Advertisement

November Shani Margi: নভেম্বরের শেষেই ভাগ্য খুলবে ৩ রাশির, টাকা, সাফল্য, প্রেমে ভরাবেন শনিদেব

২৮ নভেম্বর ২০২৫। আপাত সাধারণ এই দিনেই রাশি জগতে বড় পরিবর্তন। এই দিনই মীন রাশিতে মার্গী হতে চলেছেন শনি দেব। শনির গতি বদলালেই তার সরাসরি প্রভাব পড়ে সব রাশির উপর। তবে জ্যোতিষশাস্ত্র বলছে, ৩টি রাশি এ বার শনির আশীর্বাদে বিশেষ সুবিধা পেতে চলেছে।

সৌভাগ্য এই ৩ রাশির।সৌভাগ্য এই ৩ রাশির।
Aajtak Bangla
  • কলকাতা,
  • 24 Nov 2025,
  • अपडेटेड 11:21 AM IST
  • এই দিনই মীন রাশিতে মার্গী হতে চলেছেন শনি দেব।
  • শনির গতি বদলালেই তার সরাসরি প্রভাব পড়ে সব রাশির উপর।
  • তবে জ্যোতিষশাস্ত্র বলছে, ৩টি রাশি এ বার শনির আশীর্বাদে বিশেষ সুবিধা পেতে চলেছে।

২৮ নভেম্বর ২০২৫। আপাত সাধারণ এই দিনেই রাশি জগতে বড় পরিবর্তন। এই দিনই মীন রাশিতে মার্গী হতে চলেছেন শনি দেব। শনির গতি বদলালেই তার সরাসরি প্রভাব পড়ে সব রাশির উপর। তবে জ্যোতিষশাস্ত্র বলছে, ৩টি রাশি এ বার শনির আশীর্বাদে বিশেষ সুবিধা পেতে চলেছে। কাজকর্মে সাফল্য, অর্থপ্রাপ্তি, সৌভাগ্যের দরজা খুলে যাবে এই রাশির জাতকদের। আত্মবিশ্বাস বাড়বে, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা উন্নত হবে। দীর্ঘদিন আটকে থাকা কাজও হঠাৎ শেষ হয়ে যাবে। আসুন দেখে নেওয়া যাক, কোন কোন রাশি লাভবান হতে চলেছেন।

কর্কট রাশি: কর্ম জীবনে উন্নতি
কর্কট রাশির জাতকদের জন্য শনির মার্গী হওয়াটা বেশ শুভ। অফিসে দীর্ঘদিন ধরে থাকা চাপ, মানসিক টানাপোড়েন দূর হতে শুরু করবে। কর্মক্ষেত্রে সাফল্য পাবেন। আত্মবিশ্বাস ও এনার্জি বাড়বে।

ব্যবসা-সংক্রান্ত সিদ্ধান্তে মুনাফা হবে। যাঁরা নতুন কিছু শুরু করতে চাইছেন, তাঁদের পক্ষে এটি খুবই ইতিবাচক সময়।

মকর রাশি: আটকে থাকা কাজ মিটে যাবে
মকর রাশির জন্য এই সময় পর পর প্রচুর সুযোগ আসবে। সেগুলি কাজে লাগাতে হবে। দীর্ঘদিন ধরে কোনও কাজ আটকে থাকলে, তাতে অবশেষে গতি আসবে। ছোটখাটো ভ্রমণও হতে পারে। মোটমাট কাছেপিঠে কয়েক ঘণ্টার জন্য বেরিয়ে এলেও মন অনেক ভাল লাগবে। আর এই বাড়তি এনার্জি নিয়ে চাকরি বা ব্যবসায় Better পারফর্ম করতে পারবেন। মাইন্ড ফ্রেশ হয়ে যাবে।

অর্থ উপার্জনের ক্ষেত্রে বেশ কিছু শুভ ইঙ্গিত রয়েছে। ব্যবসায়ী জাতকদের জন্য সময়টি অত্যন্ত শুভ।

মীন রাশি: পদোন্নতি, বাড়িতে সুখের পরিবেশ
মীন রাশির জাতকদের জন্যই শনি এ বার নিজ রাশিতে মার্গী হচ্ছেন। ফলে চাকরিতে পদোন্নতির যোগ রয়েছে। নতুন চাকরির সুযোগও আসতে পারে। অর্থভাগ্য শক্তিশালী। আটকে থাকা টাকা ফেরত মিলতে পারে। বাড়ি কেনার সুযোগ আসতে পারে। সংসারে, বাড়িতে একটা বেশ সুখের পরিবেশ বিরাজ করবে।

দ্রষ্টব্য: রাশি সংক্রান্ত প্রতিবেদন জ্যোতিষ ও লোকমতভিত্তিক। এগুলি সম্পাদকীয় বিশ্লেষণ বা সুপারিশ নয়।
 

Advertisement

Read more!
Advertisement
Advertisement