Advertisement

Shani Lucky Rashi: ২ বছর ধরে ৩ রাশির উপর কৃপা বর্ষণ করবে শনি, গাড়ি-বাড়ি-সম্পত্তি যোগ

Lucky Rashi till 2027: বর্তমানে ৩০ বছর পরে শনিদেব বৃহস্পতির রাশি মীনে বক্রী অবস্থায় আছেন। শনিকে জ্যোতিষশাস্ত্রে কর্মফলের গ্রহ বলে মনে করা হয়। এই গ্রহ সবচেয়ে ধীর গতির গ্রহ, যিনি প্রতি আড়াই বছর ছাড়া ছাড়া রাশি পরিবর্তন করে থাকেন। গত ২৯ মার্চ ২০২৫-এ শনিদেব নিজের মূল ত্রিকোণ রাশি কুম্ভ থেকে বেরিয়ে বৃহস্পতির রাশি মীনে বিরাজমান।

২ বছর ধরে ৩ রাশির উপর কৃপা বর্ষণ করবে শনি, গাড়ি-বাড়ি-সম্পত্তি যোগ২ বছর ধরে ৩ রাশির উপর কৃপা বর্ষণ করবে শনি, গাড়ি-বাড়ি-সম্পত্তি যোগ
Aajtak Bangla
  • কলকাতা,
  • 25 Aug 2025,
  • अपडेटेड 6:32 PM IST
  • বর্তমানে ৩০ বছর পরে শনিদেব বৃহস্পতির রাশি মীনে বক্রী অবস্থায় আছেন।

Shani Lucky Rashi: ২৯ মার্চ ২০২৫-এ শনি তার মূল ত্রিকোণ রাশি কুম্ভ থেকে বৃহস্পতির রাশি মীনে প্রবেশ করবে। শনির কুম্ভ রাশি থেকে মীন রাশিতে গোচরের ফলে মিথুন, সিংহ এবং কন্যা রাশির জাতক-জাতিকাদের ভাগ্য উজ্জ্বল হবে, তারা অর্থ ও সাফল্য লাভ করবে। মীন রাশির পরিবর্তন অন্য রাশির জীবনেও বড় ধরনের প্রভাব ফেলবে, যা পেশা, স্বাস্থ্য, সম্পর্ক ও আর্থিক অবস্থার উপর ইতিবাচক বা নেতিবাচক ফল দিতে পারে। 

শনিকে জ্যোতিষশাস্ত্রে কর্মফলের গ্রহ বলে মনে করা হয়। এই গ্রহ সবচেয়ে ধীর গতির গ্রহ, যিনি প্রতি আড়াই বছর ছাড়া ছাড়া রাশি পরিবর্তন করে থাকেন। গত ২৯ মার্চ ২০২৫-এ শনিদেব নিজের মূল ত্রিকোণ রাশি কুম্ভ থেকে বেরিয়ে বৃহস্পতির রাশি মীনে বিরাজমান। ২০২৭ পর্যন্ত এই রাশিতেই থাকবেন সূর্যপুত্র। এর ফলে আগামী ২ বছর ৩ রাশির জীবন আরও সুন্দর ও সুরক্ষিত হতে চলেছে। আসুন দেখে নিন সেই ৩ রাশি কারা। 

মিথুন রাশি
মীনে শনির বক্রী অবস্থান এই রাশির জাতকদের জন্য অত্যন্ত শুভ হতে চলেছে। জীবনের সমস্ত সমস্যার সমাধান পাবেন এঁরা। চাকরিতে উন্নতির সঙ্গে মোটা টাকা বেতনও হবে। আর্থিক লাভের সঙ্গে সঙ্গে চাকরির ক্ষেত্রেও ভাল হতে পারে এই সময়।  দাম্পত্য জীবনে সুখই সুখ। স্বাস্থ্য খুবই ভাল যাবে। 

সিংহ রাশি
শনি ধইয়ার প্রভাব থেকেও সিংহ রাশির জাতক-জাতিকারা উপকৃত হবেন। তুলা রাশির জাতক-জাতিকারা আগামী দু'বছর নিশ্চিন্তে থাকতে পারবেন। ২০২৭ পর্যন্ত এই রাশির টাকা-পয়সা সংক্রান্ত কোনও সমস্যা থাকবে না। সব সমস্যার সমাধান পাবেন নিমেষে। শনির উচ্চ রাশি তুলা তাই জাতক-জাতিকাদের কোনও ভাবেই সমস্যার মুখে পড়তে হয়না, বাড়ি, গাড়ি সহজেই পেতে পারেন। নতুন করে জীবন শুরু হবে এই রাশিদের। 

কন্যা রাশি
এই রাশির জীবনেও সৌভাগ্য আসবে এবং সাফল্য লাভের সম্ভাবনা রয়েছে। ধনু রাশির জাতক-জাতিকাদের জন্য জীবন আরও সুন্দর হতে চলেছে। এঁরা সুরক্ষিত অনুভব করবেন আগামী দুবছর। নতুন করে জীবন শুরু করতে পারবে জাতক-জাতিকারা। শনির কৃপায়ে চাকরি ও ব্যবসায় জাঁকিয়ে উন্নতি করেন জাতক-জাতিকারা। আর্থিক অবস্থা আগের চেয়ে আরও ভাল হবে। ২০২৭ সাল পর্যন্ত চোখ ধাঁধামো সাফল্য পাবেন এঁরা। 

Advertisement

 

Read more!
Advertisement
Advertisement