Advertisement

Shani dev Favourite Zodiac Signs: ৩ রাশির সাফল্যের পথ তৈরি করছেন শনিদেব, আর ৩ রাশির ভয়ঙ্কর খারাপ দিন

ধর্মীয় বিশ্বাস অনুযায়ী শনিবার শনিদেবকে উৎসর্গ করা হয়। এই দিনে শনিদেবের আরাধনা করলে তিনি প্রসন্ন হন বলে ভক্তদের বিশ্বাস। শনিদেবকে কর্মদাতাও বলা হয়। এটা বিশ্বাস করা হয়, তিনি কর্ম অনুযায়ী ফলদান করেন। 

শনিদেবের পছন্দ ও অপছন্দের রাশি। শনিদেবের পছন্দ ও অপছন্দের রাশি।
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 08 Oct 2022,
  • अपडेटेड 3:57 PM IST
  • জ্যোতিষশাস্ত্রে শনিদেবকে ন্যায়ের দেবতা বলা হয়।
  • যাঁরা ভালো কাজ করেন তাদের জন্য শনিদেব শুভ ফল দেন।

ধর্মীয় বিশ্বাস অনুযায়ী শনিবার শনিদেবকে উৎসর্গ করা হয়। এই দিনে শনিদেবের আরাধনা করলে শুভ ফল মেলে বলে ভক্তদের বিশ্বাস। শনিদেবকে কর্মদাতাও বলা হয়। লোকবিশ্বাস, শনিদেব মানুষের কর্ম অনুসারে ফল দেন। শনিদেবের অশুভ দৃষ্টি পড়লে জীবন বাধাবিঘ্নে ভরে ওঠে। আবার শুভ প্রভাবে ব্যক্তির জীবন রাজার মতো হয়ে যায়। এমন কয়েকটি রাশির উপর রয়েছে শনির কৃপা। চলুন জেনে নেওয়া যাক-  

তুলা রাশি- তুলা রাশি শনিদেবের প্রিয় রাশি। জ্যোতিষশাস্ত্রের বিশ্বাস অনুসারে, শুক্র এই রাশির অধিপতি। এই রাশির জাতক-জাতিকাদের উপর শনিদেবের বিশেষ কৃপা রয়েছে। তুলা রাশির জাতকরা পরিশ্রমী ও সৎ হন। এই স্বভাবের কারণে শনিদেব কৃপা করেন। সাড়ে সাতিতেও তাঁদের কিস্যু যায় না আসে না। তাঁরা শনির কৃপায় জীবনে এগিয়ে যান। উন্নতি লাভ করে। আসে সমৃদ্ধি। শুক্র এই রাশির অধিপতি, যা সুখ ও সমৃদ্ধির গ্রহ। তুলা রাশির জাতক-জাতিকারা শনিদেবের পুজো করলে বিশেষ ফল পান।

কুম্ভ রাশি- কুম্ভ রাশিতে শনিদেবের আশীর্বাদ সবসময় থাকে। এই রাশির অধিপতিও শনিদেব। জ্যোতিষশাস্ত্রের বিশ্বাস অনুযায়ী, এই রাশির মানুষদের স্বভাব বেশ সরল হয়। এই রাশির জাতক-জাতিকারা দরিদ্র ও অসহায়দের সাহায্য করে থাকেন। কুম্ভ রাশির জাতক-জাতিকাদের স্বভাবের কারণে শনিদেব এই রাশির প্রতি অত্যন্ত দয়ালু। শনির কৃপায় এই রাশির জাতক-জাতিকারা অসাধ্য সাধন করেন। সমস্ত বাধাবিঘ্ন কাটিয়ে এগিয়ে যান। পরিশ্রম করলে শনিদেবই তাঁদের কাঙ্ক্ষিত ফল দেন।  

আরও পড়ুন

মকর রাশি- মকর রাশির অধিপতিও শনিদেব। এই রাশির জাতক-জাতিকাদের উপর শনিদেবের বিশেষ কৃপা রয়েছে। মকর রাশির জাতক-জাতিকারা শনিদেবের কৃপায় সব ধরনের সুখ পান। এই রাশির মানুষ খুব ভাগ্যবান হন। পরিশ্রম করলে ফল দেন শনিদেব। সাড়ে সাতিতেও মকর রাশির জাতক-জাতিকাদের কোনও সমস্যা হয় না।  

শনির অশুভ দৃষ্টি যাঁদের উপর

জ্যোতিষশাস্ত্রে শনিদেবকে ন্যায়ের দেবতা বলা হয়। যাঁরা ভালো কাজ করেন তাদের জন্য শনিদেব শুভ ফল দেন। এবং যাঁরা খারাপ কাজে লিপ্ত হয় তাঁদের শাস্তি দেন। এই সময়ে শনি মকর রাশিতে বসে আছেন। জেনে নিন কোন কোন রাশিতে শনির অশুভ দৃষ্টি রয়েছে-

Advertisement

মেষ রাশি- মেষ রাশির জাতক-জাতিকাদের ওপর শনিদেবের অশুভ দৃষ্টি থাকে। এই সময়ে অর্থের ক্ষেত্রে খুব সতর্ক থাকতে হবে। অবিবাহিতদের বিয়েতে বাধা আসতে পারে। কোনও কাজ শুরু করলে সাফল্য আসতে দেরি হবে। বাধাবিঘ্ন আসতে থাকবে। তবে হাল ছাড়বেন না। কর্ম করে যান। 

মিথুন রাশি - মিথুন রাশির জাতক-জাতিকাদের শনি ধাইয়া চলছে। কর্মক্ষেত্রে অসুবিধার সম্মুখীন হতে হতে পারেন। এই সময়ে অন্যায় কাজ থেকে দূরে থাকুন। তর্ক এড়িয়ে চলুন। অযথা মিথ্যা কথা বলবেন না। পরিশ্রম করলে ফল পাবেন। শনিবার শনিদেবকে সরিষার তেল নিবেদন করলে উপকার পাবেন।

সিংহ রাশি- সিংহ রাশির জাতক-জাতিকাদের জন্য শনি বাধা তৈরি করতে পারে। শনিদেবকে প্রসন্ন করতে হলে শনি সংক্রান্ত প্রতিকার করতে হবে। শনি আপনার স্বাস্থ্যের উপর প্রভাব ফেলতে পারে। কাজে আসতে পারে বাধাবিঘ্ন। নানা চিন্তা আসবে মাথায়। তবে লক্ষ্য থেকে বিচ্যুত হবেন না। নিজের কাজ করে চলুন। পরিশ্রম করুন। সবসময় সত্যের পথে থাকুন।  

 

Read more!
Advertisement
Advertisement