Advertisement

Shani-Surya Unlucky Zodiacs: ১৩ ফেব্রুয়ারি থেকে ১৫ মার্চ পর্যন্ত দুর্দশা ৫ রাশির, অশান্তি-কাজে বাধা

কুম্ভ রাশিতে শনি প্রবেশ করেছিল ১৭  জানুয়ারি বিকাল ৫টা ৪ মিনিটে। বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে, শনির ধীর গ্রহ। কুম্ভ রাশিতে আড়াই বছর থাকবেন শনিদেব। জ্যোতিষীদের মতে, ১৩ ফেব্রুয়ারি সূর্য কুম্ভ রাশিতে প্রবেশ করবে। এভাবে কুম্ভ রাশিতে সূর্য-শনি যোগ তৈরি হলে প্রভাবিত হবে একাধিক রাশি।

Rashifal 2023: শনি ও সূর্যের রোষে ৫ রাশি। Rashifal 2023: শনি ও সূর্যের রোষে ৫ রাশি।
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 10 Feb 2023,
  • अपडेटेड 6:25 PM IST
  • ১৩ ফেব্রুয়ারি শনি ও সূর্যের যুতি।
  • ৫ রাশির দুর্দশা-কাজে বাধা।

শিবরাত্রি ১৮ ফেব্রুয়ারি। তার আগে  ১৩ ফেব্রুয়ারি সকাল ৮টা ২১ মিনিটে কুম্ভ রাশিতে প্রবেশ করতে চলেছে সূর্য। ওই রাশিতে আগে থেকে রয়েছে শনি। সেই সঙ্গে অবস্থান করছে শুক্রও। তবে সূর্য ও শনিই থাকবে কাছাকাছি। যে কারণে কুম্ভ রাশিতে সূর্য-শনি যুতি হতে চলেছে। আগামী ১৫ মার্চ সূর্য কুম্ভ রাশিতে সকাল ৬টা ১৩ মিনিট পর্যন্ত থাকবে। এরপর মীন রাশিতে প্রবেশ করবেন সূর্যদেব। সূর্য-শনির এই যুতি কয়েকটি রাশির জন্য আনতে চলেছে অশুভ সময়। তাঁদের অর্থিক ক্ষতি ও বাধাবিঘ্নের মুখে পড়তে হতে পারে।  

কুম্ভ রাশিতে শনি প্রবেশ করেছিল ১৭  জানুয়ারি বিকাল ৫টা ৪ মিনিটে। বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে, শনির ধীর গ্রহ। কুম্ভ রাশিতে আড়াই বছর থাকবেন শনিদেব। জ্যোতিষীদের মতে, ১৩ ফেব্রুয়ারি সূর্য কুম্ভ রাশিতে প্রবেশ করবে। এভাবে কুম্ভ রাশিতে সূর্য-শনি যোগ তৈরি হলে প্রভাবিত হবে একাধিক রাশি। চলুন কোন কোন রাশির জাতক-জাতিকারা সাবধান থাকবেন- 

কর্কট- আপনার রাশির অষ্টম ঘরে শনি এবং সূর্যের যুতি ঘটতে চলেছে। যা আর্থিক ক্ষতির কারণ হতে পারে। আপনি যদি বড় বিনিয়োগ করতে চান, সেক্ষেত্রে সাবধানে করুন। কারণ ক্ষতির আশঙ্কা রয়েছে। যে কোনও কাজে বাধাবিঘ্নের মুখে পড়বেন। স্বাস্থ্য নিয়ে সচেতন হোন। কোনও সমস্যা হতে পারে। পরিশ্রমের ফল মিলবে না। 

আরও পড়ুন

সিংহ- আপনার রাশির সপ্তম ঘরে সূর্য-শনি যুক্ত হওয়ার কারণে দাম্পত্য সমস্যা তৈরি হতে পারে। সতর্ক থাকুন। অযথা কারও সঙ্গে বিতর্কে জড়াবেন না। বাক সংযম রাখুন। এই রাশির জাতক-জাতিকাদের অতিরিক্ত সতর্ক হতে হবে। ভুলবশত কোনও বেআইনি কাজের জন্য আপনাকে দায়ী করা হতে পারে। কাউকে অন্ধভাবে বিশ্বাস করবেন না। প্রতারণার শিকার হতে পারেন। নিজের স্বাস্থ্যের যত্ন নিন।

কন্যা- কন্যা রাশিতে সূর্য-শনির যুতি হবে ষষ্ঠ ঘরে। এর ফলে আপনি শত্রু বা প্রতিপক্ষকে পরাজিত করতে পারবেন। তবে মোটের উপর এই যোগ আপনার জন্য শুভ হচ্ছে না। প্রথম কয়েকদিন শত্রুরা সক্রিয় থাকবে। আপনি বিবিধ সমস্যার সম্মুখীন হতে পারেন। আর্থিকভাবেও আপনি দুর্বল হয়ে পড়বেন। ব্যয় বাড়তে পারে। প্রেমের সম্পর্কে উত্থান-পতন হতে পারে।  

Advertisement

বৃশ্চিক- আপনার রাশির চতুর্থ ঘরে সূর্য এবং শনি থাকবে। যা আপনার পারিবারিক জীবনে সমস্যা তৈরি করতে পারে। পারিবারিক সমস্যার কারণে আপনার কর্মজীবন প্রভাবিত হবে। ব্যক্তিগত এবং পেশাগত জীবনের মধ্যে ভারসাম্য বজায় রাখার জন্য যথাসাধ্য চেষ্টা করা উচিত। অন্যথায় আপনি মানসিক চাপে ভুগতে পারেন। যা আপনার স্বাস্থ্যহানির কারণ হতে পারে। স্বাস্থ্যের বিশেষ যত্ন নিন।

কুম্ভ- সূর্য আপনার ঊর্ধ্বগামী ঘরে প্রবেশ করবে। যেখানে ইতিমধ্যেই উপস্থিত শনি।  এই সময় সাবধানে চলাফেরা করুন। নইলে সমস্যায় পড়তে পারেন। স্বাস্থ্যের ক্ষেত্রে সাবধান হোন। একেবারে অবহেলা করবেন না। মাথাব্যথা, শরীর ব্যথা, জ্বর এবং মাথা ঘোরা ইত্যাদি সমস্যার শিকার হতে পারেন। বিবাহিত জীবনে অশান্তি হতে পারে। বাড়বে খরচ। আপনি কথার উপরে রাশ না টানলে বড় সমস্যায় পড়তে পারেন। 

Read more!
Advertisement
Advertisement