Advertisement

Shanidev Favourite Rashi: এই ৪ রাশিকে আগলে রাখেন শনিদেব, আজীবন সুখ-বিলাসিতা

জ্যোতিষ মতে, রাশিচক্রে এই ৪টি রাশি খুবই পছন্দের শনিদেবের। এই চার রাশির উপর সর্বদা শনিদেবের কৃপা থাকে। সুখ-সাফল্যে ভরে ওঠে ওই রাশির জাতকদের জীবন। জেনে নিন বিশদে...

শনিদেবের কৃপা পান এই ৪ রাশির জাতকরা।শনিদেবের কৃপা পান এই ৪ রাশির জাতকরা।
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 15 May 2025,
  • अपडेटेड 11:53 AM IST
  • জ্যোতিষ মতে, রাশিচক্রে এই ৪টি রাশি খুবই পছন্দের শনিদেবের।
  • এই চার রাশির উপর সর্বদা শনিদেবের কৃপা থাকে।
  • সুখ-সাফল্যে ভরে ওঠে ওই রাশির জাতকদের জীবন।

জ্যোতিষ মতে, রাশিচক্রে এই ৪টি রাশি খুবই পছন্দের শনিদেবের। এই চার রাশির উপর সর্বদা শনিদেবের কৃপা থাকে। সুখ-সাফল্যে ভরে ওঠে ওই রাশির জাতকদের জীবন। জেনে নিন বিশদে...


বৃষ রাশি (Taurus): 

 শনিদেবের কৃপা পান বৃষ রাশির জাতকরা। সব ক্ষেত্রে সাফল্য পান এই রাশির জাতকরা। কর্মক্ষেত্রে উন্নতি হয়। পরিবারে সুখ-শান্তি বজায় থাকে। 


মকর রাশি (Capricorn): 

শনিদেবের অন্যতম প্রিয় রাশি হল মকর। শনির কৃপায় এই রাশির জাতকরা সহজেই সব সমস্যার সমাধান করতে পারেন। সব ক্ষেত্রে সাফল্য পান। কেরিয়ারে উন্নতি করে থাকেন।

কুম্ভ রাশি (Aquarius):

শনিদেবের আশীর্বাদ পান কুম্ভ রাশির জাতকরা। এই রাশির জাতকরা ধনবান হন। কর্মক্ষেত্রে সাফল্য লাভ করে থাকেন এঁরা। 

তুলা রাশি (Libra): 

তুলা রাশিও শনিদেবের প্রিয়। এই রাশির জাতকরা মনের দিক থেকে খুব স্বচ্ছ হন। জীবনে উন্নতি করেন এঁরা। সব বাধা কেটে যায়। জীবনে সাফল্য পান। 


অন্য দিকে, জ্যোতিষ মতে, আগামী ১৮ মে সিংহ রাশিতে প্রবেশ করবে কেতু। এই গোচরের ফলে কপাল খুলবে বৃষ, বৃশ্চিক, সিংহ, মিথুন রাশির জাতকদের। অন্য দিকে, জ্যোতিষ মতে, উদয়া তিথি অনুসারে আগামী ২৭ মে মঙ্গলবার পালিত হবে শনি জয়ন্তী। এবার শনি জয়ন্তীতে শুভ ও শুক্লা যোগের জোড়া প্রভাব থাকবে। এই দুই যোগের প্রভাবে লাভের মুখ দেখবেন মকর, মিথুন ও তুলা রাশির জাতকরা।   জ্যোতিষ মতে, আগামী জুন মাসে বুধের রাশি মিথুনে প্রবেশ করবে শুক্র। যার ফলে কপাল খুলবে মিথুন, তুলা এবং সিংহ রাশির জাতকদের। আগামী ১৫ জুন মিথুন রাশিতে প্রবেশ করবে সূর্য। যার ফলে কপাল খুলবে সিংহ, কন্যা ও তুলা রাশির জাতকদের।জ্যোতিষ মতে, মে মাসের শুরুতে বুধ ও বৃহস্পতি মিলে তৈরি করবে ত্রিএকাদশ যোগ। যার জেরে কপাল খুলবে বৃষ, মকর ও কর্কট রাশির জাতকদের। আগামী ৭ জুন সিংহ রাশিতে প্রবেশ করবে মঙ্গল। ২৮ জুলাই পর্যন্ত ওখানেই থাকবে মঙ্গল। এই গোচরে শনি ও মঙ্গল মিলে তৈরি করবে ষড়ষ্টক রাজযোগ। যার প্রভাবে ভাগ্য বদলাবে বৃশ্চিক, মিথুন ও মীন রাশির জাতকদের। আগামী ১৩ জুলাই সকালে বক্রি হতে চলেছে শনি। যার প্রভাবে কপাল খুলবে কর্কট, মীন ও বৃষ রাশির জাতকদের।
 

Advertisement

Read more!
Advertisement
Advertisement