Advertisement

Sawan End Rashifal: ৩১ অগাস্ট শ্রাবণ শেষ থেকে লাকি ৪ রাশি, শিবের দয়ায় অর্থযোগ সেপ্টেম্বরে

শ্রাবণের শেষ দিন গ্রহ-নক্ষত্রের অবস্থানের কারণে ৪ রাশির  জাতক-জাতিকাদের কপাল খুলতে চলেছে। গোটা সেপ্টেম্বর মাসজুড়ে তাঁরা পাবেন সুখবর। কেরিয়ারে তাঁরা তুঙ্গ উন্নতি করবেন।     

Sawan End Rashifal। শ্রাবণ শেষের রাশিফল। Sawan End Rashifal। শ্রাবণ শেষের রাশিফল।
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 31 Aug 2023,
  • अपडेटेड 6:55 PM IST
  • শ্রাবণ মাসের শেষ দিন থেকে ভাগ্যোদয় ৪ রাশির।
  • আগামী এক মাসে পাবেন সুখবর।

হিন্দু ক্যালেন্ডার অনুযায়ী এবার ছিল দু'মাসের শ্রাবণ। ৫৯ দিনের শ্রাবণ শেষ হল ৩১ অগাস্ট। এবার শুরু ভাদ্র। শ্রাবণের শেষ দিন গ্রহ-নক্ষত্রের অবস্থানের কারণে ৪ রাশির  জাতক-জাতিকাদের কপাল খুলতে চলেছে। গোটা সেপ্টেম্বর মাসজুড়ে তাঁরা পাবেন সুখবর। কেরিয়ারে তাঁরা তুঙ্গ উন্নতি করবেন।     

মিথুন- কর্মক্ষেত্র এবং ব্যবসায় আপনার জন্য পরিবেশ অনুকূল থাকবে। মন থাকবে হাসি-খুশি। অমীমাংসিত কাজ সম্পন্ন হবে। ব্যবসায় আকস্মিকভাবে লাভের সুযোগ আসবে। আর্থিক বিষয়ে সাফল্য পাবেন। কঠোর পরিশ্রম করলে শুভ ফল পাবেন।

সিংহ- চাকরি ও ব্যবসায় উন্নতির সুযোগ। মনে সুখের অনুভূতি থাকবে। সহকর্মীদের কাছ থেকে সহযোগিতা পাবেন। অফিসারদের সঙ্গ পাবেন। ব্যবসায় লাভের সুযোগ আসবে। পরিবারে সুখের পরিবেশ থাকবে। দাম্পত্য জীবনে মধুরতা বজায় থাকবে।

আরও পড়ুন

ধনু- কর্মক্ষেত্র এবং ব্যবসায় আপনার জন্য পরিবেশ অনুকূল থাকবে। আটকে থাকা কাজে চেষ্টা করে সাফল্য পাবেন। পরিবার থেকে সহযোগিতা পাবেন। দাম্পত্য জীবনে মধুরতা বজায় থাকবে। আপনার স্বাস্থ্য ভাল থাকবে। 

বৃষ- এই সময়টি শুভ হতে চলেছে। আর্থিক লাভ হবে। যা আর্থিক দিককে শক্তিশালী করবে। মা লক্ষ্মী সদয় হবেন। আপনি বিবাহিত জীবনে সুখ অনুভব করবেন। পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটানোর সুযোগ পাবেন। এ সময়টা কোনও আশীর্বাদের চেয়ে কম নয়। চাকরি ও ব্যবসায় আপনি উন্নতি করবেন।

Read more!
Advertisement
Advertisement