জ্যোতিষ মতে, আগামী ১ নভেম্বর অবস্থান বদলাবে শনি। কুম্ভ রাশিতে থাকাকালীনই অবস্থান বদলাবে এই গ্রহ। এর প্রভাবে লাভের মুখ দেখবেন ৩ রাশির জাতকরা। জেনে নিন...
মেষ রাশি (Aries):
রাজার হালে থাকবেন মেষ রাশির জাতকরা। অর্থলাভের যোগ রয়েছে। কেরিয়ারে পদোন্নতি হতে পারে। আয় বাড়বে। বিদেশ ভ্রমণের যোদ রয়েছে।
কুম্ভ রাশি (Aquarius):
ভাগ্যোদয় হবে কুম্ভ রাশির জাতকদের। কর্মক্ষেত্রে সাফল্য আসবে। সমাজে সুনাম বাড়বে। আর্থিক পরিস্থিতি আগের থেকে ভাল হবে জাতকদের। ব্যবসায়ীদের জন্য ভাল সময়।
মিথুন রাশি (Gemini):
ভাগ্য চমকাবে মিথুন রাশির জাতকদের। বেতন বাড়বে। ধনলাভের যোগ রয়েছে। পরিবারে সুখ-শান্তি বজায় থাকবে। দাম্পত্য সুখ বাড়বে।
অন্য দিকে, আগামী ২৯ অক্টোবর ধনতেরস। জ্যোতিষ মতে, এই দিনটি অত্যন্ত শুভ। এদিন বিশেষ রাজযোগের প্রভাব থাকবে। যার ফলে লাভের মুখ দেখবেন মেষ, মকর এবং সিংহ রাশির জাতকরা। জ্যোতিষ মতে, আগামী ২৯ অক্টোবর বৃশ্চিক রাশিতে প্রবেশ করতে চলেছে বুধ। যার ফলে লাভবান হবেন মকর, বৃষ এবং কুম্ভ রাশির জাতকরা। জ্যোতিষ মতে, উত্তরাভাদ্রপদ নক্ষত্রে অবস্থান করছে রাহু। ২ ডিসেম্বর এই নক্ষত্রের দ্বিতীয় পর্যায়ে প্রবেশ করবে। এর ফলে কপাল খুলবে বৃষ, তুলা এবং মিথুন রাশির জাতকদের। জ্যোতিষ মতে, আগামী ২ ডিসেম্বর পর্যন্ত উত্তর ভাদ্রপদ নক্ষত্রে বিরাজ করবে রাহু। পরের বছর ১৬ মার্চ পর্যন্ত ওই নক্ষত্রেই থাকবে রাহু। যার প্রভাবে কপাল খুলবে মেষ, মকর এবং কুম্ভ রাশির জাতকদের।