
Shani Gochar 2026: সামনেই ২০২৬। নতুন বছরের গ্রহচক্র নিয়ে বিশ্লেষণে ব্য়স্ত জ্যোতিষ বিশারদরা। আর সেই বিশ্লেষণ থেকেই একটি ছবি স্পষ্ট। শনি থাকছেন মীন রাশিতেই। ২০২৫ এর মার্চ কুম্ভ ছেড়ে মীনে প্রবেশ করেছিলেন শনিদেব। সেই অবস্থানেই কাটবে গোটা ২০২৬ সাল। মীন রাশির অধিপতি দেবগুরু বৃহস্পতি। জ্যোতিষশাস্ত্রে যাঁকে জ্ঞান, ধর্ম, বিবাহ, সন্তান, নৈতিকতা ও অর্থভাগ্যের কারক বলা হয়। ফলে বৃহস্পতির রাশিতে শনির অবস্থান স্বাভাবিকভাবেই আলাদা তাৎপর্য বহন করছে। জ্যোতিষীদের একাংশের মতে, এই যুগল প্রভাবেই ২০২৬ সালে চারটি রাশির জীবনে অর্থ ও প্রতিষ্ঠার দরজা খুলে যেতে পারে।
বৃষ রাশির জাতকদের জন্য এই সময়টিকে বিশেষ শুভ বলে মনে করা হচ্ছে। শনির অবস্থান আপনার আর্থিক জীবনে নতুন পথ খুলে দিতে পারে। আয়ের নতুন উৎস তৈরি হওয়ার সম্ভাবনা প্রবল। কর্মক্ষেত্রে ইতিবাচক পরিবর্তনের ইঙ্গিত মিলছে। ব্যবসায় গতি আসতে পারে, দোকান বা কারখানার প্রসার ঘটতে পারে। কাজের স্বীকৃতির সঙ্গে সঙ্গে সামাজিক মান-সম্মান বাড়ার সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না জ্যোতিষীরা।
কর্কট রাশির ক্ষেত্রেও শনির মীন অবস্থান ভাগ্যোদয়ের ইঙ্গিত দিচ্ছে। অপ্রয়োজনীয় খরচ কমতে পারে, পাশাপাশি আয় বাড়ার যোগ তৈরি হচ্ছে। বিদেশ সংক্রান্ত কাজ, পড়াশোনা বা পেশাগত যোগাযোগে সাফল্য মিলতে পারে। উচ্চশিক্ষা বা নতুন দক্ষতা অর্জনের সুযোগ আসতে পারে জীবনে। বহুদিনের বিদেশে থাকা বা স্থায়ী হওয়ার স্বপ্ন বাস্তবের দিকে এগোতে পারে। আত্মবিশ্বাস বাড়বে, সিদ্ধান্ত গ্রহণে দৃঢ়তা আসবে।
কন্যা রাশির জাতকদের জন্য ২০২৬ সাল ব্যবসা ও পেশাগত জীবনে স্বস্তির বার্তা আনতে পারে। বিশেষ করে অংশীদারিত্বের ব্যবসায় লাভের যোগ স্পষ্ট। চাকরিজীবীদের ক্ষেত্রে পদোন্নতি বা অতিরিক্ত দায়িত্বের সম্ভাবনা রয়েছে। নতুন পদ বা বড় ভূমিকার দায়িত্ব আসতে পারে। আইনি বা বিচারাধীন কোনও বিষয়ে দীর্ঘদিনের চাপ থাকলে সেখান থেকেও স্বস্তির ইঙ্গিত মিলছে।
বৃশ্চিক রাশির জাতকদের ক্ষেত্রে শনির প্রভাব পড়বে সৃজনশীলতা ও আত্মবিশ্বাসে। নিজের ক্ষমতার উপর ভরসা বাড়বে। প্রেম জীবন বা সন্তান সংক্রান্ত সুখবর আসতে পারে। বিনিয়োগ ও সম্পত্তি সংক্রান্ত বিষয়ে লাভের যোগ রয়েছে। তবে বড় সিদ্ধান্তের আগে পরিবারের সঙ্গে আলোচনা করার পরামর্শ দিচ্ছেন জ্যোতিষীরা। পৈতৃক সম্পত্তি থেকে প্রাপ্তির সম্ভাবনাও উজ্জ্বল। সমাজে সম্মান ও গ্রহণযোগ্যতা বাড়তে পারে।
সব মিলিয়ে, বৃহস্পতির রাশিতে শনির অবস্থান ২০২৬ সালে শুধু শৃঙ্খলা নয়, কিছু রাশির জীবনে আর্থিক স্থিতি ও অগ্রগতির পথও দেখাতে পারে। তবে শেষ পর্যন্ত গ্রহ ইঙ্গিত দেয় মাত্র। সুযোগ কাজে লাগানোর দায়িত্ব মানুষেরই।
দ্রষ্টব্য: রাশি সংক্রান্ত প্রতিবেদন জ্যোতিষ ও লোকমতভিত্তিক। এগুলি সম্পাদকীয় বিশ্লেষণ বা সুপারিশ নয়।