
সরস্বতী দেবী হলেন জ্ঞান ও বিদ্যার অধিষ্ঠাত্রী। বসন্ত পঞ্চমীর দিন মা সরস্বতীর আরাধনা করা হয়। কথিত রয়েছে, এই দিনে মা সরস্বতীর পুজো করলে বিদ্যা-বুদ্ধিলাভ হয়। জ্যোতিষ মতে, মা সরস্বতীর প্রিয় এই ৩ রাশি সর্বদাই সাফল্য পান। জেনে নিন, কোন ৩ রাশি...
কন্যা রাশি (Virgo):
মা সরস্বতীর কৃপা পান কন্যা রাশির জাতকরা। পড়াশোনায় ভাল হন এঁরা। বিচক্ষণ হন। বুদ্ধিতে বাজিমাত করেন। কেরিয়ারে সাফল্যের মুখ দেখেন এঁরা।
কুম্ভ রাশি (Aquarius):
মা সরস্বতীর অন্যতম প্রিয় রাশি হল কুম্ভ। এই রাশির জাতকরা সর্বদা মা সরস্বতীর আশীর্বাদ লাভ করেন। কর্মক্ষেত্রে সাফল্য পান। বিদ্যা-বুদ্ধিতে সকলের থেকে এগিয়ে থাকেন এঁরা।
মকর রাশি (Capricorn):
দেবী সরস্বতীর আশীর্বাদ পান মকর রাশির জাতকরা। এই রাশির জাতকরা মেধাবী হন। সব ক্ষেত্রে সাফল্য পান এঁরা। এই রাশির জাতকরা বুদ্ধিমান হন।
অন্য দিকে,জ্যোতিষ মতে, আগামী ২৮ জানুয়ারি মীন রাশিতে রাহু ও শুক্রের মিলন হবে। যার ফলে লাভের মুখ দেখবেন বৃষ, কর্কট ও বৃশ্চিক রাশির জাতকরা। জ্যোতিষ মতে, কুম্ভ রাশিতে বুধ ও শনির মিলন হতে চলেছে। এর ফলে লাভের মুখ দেখবেন মেষ, মকর ও কুম্ভ রাশির জাতকরা। জ্যোতিষ মতে, আগামী ২৮ জানুয়ারি রাশি বদলাবে শুক্র। এর ফলে তৈরি হবে মালব্য রাজযোগ। যার প্রভাবে লাভের মুখ দেখবেন বৃষ, কুম্ভ ও ধনু রাশির জাতকরা। জ্যোতিষ মতে, ২০২৫ সালে একাধিক গ্রহ রাশি বদলাবে। যার জেরে কেরিয়ার, প্রেমের সম্পর্কে বিশাল উন্নতি হবে বৃষ, মকর ও কুম্ভ রাশির জাতকদের।