Advertisement

Guru-Shani Yog: শনি-গুরুর জোড়া কৃপা, শ্রাবণেই ৩ রাশির কপাল ঘুরবে

Guru-Shani Yog: শুধু ধার্মিক দিক দিয়ে নয়, শ্রাবণের মাস জ্য়োতিষশাস্ত্রেও খুবই বিশেষ বলে মনে করা হয়। এই মাস শিব ভক্তদের জীবনে বড় বদল হতে চলেছে। বিশ্বাস করা হয় যে এই মাসে ভোলেবাবাকে শ্রদ্ধা-ভক্তি ভরে পুজো করলে মহাদেবের বিশেষ কৃপা প্রাপ্ত হয়।

গুরু-শনির জোড়া আশীর্বাদগুরু-শনির জোড়া আশীর্বাদ
Aajtak Bangla
  • কলকাতা,
  • 13 Jul 2025,
  • अपडेटेड 7:21 PM IST
  • শুধু ধার্মিক দিক দিয়ে নয়, শ্রাবণের মাস জ্য়োতিষশাস্ত্রেও খুবই বিশেষ বলে মনে করা হয়।

শুধু ধার্মিক দিক দিয়ে নয়, শ্রাবণের মাস জ্য়োতিষশাস্ত্রেও খুবই বিশেষ বলে মনে করা হয়। এই মাস শিব ভক্তদের জীবনে বড় বদল হতে চলেছে। বিশ্বাস করা হয় যে এই মাসে ভোলেবাবাকে শ্রদ্ধা-ভক্তি ভরে পুজো করলে মহাদেবের বিশেষ কৃপা প্রাপ্ত হয়। এই বছর শ্রাবণ মাস ১১ জুলাই থেকে শুরু হয়ে গিয়েছে এবং ৯ অগাস্ট পর্যন্ত থাকবে। শ্রাবণ শুরু হওয়ার দুদিন আগেই দেবগুরু বৃহস্পতি উদিত হয়েছে এবং ১৩ জুলাই শনি উল্টো চালে থাকবে। বৈদিক জ্যোতিষ শাস্ত্রে গুরু ও শনির এই বিশেষ যোগকে খুবই বিশেষ বলে মনে করা হচ্ছে, কারণ এই সংযোগ প্রায় ৫০০ বছর পর তৈরি হয়েছে। শ্রাবণ মাসে শনি-গুরুর এই সংযোগ কিছু রাশির জন্য খুবই লাকি বলে প্রমাণইত হবে। আসুন জেনে নিই সেই রাশি কারা। 

বৃষ রাশি
এই সংযোগ বৃষ রাশির জাতকদের আর্থিক পরিস্থিতি মজবুত করবে। পরিবারের সঙ্গে সময় ভাল কাটবে। আয় বাড়বে। জীবনে সুখের আগমন হবে। দাম্পত্যে মধুরতা বাড়বে। মা-বাবার সঙ্গে সম্পর্ক ভাল হবে। চাকরিতে উন্নতির যোগ রয়েছে। 

মিথুন রাশি
শনি-গুরুর এই বিশেষ যোগে মিথুন রাশির ভাগ্য সঙ্গ দেবে। পুরনো কোনও আটকে থাকা কাজ সম্পূর্ণ হবে। কেরিয়ার ও ব্যবসায় সফলতা পাবেন। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক মজবুত হবে। স্বাস্থ্য ভাল থাকবে। হঠাৎ করে আয়ের রাস্তা খুলে যাবে। অপ্রয়োজনীয় খরচ কমে যাবে। 

ধনু রাশি
ধনু রাশির জন্য এই সময়কাল খুবই শুভ। নতুন বাহন বা ঘর কিনতে পারেন। ঋণ থেকে মুক্তি পাবেন। পারিবারিক আবহ ভাল থাকবে। ধার্মিক কাজে রুচি বাড়বে। বন্ধুর থেকে সহযোগিতা পেতে পারেন। এই সময় বিনিয়োগ করলে লাভবান হবেন। 

Read more!
Advertisement
Advertisement