Advertisement

Shadashtak Dangerous Yoga: ষড়ষ্টক যোগে জীবন অতিষ্ঠ, এই ৩রাশি কোনও কাজ করার আগে দু'বার ভাবুন

Shadashtak Yoga 2023: ১ লা জুলাই ২০২৩ সাল পর্যন্ত একই রাশিতে থাকবে। বর্তমানে সেখানে উপস্থিত রয়েছে শনি । এই সময় তৈরি হবে 'ষড়ষ্টক যোগ’। কিছু রাশির জাতক-জাতিকাদের খুব খারাপ সময় শুরু হবে। জানুন সেই রাশির তালিকায় কোন রাশির ব্যক্তিরা রয়েছেন। 

ষড়ষ্টক যোগে জীবন অতিষ্ঠ, ৩ রাশি কোনও কাজ করার আগে দু'বার ভাবুনষড়ষ্টক যোগে জীবন অতিষ্ঠ, ৩ রাশি কোনও কাজ করার আগে দু'বার ভাবুন
Aajtak Bangla
  • কলকাতা,
  • 27 May 2023,
  • अपडेटेड 5:29 PM IST
  • মঙ্গল, শক্তি এবং বীরত্বের গ্রহ, ১০ মে, ২০২৩-এ কর্কট রাশিতে পরিবর্তিত হয়েছে
  • এখন শনি কুম্ভ রাশিতে উপস্থিত রয়েছে
  • মঙ্গল শনির থেকে ষষ্ঠ ঘরে উপস্থিত রয়েছে

Shadashtak Yoga: মেষ রাশি ও বৃশ্চিক রাশির অধিপতি হল শুক্র। মে মাসে শুরুতেই মঙ্গল তাঁর দুর্বল রাশি কর্কট রাশিতে প্রবেশ করেছে। ১ লা জুলাই ২০২৩ সাল পর্যন্ত একই রাশিতে থাকবে। বর্তমানে সেখানে উপস্থিত রয়েছে শনি । এই সময় তৈরি হবে 'ষড়ষ্টক যোগ’। কিছু রাশির জাতক-জাতিকাদের খুব খারাপ সময় শুরু হবে। জানুন সেই রাশির তালিকায় কোন রাশির ব্যক্তিরা রয়েছেন। 

আরও পড়ুন

মিথুন (Gemini)

রাশির জাতক-জাতিকাদের খুব খারাপ সময় শুরু হবে। এই সময় কোনও কাজেই আপনি সফলতা পাবেন না। শুধু তাই নয় বাড়তি খরচে লাগাম দিতে হবে । আর্থিকভাবে আপনার নানান অসুবিধার সম্মুখীন হতে হবে। সকল কাজে আপনারা পিছিয়ে পড়বেন। আপনার মানসিক চাপের সৃষ্টি হতে পারে। যে কোন কাজ করার আগে সিদ্ধান্ত নিয়ে কাজ করার চেষ্টা করুন। সকলের সঙ্গে আপনার সুসম্পর্ক বজায় থাকবেনা, সাবধানে আপনাকে পথে চলতে হবে। আপনার দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে।

সিংহ (Leo)

রাশির ব্যক্তিদের খুব খারাপ সময় শুরু হবে। এই সময় চাকরির পরীক্ষা দেবেন না। কারণ কোনও চাকরিতে আপনি সফলতা অর্জন করতে পারবেন না। আপনার স্ত্রীর সঙ্গে আপনার বনিবনা হবে না। যদি আপনি প্রেম জীবনে যুক্ত থাকেন তাহলে আপনার অশান্তি বাঁধার সম্ভাবনা রয়েছে। ব্যবসায়ে সাফল্য আসবে না। পারিবারিক থেকে দাম্পত্য জীবনে নানান অশান্তি ভোগ করতে হবে আপনাকে। তার সঙ্গে ঝগড়া-বিবাদ লেগেই থাকবে । মাথা ঠান্ডা করে রেখে সব কাজ করার চেষ্টা করুন।

ধনু (Sagittaurious)

রাশির ব্যক্তিদের অশুভ সময় শুরু হবে। কোনও কাজেই সফলতা পাবেন না। মাথা ঠান্ডা রেখে কাজ করতে হবে। কঠিন পরিশ্রম করলে তবেই জীবনে সাফল্য আসবে। নানান সমস্যার সম্মুখীন হতে হবে আপনাকে। কোন কাজেই সফলতা পাবেন না। তাই মাথা ঠান্ডা রেখে চলতে হবে আপনাকে। বুধ গোচরের অশুভ প্রভাবে আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে কোন রাশির ব্যক্তিদের মাথা ঠান্ডা রেখে প্রতিটি কাজ করতে হবে। তবেই আপনি জীবনে সফলতা পাবেন ।বাড়তি খরচ এড়িয়ে চলতে হবে। যারা বেসরকারি কাজ করছেন তাদের নানান অসুবিধার সম্মুখীন হতে হবে। আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে।

Advertisement

 

Read more!
Advertisement
Advertisement