Advertisement

Ram Favourite Zodiacs: রামের আশীর্বাদ পায় এই ৪ রাশি, রঘুপতির কৃপায় সুখের জীবন

জ্যোতিষ মতে, রাশিচক্রে রামের প্রিয় রাশি রয়েছে। এই ৪ রাশি রামের খুব কাছের। রঘুপতির আশীর্বাদে ৪ রাশির জাতকদের জীবন সুখে ভরে থাকে। জেনে নিন বিশদে...

রামের প্রিয় এই ৪ রাশি।রামের প্রিয় এই ৪ রাশি।
Aajtak Bangla
  • কলকাতা,
  • 05 Apr 2025,
  • अपडेटेड 7:06 AM IST
  • জ্যোতিষ মতে, রাশিচক্রে রামের প্রিয় রাশি রয়েছে।
  • এই ৪ রাশি রামের খুব কাছের।
  • রঘুপতির আশীর্বাদে ৪ রাশির জাতকদের জীবন সুখে ভরে থাকে।

জ্যোতিষ মতে, রাশিচক্রে রামের প্রিয় রাশি রয়েছে। এই ৪ রাশি রামের খুব কাছের। রঘুপতির আশীর্বাদে ৪ রাশির জাতকদের জীবন সুখে ভরে থাকে। জেনে নিন বিশদে...

তুলা রাশি (Libra): 

রামের আশীর্বাদ পান তুলা রাশির জাতকরা। এই রাশির জাতকরা ধার্মিক হন। কঠিন পরিস্থিতি সহজেই মোকাবিলা করতে পারেন। রামের কৃপায় এঁদের জীবন সুখের হয়। 

কর্কট রাশি (Cancer): 

রামের অত্যন্ত প্রিয় হলেন কর্কট রাশির জাতকরা। সর্বদা সৌভাগ্য লাভ করেন এঁরা। কর্মক্ষেত্রে সুপ্রতিষ্ঠিত হন এই জাতকরা। পরিবারে সুখ থাকে। 

মিথুন রাশি (Gemini): 
 রামের কৃপায় মিথুন রাশির জাতকদের ভাগ্যোদয় হয়। সব বিপদ থেকে এঁদের রক্ষা করেন রঘুপতি। সমাজে এঁরা প্রতিষ্ঠিত হন। রামের আশীর্বাদে জীবনে সফল হন এঁরা। 

কুম্ভ রাশি (Aquarius): 

রামের আরও একটি প্রিয় রাশি হল কুম্ভ। এঁদের উপর সর্বদা রামের আশীর্বাদ থাকে। কেরিয়ারে এঁরা সাফল্য পান। কঠিন পরিস্থিতিতে এঁরা ভেঙে পড়েন না। 

অন্য দিকে, জ্যোতিষ মতে, ২৯ মার্চ মীন রাশিতে প্রবেশ করেছে শনি। যার ফলে শনি ও রাহুর সংযোগ তৈরি হয়েছে। ১৮ মে পর্যন্ত এই দুই গ্রহের যুগল সংযোগ থাকবে। যার প্রভাবে লাভের মুখ দেখবেন বৃষ, মকর ও তুলা রাশির জাতকরা। জ্যোতিষ মতে, আগামী ১৪ এপ্রিল রাশি বদলাবে সূর্য। মেষ রাশিতে প্রবেশ করবেন সূর্যদেব। যার ফলে ভাগ্যের চাকা ঘুরবে মিথুন, কুম্ভ ও কর্কট রাশির জাতকদের।জ্যোতিষ মতে, আগামী ১২ এপ্রিল শনির পুষ্য নক্ষত্রে প্রবেশ করবে মঙ্গল। যার ফলে কপাল খুলবে কন্যা, মীন ও কর্কট রাশির জাতকদের।

Read more!
Advertisement
Advertisement