Advertisement

Saturn Zodiacs Till 26 July 2026: ২৬ জুলাই ২০২৬ পর্যন্ত শনির প্রভাব, নোট করুন ৬ রাশির জাতক

গত ২৮ নভেম্বর সকাল ৯টা ২০ মিনিটে বিপরীতমুখী থেকে প্রত্যক্ষ গতিতে এসেছে শনি গ্রহ। ২০২৬ সালের ২৬ জুলাই পর্যন্ত এই অবস্থানে থাকবেন। এমন অবস্থানে লাভবান হবেন ৩ রাশির জাতক ও জাতিকা। এবং বাধাবিপত্তির মুখে পড়বে ৩ রাশি।

Shani RashifalShani Rashifal
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 05 Dec 2025,
  • अपडेटेड 10:55 PM IST
  • গত ২৮ নভেম্বর বক্রী থেকে মার্গী শনি।
  • ৬ রাশির উপরে শুভ ও অশুভ প্রভাব।

শনি গ্রহ কর্মফল দাতা। তিনি কর্ম অনুযায়ী ফল দেন। অনেকেই শনিকে ভয় পান। তবে শুভ কর্ম করলে ভালো ফল দেন বড়বাবা। আর খারাপ কাজে শাস্তি। গত ২৮ নভেম্বর সকাল ৯টা ২০ মিনিটে বিপরীতমুখী থেকে প্রত্যক্ষ গতিতে এসেছে শনি গ্রহ। ২০২৬ সালের ২৬ জুলাই পর্যন্ত এই অবস্থানে থাকবেন। এমন অবস্থানে লাভবান হবেন ৩ রাশির জাতক ও জাতিকা। এবং বাধাবিপত্তির মুখে পড়বে ৩ রাশি। চলুন জেনে নেওয়া যাক, কাদের জন্য শনি শুভ, কাদের অশুভ। শুরু হোক লাকি ৩ রাশিকে দিয়ে  
 
মিথুন রাশি: আগামী বছর ২৬ জুলাই পর্যন্ত আপনার আয় বৃদ্ধির যোগ। চাকরিজীবীদের পদোন্নতি। সেই সঙ্গে পাবেন নতুন দায়িত্ব। ব্যবসায় লাভবান হবেন। প্রতিটি কাজের শুভ ফল পাবেন। তবে আপনাকে মন দিয়ে ফাঁকিবাজি না দিয়ে কাজ করতে হবে। পার্টনারের সঙ্গে আনন্দের মুহূর্ত কাটাবেন।

বৃষ রাশি: আগামী ৮ মাস শুভ সময় কাটাবেন। আটকে থাকা কাজ শুরু হবে। কেরিয়ারে উন্নতির যোগ। আয় বাড়ানোর নতুন সুযোগ পাবেন। চাকরিকে দায়িত্ব পাবেন। ব্যবসায় লাভ। আপনার জীবনে আসবে সমৃদ্ধি। 

মকর রাশি: ব্যবসায়ীরা লাভবান হবেন। পুরনো বিনিয়োগ থেকে লাভ করবেন। চাকরিতে উন্নতি। নতুন দায়িত্ব লাভ। জীবনে সমৃদ্ধি। আপনি আর্থিকভাবে শক্তিশালী হবেন। 

এবার জেনে নেওয়া যাক, কাদের কাদের সাবধান থাকতে হবে: 

মেষ রাশি: নানা সমস্যায় জেরবার হবেন। কেরিয়ারে চ্যালেঞ্জ। অতিরিক্ত পরিশ্রম। সম্পর্কে মতবিরোধ। বিবাদে জড়াতে পারেন। আর্থিক লেনদেনে সতর্ক হোন। 

কুম্ভ রাশি: কঠিন সময় যাবে। ব্যবসায় মন্দা। পরিকল্পনা ব্যর্থ হতে পারে। ভ্রমণ এড়ান। খরচ বাড়তে পারে। চাকরিতে বাধাবিপত্তি আসতে পারে। শারীরিকভাবে নিজেকে ক্লান্ত মনে হবে।

মীন রাশি: অসুস্থ হতে পারেন এই সময়ে। কর্মক্ষেত্রে চ্যালেঞ্জের মুখে পড়বেন। ভেবেচিন্তে সিদ্ধান্ত না নিলে বিপদ। কেরিয়ারে বাধাবিপত্তি আসতে থাকবে। নতুন আর্থিক সমস্যা। কাজে সাবধান হোন। খরচ বাড়তে পারে। হতে পারে অপরিকল্পিত লেনদেন।

Read more!
Advertisement
Advertisement