Advertisement

Saturn Remedies: ২৯ জুন থেকে শুরু শনির রোষ, রাশি অনুযায়ী কীভাবে তুষ্ট করবেন বড়বাবাকে?

শনি হলেন কর্মের দাতা। কর্ম অনুযায়ী ফলদান করেন। শনি পক্ষে থাকলে যে কোনও পরিস্থিতির মোকাবিলা করা যায়। শনি সদয় হলে সাফল্য ধরা দেয় হাতের মুঠোয়।

শনির প্রতিকারশনির প্রতিকার
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 14 Jun 2024,
  • अपडेटेड 8:07 PM IST
  • আগামী ২৯ জুন কুম্ভ রাশিতে বিপরীত গতিতে যাবে শনি।
  • ই রাশিতে শনির পিছিয়ে থাকার কারণে একাধিক রাশির জীবনে আসবে ঝড়।

বর্তমানে কুম্ভ রাশিতে অবস্থান করছেন শনিদেব। শনি এই রাশিতে বক্রী হতে চলেছে। আগামী ২৯ জুন কুম্ভ রাশিতে বিপরীত গতিতে যাবে শনি। এই রাশিতে শনির পিছিয়ে থাকার কারণে একাধিক রাশির জীবনে আসবে ঝড়। নভেম্বর পর্যন্ত এই দশায় থাকবেন শনিদেব। শনি হলেন কর্মের দাতা। কর্ম অনুযায়ী ফলদান করেন। শনি পক্ষে থাকলে যে কোনও পরিস্থিতির মোকাবিলা করা যায়। শনি সদয় হলে সাফল্য ধরা দেয় হাতের মুঠোয়। কিন্তু শনির রোষে পড়লে জীবন ছারখার হয়ে যায়। শনির রোষ থেকে বাঁচতে কোন রাশির জাতক-জাতিকারা কী করবেন- 

মেষ ও মিথুন- শনি গ্রহের বিপরীতমুখী হওয়ার সঙ্গে সঙ্গে মেষ এবং মিথুন রাশির জাতক-জাতিকারা সাবধান হোন। শনিদেবকে সন্তুষ্ট করতে তিলের তেল দিয়ে অভিষেক করুন।

বৃষ রাশি- এই রাশির জাতক-জাতিকারা সর্ষের তেল দিয়ে শনিদেবকে অভিষেক করুন।

আরও পড়ুন

কর্কট রাশি- এই রাশির জাতক-জাতিকারা শনির কৃপা পেতে কাউকে দান করুন।

সিংহ রাশি- এই রাশির জাতক-জাতিকারা শনিকে সন্তুষ্ট করতে সর্ষের তেল বা তিলের তেল নিবেদন করলেও উপকৃত হবেন।

কন্যা রাশি- এই রাশির জাতক-জাতিকারা শনিদেবকে সর্ষের তেল দান করুন। 

তুলা রাশি- শনিদেবকে সর্ষের তেল ভুলেও দান করবেন না। 

ধনু রাশি- এই রাশির জাতক-জাতিকারা শনিকে শান্ত রাখতে বাদাম তেল দান করতে পারেন।

মকর রাশি- তিলের তেল দিয়ে শনিদেবকে তুষ্ট করুন। 

কুম্ভ রাশি- মন্দিরে সর্ষের তেল দান করুন। 

মীন রাশি- শনিদেবকে বাদাম তেল দিয়ে অভিষেক করুন।

শনিকে তুষ্ট রাখতে আর কী কী করবেন- 

১। কারও সঙ্গে প্রতারণা করবেন না।
২। কারও বকেয়া টাকা থাকলে ফেলে রাখবেন না।
৩। ধার নিয়ে সময়মতো মেটান। 
৪। কারও কিছু চুরি করবেন না। 
৫। মিথ্যা কথা বলবেন না।
৬। কাজে ফাঁকি দেবেন না। 
৭। পরিশ্রম করুন। ফল পাবেন। 
৮। কাউকে ঠকাবেন না। 

Advertisement
Read more!
Advertisement
Advertisement