Advertisement

Shani Unlucky Zodiacs For Next 3 Years: জানুয়ারি থেকে আগামী ৩ বছর শনির রোষে ৩ রাশি, জানুন বাঁচার উপায়

ই সময়ে শনির কুদৃষ্টির মুখে পড়বেন একাধিক রাশি। তিনটি রাশির জাতক-জাতিকাদের সতর্ক থাকতে হবে। কারণ শনির দৃষ্টিতে তাঁরা কোনও কাজেই সফল হবেন না। সাফল্য পেতে অতিরিক্ত পরিশ্রম করতে হবে। 

শনির রোষে ৩ রাশি।
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 28 Nov 2022,
  • अपडेटेड 8:47 PM IST
  • ১৭ জানুয়ারি রাশিবদল শনির।
  • শনির রোষে ৩ রাশি।

চলতি বছর ২৯ এপ্রিল কুম্ভ রাশিতে গোচর করেছেন শনিদেব। জুলাইয়ে চলে এসেছিলেন মকর রাশিতে। ১৭ জানুয়ারি আবার কুম্ভ রাশিতে গমন করছেন শনি। সেখানে ২০২৫ সালের ২৯ মার্চ পর্যন্ত থাকবেন। এই সময়ে শনির কুদৃষ্টির মুখে পড়বেন একাধিক রাশি। তিনটি রাশির জাতক-জাতিকাদের সতর্ক থাকতে হবে। কারণ শনির দৃষ্টিতে তাঁরা কোনও কাজেই সফল হবেন না। সাফল্য পেতে অতিরিক্ত পরিশ্রম করতে হবে। 

কুম্ভ - ২০২২ সালের ২৯ এপ্রিল কুম্ভ রাশিতে প্রবেশ করেন শনিদেব। এরপর ৫ জুন বক্রী হয়। ১২ জুলাই শনি মকর রাশিতে প্রবেশ করে শনি। ২৩ অক্টোবর শনি মকর রাশিতে মার্গী হয়। এবার ১৭ জানুয়ারি শনি আবার কুম্ভ রাশিতে যাত্রা করবে। বর্তমানে কুম্ভ রাশির জাতক-জাতিকাদের জন্য শনির সাড়ে সাতি চলছে। ফলে ২০২৫ সাল পর্যন্ত জীবনে উত্থান-পতন দেখতে পাবেন। ২০২৮ সালে ২৩ ফেব্রুয়ারি শনির সাড়ে সাতি থেকে মুক্তি পাবেন। এই সময়ে আপনার কাজে বাধাবিঘ্ন আসতে থাকবে। হওয়া কাজ হবে না। আর্থিক সংকট দেখা দিতে পারে। অহেতুক ঝামেলায় জড়িয়ে পড়বেন।  

মকর রাশি-  ২০১৭ সালের ২৬ জানুয়ারি থেকে শনির সাড়ে সাতি চলছে মকর রাশির জাতক-জাতিকাদের। ২০২৫ সালের ২৯ মার্চ পর্যন্ত থাকবে। এখন এই রাশির জাতক-জাতিকাদের জন্য শনির সাড়ে সাতির দ্বিতীয় পর্ব চলছে। এই দ্বিতীয় পর্বে চরম সমস্যার মুখে পড়বেন মকর রাশির জাতক-জাতিকারা। তাঁদের জীবন ভরে উঠবে বাধাবিঘ্নে। আর্থিক আকাল দেখা দেবে।  

মীন রাশি - গত ২৯ এপ্রিল যখন শনি কুম্ভ রাশিতে প্রবেশ করেছিল, তখন থেকে মীন রাশির জাতক-জাতিকাদের শনির সাড়ে সাতি শুরু হয়ে গিয়েছে। মকর রাশিতে শনি যাওয়ায় প্রভাব কমেছিল। ১৭ জানুয়ারি থেকে তা বাড়তে চলেছে। এই সাড়ে সাতি চলবে ২০৩০ সালের ১৭ এপ্রিল পর্যন্ত। এই সময়ের শনির দাপটে জীবন জেরবার হবে। অর্থের সংকট থেকে কলহ, অফিসে সমস্যা লেগেই থাকবে। 

Advertisement

শনির ঢাইয়া- ১৭ জানুয়ারি ২০২৩ থেকে কর্কট এবং বৃশ্চিক রাশিতে শনির ঢাইয়া শুরু হবে৷ ফলে তাঁদের জীবনে সমস্যা শুরু হবে। যা চলবে ২০২৫ সাল পর্যন্ত। 

শনির সাড়ে সাতির তিনটি পর্যায়

শনির সাড়ে সাতির তিনটি পর্যায় রয়েছে। মকর রাশির জন্য শনিদেবের সাড়ে সাতির শেষ পর্ব, কুম্ভ রাশির জন্য দ্বিতীয় পর্ব এবং মীন রাশির জাতকদের জন্য প্রথম পর্ব চলছে।

মুক্তি পাবে ৩ রাশি

ধনু রাশির জাতক-জাতিকারা ১৭ জানুয়ারি ২০২৩ সালে শনি সাড়ে সাতি থেকে সম্পূর্ণ মুক্তি পাবেন। এছাড়াও মিথুন ও তুলা রাশির জাতক-জাতিকারা ঢাইয়া থেকে নিস্তার পাবেন।

শনির সাড়ে সাতির প্রভাব কমাবেন কীভাবে? 

১। শনিবার উপোস করে পুজো দিন। 

২। শনিকে সর্ষের তেল অর্পণ করুন।

৩। হনুমানজির পুজো করুন। হনুমান চালিশা পাঠ করুন।

৪। উপরোক্ত জিনিসগুলি করার সময় নেই? তাহলে নিজের জীবনযাত্রার বদল করুন। যেমন সবসময় সত্যি কথা বলুন। ছোট ছোট মিথ্যাও পছন্দ করেন না শনিদেব। কখনও প্রতারণা করবেন না। কারও হকের টাকা কেড়ে নেবেন না। নিজেকে উদার করুন। মন দিয়ে কাজ করুন। ফাঁকি দেবেন না। পরিশ্রম করুন। দেখবেন কর্মের দেবতা শনি আপনার পথ তৈরি করে দেবেন।       

আরও পড়ুন- ডিসেম্বরে ৩ গ্রহের রাশিবদল, এই ৪ রাশির অর্থলাভ-কেরিয়ারে উন্নতি

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement