Advertisement

Rashifal Zodiac Chaturgrahi Yoga: চতুর্গ্রহী যোগে এ মাসেই ব্যবসা-চাকরি-দাম্পত্য, সব সমস্যার সমাধান ৩ রাশির

Rashifal Zodiac Chaturgrahi Yoga: চলতি মাসেই ধনু রাশিতে তৈরি হচ্ছে 'চতুর্গ্রহী যোগ'। শুভ যোগের বিশেষ প্রভাবে জীবনে সফলতা লেগে থাকবে কিছু রাশির জাতক জাতিকাদের, সাহস ক্রমশ বাড়তে থাকবে, জানুন কাদের শুভ সময় শুরু হবে।

চতুর্গ্রহী যোগে এ মাসেই ব্যবসা-চাকরি-দাম্পত্য, সব সমস্যার সমাধান ৩ রাশিরচতুর্গ্রহী যোগে এ মাসেই ব্যবসা-চাকরি-দাম্পত্য, সব সমস্যার সমাধান ৩ রাশির
Aajtak Bangla
  • নয়াদিল্লি,
  • 16 Jan 2024,
  • अपडेटेड 5:14 PM IST
  • তৈরি হয়েছে চতুর্গ্রহী যোগ
  • এই ৪ রাশি বিশেষ সাবধান
  • কাজে-ব্যবসায় সতর্ক থাকতে হবে

Rashifal Zodiac Astro Tips Chaturgrahi Yoga:জ্যোতিষশাস্ত্রে (astrology) নবগ্রহের উল্লেখ রয়েছে, আর প্রত্যেকটি গ্রহই তাঁর নির্দিষ্ট সময় মতন স্থান পরিবর্তন করে থাকে, যার শুভ ও অশুভ প্রভাব পড়ে সকল রাশির ব্যক্তিদের ওপরে। বর্তমানে ধনু রাশিতে রয়েছে মঙ্গল বুধ ও সূর্য গ্রহ, জানুয়ারি মাসের ৯ তারিখ রাত ৯ টা ১১ মিনিটে চন্দ্র ধনু রাশিতেই প্রবেশ করেছে। চলতি মাসেই ধনু রাশিতে তৈরি হচ্ছে 'চতুর্গ্রহী যোগ'। শুভ যোগের বিশেষ প্রভাবে জীবনে সফলতা লেগে থাকবে কিছু রাশির জাতক জাতিকাদের, সাহস ক্রমশ বাড়তে থাকবে, জানুন কাদের শুভ সময় শুরু হবে।

মেষ (Aries)
মেষ রাশির জাতক-জাতিকাদের আর্থিক দিকে প্রচুর লাভ হবে। এ সময় ভাগ্যের পূর্ণ সমর্থন পাবেন আপনারা। দীর্ঘদিন ধরে যে কাজের জন্য আপনারা অপেক্ষা করছিলেন, সেই কাজ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। জীবনে প্রতিটি ক্ষেত্রে আপনারা সাফল্য অর্জন করতে পারবেন। উচ্চ শিক্ষার জন্য বিদেশ যাত্রার সম্ভাবনা রয়েছে আপনাদের। শিক্ষার্থীদের জন্য খুব শুভ সময়। এই সময় আপনি আপনার বন্ধুর সাহায্যে কোনও শুভ কাজ খুব দ্রুতই করতে পারবেন। শারীরিক ও মানসিক সমস্যা থেকে মুক্তি পাবেন।

তুলা (Libra)
এই যোগের শুভ প্রভাবে আপনি কঠোর পরিশ্রমের পূর্ণ ফল পাবেন। যারা চাকরিতে কর্মরত তাদের জীবনে শুভ সময় শুরু হবে। এসময়ে আপনার চাকরিতে বেতন বৃদ্ধি হতে পারে। আপনি কর্মক্ষেত্রে অনেক দূর পর্যন্ত এগিয়ে যেতে পারবেন। এসময় আপনার আটকে থাকা কাজ দ্রুত হয়ে যাবে। পরিবারের সকলের সঙ্গে শুভ সম্পর্ক বজায় রেখে চলতে পারবেন আপনিও।

আরও পড়ুন

ধনু (Sagittarius)
ধনু রাশি জাতক জাতিকাদের উপর যোগের শুভ প্রভাব পড়বে। এসময় আপনার সাহস ও বুদ্ধিমত্তার বিকাশ ক্রমশ বাড়তে থাকবে। চাকরিজীবীরা নতুন ভাবে কাজের প্রস্তাব পাবেন। চাকরির জন্য আপনাকে বিদেশে যেতে হতে পারে। নয়া সম্পত্তির মালিক হতে পারেন। এ সময়ে বিলাসবহুলভাবে জীবন কাটাতে পারবেন আপনি। আইন বা সরকারি চাকরিতে যুক্তদের জীবনে সাফল্যের সময়। এই সময় আপনার আর্থিক অবস্থার আরও উন্নতি হবে। এই সময় আপনি ব্যবসায় বিনিয়োগ করতে চাইলে করতে পারেন। ব্যবসায় খুব শুভ সময় শুরু হবে আপনাদের। সন্তানের কোনও শুভ খবরে খুশি হবেন। আর্থিক দিকে লাভ হবে আপনার।

Advertisement

 

Read more!
Advertisement
Advertisement