Advertisement

Ruchak Rajyog 2025: মঙ্গলের রুচক রাজযোগে মালামাল হবে কারা? এই যোগ তৈরি হলে কী ঘটে?

Ruchak Rajyog 2025: মঙ্গল যে রাশির ব্যক্তির জন্মকুন্ডলীতে শুভ স্থানে থাকে, তাদের উপরে রুচক রাজযোগের শুভ প্রভাব পড়ে। তাই তাদের জীবনে সফলতা লেগেই থাকে। আর এই রাজযোগের ফলে একজন ব্যক্তি খুব ধনী ও ভাগ্যবান হন। কেমন হন সেই ব্যক্তি, জানুন।

মঙ্গলের রুচক রাজযোগে মালামাল হবে কারা? এই যোগ তৈরি হলে কী ঘটে?মঙ্গলের রুচক রাজযোগে মালামাল হবে কারা? এই যোগ তৈরি হলে কী ঘটে?
Aajtak Bangla
  • কলকাতা,
  • 09 Feb 2025,
  • अपडेटेड 6:15 PM IST

Ruchak Rajyog 2025: জ্যোতিষশাস্ত্রে প্রত্যেকটি গ্রহ ও নক্ষত্ররা নিজের সময় মত ঘর বদল করে বারো রাশির ব্যক্তিদের উপর নানান প্রভাব ফেলে। সেটি কারোর জন্য শুভ হতে পারে, আবার কারোর জন্য অশুভ হতে পারে। সে সময় তারা নানান রকম যোগের সৃষ্টি করে। যার বিশেষ প্রভাব পড়ে সকলের উপর। তেমনি একটি শুভ যোগ হল 'রুচক রাজযোগ’। এই রাজযোগ বা যোগ মঙ্গল গ্রহই তৈরি করে থাকে। এই যোগের প্রভাব যাদের ওপর পড়ে তাদের জীবনে সফলতা লেগেই থাকে।

তাছাড়াও মঙ্গল যে রাশির ব্যক্তির জন্মকুন্ডলীতে শুভ স্থানে থাকে, তাদের উপরে রুচক রাজযোগের শুভ প্রভাব পড়ে। তাই তাদের জীবনে সফলতা লেগেই থাকে। আর এই রাজযোগের ফলে একজন ব্যক্তি খুব ধনী ও ভাগ্যবান হন। কেমন হন সেই ব্যক্তি, জানুন।

কখন তৈরি হয় এই রাজযোগ?
পঞ্চ মহাপুরুষ যোগ মঙ্গল গ্রহই সৃষ্টি করে। এই যোগ যখন তৈরি হয় তখন মঙ্গল রাশির কেন্দ্রবিন্দুতে থাকে। সে সময় মঙ্গল মকর রাশিতে থাকবে, তাছাড়াও মঙ্গল বৃশ্চিক রাশিতে থাকে। মঙ্গল যখন মকর রাশি কিংবা মেষ রাশি কিংবা নিজস্ব রাশি বৃশ্চিক রাশিতে থাকে তখনই কিন্তু এই রুচক রাজযোগ গঠিত হয়। অনেক সময় সূর্য এবং চন্দ্র একত্রিত হয়েও কিন্তু এই রাজযোগ গঠন করে। তবে তা খুবই অল্প সময়ের জন্য।

যে ব্যক্তির উপর রুচক রাজযোগের প্রভাব পড়ে, সেই ব্যক্তি সাহসী ও বীর হয়ে থাকেন। তিনি কোনও কাজেই ভয় পান না। উদ্যমের সঙ্গে সব কাজ করে থাকেন। তাছাড়াও ব্যক্তি ঝুঁকিপূর্ণ কাজেও এগিয়ে যেতে পারেন। আর্থিকদিকেও খুব লাভ হয় ব্যক্তির জীবনে। প্রচুর টাকা উপার্জন করতে পারেন। কোনও কাজেই তিনি পিছিয়ে পড়েন না । ভাগ্যের দ্বার সর্বদাই খোলা থাকে তাদের। এই কাজে যুক্ত হলে এরা জনপ্রিয়তা অর্জন করতে পারেন।

যে ব্যক্তিদের জন্মকুন্ডলীতে রুচক রাজযোগ তৈরি হয়, সেই ব্যক্তিরা পুলিশ, সেনাবাহিনী, ক্রিকেট, ফুটবল, টেনিস, ক্রীড়া প্রতিযোগিতায় যথেষ্ট সুনাম ও খ্যাতি অর্জন করেন। তাছাড়া ওই ব্যক্তিরা ইঞ্জিনিয়ারিং ও চিকিৎসাক্ষেত্রে যথেষ্ট খ্যাতি অর্জন করতে পারেন। মঙ্গল গ্রহের বিশেষ কৃপায় তারা যথেষ্ট সাফল্য অর্জন করতে পারেন। তাছাড়াও সেই ব্যক্তিরা বিলাসবহুলভাবে জীবন যাপন করতে পছন্দ করেন। ভাগ্যের দ্বারা তাদের সর্বদাই খোলা থাকে।
 

Advertisement

 

Read more!
Advertisement
Advertisement