Advertisement

Rath Yatra Rashifal 2025: রথযাত্রা থেকে কপাল খুলবে ৫ রাশির, আচমকা বিপুল অর্থ-সম্পত্তির যোগ

Rath Yatra Rashifal 2025: ২০২৫ সালের রথযাত্রার সময় থেকে বদলাবে কয়েকটি রাশির ভাগ্য। শুক্র, বৃহস্পতি ও শনি-র কৃপায় মিলবে টাকা, সাফল্য আর সৌভাগ্যের ঢল। জেনে নিন কোন রাশির মানুষ হঠাৎ প্রচুর অর্থলাভ করতে চলেছেন এই সময়ে।

রথযাত্রা থেকে কপাল খুলবে ৫ রাশির, আচমকা বিপুল অর্থ-সম্পত্তির যোগরথযাত্রা থেকে কপাল খুলবে ৫ রাশির, আচমকা বিপুল অর্থ-সম্পত্তির যোগ
Aajtak Bangla
  • কলকাতা,
  • 25 May 2025,
  • अपडेटेड 11:58 PM IST

Rath Yatra Rashifal 2025: রথযাত্রা ২০২৫ (৭ জুলাই) থেকে শুরু হচ্ছে এক বিশেষ জ্যোতিষীয় পরিবর্তনের সময়কাল। গ্রহগত অবস্থানের বদলে ৫টি রাশির কপালে ফিরতে চলেছে সৌভাগ্য, বিশেষ করে অর্থলাভ ও ক্যারিয়ারে।

শুক্রের গচ্ছে বৈভব, বৃহস্পতির কৃপায় জ্ঞান ও উন্নতি এবং শনির প্রভাবে পুরনো চেষ্টা সফল হবে—এই তিনটি গ্রহের মেলবন্ধনে কিছু রাশির জাতকদের জীবনে নেমে আসবে সুখ ও সমৃদ্ধির ঢল।

১. বৃষ (Taurus):
শুক্র নিজ গৃহে প্রবেশ করায় আর্থিক লাভ বৃদ্ধি পাবে। জমি, সম্পত্তি ও বিলম্বিত টাকা ফেরত আসার যোগ।

আরও পড়ুন

২. কর্কট (Cancer):
বৃহস্পতির কৃপায় উচ্চপদে উন্নতি ও ব্যবসায় অপ্রত্যাশিত মুনাফা। রথযাত্রার পর হঠাৎ বড় চুক্তি বা প্রজেক্ট হাতে আসতে পারে।

৩. কন্যা (Virgo):
শনি লগ্নস্থ হলে বিগত দিনের প্রচেষ্টায় এবার ফল মিলবে। চাকরি প্রার্থীদের জন্য সরকারি বা আন্তর্জাতিক চাকরির সুযোগ।

৪. ধনু (Sagittarius):
বৃহস্পতি এবং শুক্রের সংযোগে ধনস্থান মজবুত হবে। লগ্নিতে লাভ ও পরিশ্রমে পুরস্কার নিশ্চিত।

৫. মীন (Pisces):
রথযাত্রার পর আর্থিক ভাগ্য চরমে উঠবে। পুরনো দেনা মিটবে, এমনকি লটারি বা হঠাৎ অর্থপ্রাপ্তির সম্ভাবনা প্রবল।

 

Read more!
Advertisement
Advertisement