advertisement
Advertisement