Advertisement

Sawan Fourth Somwar Rashifal: চতুর্থ সোমবার থেকে দারুণ সময় ৪ রাশির, অগাস্টের শেষপর্যন্ত অর্থযোগ

পঞ্জিকা অনুসারে,শ্রাবণ মাসের চতুর্থ সোমবার পড়েছে শুক্লপক্ষের ত্রয়োদশী তিথিতে। পাশাপাশি এই দিনে মাসিক শিবরাত্রি উপবাসও। ওই দিন পুনর্বাসু এবং পুষ্য নক্ষত্র গঠিত হচ্ছে। সেই সঙ্গে তৈরি হচ্ছে সর্বার্থ সিদ্ধি যোগও। ওই দিন থেকে ৪ রাশির ভাগ্য ফিরতে চলেছে। ৩১ অগাস্ট পর্যন্ত থাকবে তাঁদের সুদিন। 

Sawan Somwar Rashifal। শ্রাবণের চতুর্থ সোমবারের রাশিফল। Sawan Somwar Rashifal। শ্রাবণের চতুর্থ সোমবারের রাশিফল।
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 12 Aug 2023,
  • अपडेटेड 6:40 PM IST
  • ১৪ অগাস্ট শ্রাবণের চতুর্থ সোমবার।
  • কপাল খুলতে চলেছে ৪ রাশির।

শ্রাবণ মাসে শিবের উপাসনা করেন ভোলেবাবা ভক্তরা। লোকবিশ্বাস, শ্রাবণ মাসের প্রতি সোমবার শিবের আরাধনা করলে সাধকের সমস্ত মনোবাঞ্ছা পূরণ হয়। তিনি রোগ, দোষ ও নানা ধরনের সমস্যা থেকে মুক্তি পান। বাংলা পঞ্জিকা অনুসারে, ১৪ অগাস্ট শ্রাবণ মাসের চতুর্থ সোমবার। পাশাপাশি এই দিনে মাসিক শিবরাত্রির ব্রতও রয়েছে। ফলে এই দিনের গুরুত্ব আরও বেড়ে গিয়েছে। জেনে নিন পুজোর শুভ সময়। 

পঞ্জিকা অনুসারে,শ্রাবণ মাসের চতুর্থ সোমবার পড়েছে শুক্লপক্ষের ত্রয়োদশী তিথিতে। পাশাপাশি এই দিনে মাসিক শিবরাত্রি উপবাসও। ওই দিন পুনর্বাসু এবং পুষ্য নক্ষত্র গঠিত হচ্ছে। সেই সঙ্গে তৈরি হচ্ছে সর্বার্থ সিদ্ধি যোগও। ওই দিন থেকে ৪ রাশির ভাগ্য ফিরতে চলেছে। ৩১ অগাস্ট পর্যন্ত থাকবে তাঁদের সুদিন। 

মেষ- কাজের প্রতি উৎসাহ থাকবে। ধর্মীয় কাজে ঝোঁক বাড়বে। মায়ের সহযোগিতা পাবেন। পরিজনদের কাছ থেকে টাকা পাওয়ার সম্ভাবনা আছে। বন্ধুদের আগমন হতে পারে। বুদ্ধিমত্তা কাজে লাগালে সাফল্য পাবেন। চাকরিতে স্থান পরিবর্তনের সম্ভাবনা। পরিবারের সঙ্গে কোনও ধর্মীয় স্থানে তীর্থযাত্রায় যেতে পারেন।

আরও পড়ুন

মিথুন- ব্যবসা সম্প্রসারণের পরিকল্পনা বাস্তবায়িত হতে পারে। ভাইদের সহযোগিতা পাবেন। পরিবারে শুভ কাজ হবে। পোশাক উপহারও পাওয়া যাবে। চাকরি পরিবর্তনের কারণে অন্য জায়গায় যেতে হতে পারে। ব্যবসায় লাভের সুযোগ থাকবে। মায়ের সঙ্গ পাবে। গাড়ির আনন্দ বাড়তে পারে।

বৃশ্চিক- আত্মবিশ্বাসে ভরপুর থাকবেন। পরিবারের সুখ ও স্বাচ্ছন্দ্য থাকবে। জীবনসঙ্গীর কাছ থেকে সাহায্য পেতে পারেন। কর্মক্ষেত্রে পরিবর্তন সম্ভব। পরিশ্রমের আধিক্য থাকবে। মায়ের সঙ্গ ও সহযোগিতা পাবেন। আপনার লাভ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। চাকরিতে কর্তাদের সহযোগিতা থাকবে।

ধনু- মনে সুখের অনুভূতি থাকবে। আত্মনিয়ন্ত্রিত থাকুন। চাকরির জন্য অন্য জায়গায় যেতে পারেন। আপনার আয় বাড়বে।কর্তাদের সহযোগিতা পাবেন। আপনি পাবেন পরিবারের সহযোগিতাও। ব্যয় বাড়তে পারে।

Advertisement
Read more!
Advertisement
Advertisement