Advertisement

Shree Krishna Favourite Zodiac: কেষ্টঠাকুরের প্রিয় এই ৪ রাশি, জীবনের প্রতি পদক্ষেপেই মেলে সুখ ও সাফল্য

Shree Krishna Favourite Zodiac: হিন্দু ধর্মে শ্রীকৃষ্ণের মাহাত্ম্য খুবই গুরুত্বপূর্ণ। যাঁকে ভগবান বিষ্ণু অর্থাৎ শ্রীহরির অষ্টম অবতার বলে মনে করা হয়। শ্রীকৃষ্ণকে প্রেম, করুণা ও শক্তির প্রতীক রূপে মানা হয়। এরই সঙ্গে মহর্ষি বেদব্যাস দ্বারা রচিত শ্রীমদ্ভগবত গীতা ও মহাভারতে শ্রীকৃষ্ণকে নিয়ে বিস্তারিতভাবে বলা হয়েছে। গীতায় অর্জুনকে শ্রীকৃষ্ণের দেওয়া পরামর্শগুলি আজও প্রাসঙ্গিক

শ্রী কৃষ্ণের প্রিয় রাশিশ্রী কৃষ্ণের প্রিয় রাশি
Aajtak Bangla
  • কলকাতা,
  • 29 Apr 2025,
  • अपडेटेड 6:50 PM IST
  • হিন্দু ধর্মে শ্রীকৃষ্ণের মাহাত্ম্য খুবই গুরুত্বপূর্ণ।

হিন্দু ধর্মে শ্রীকৃষ্ণের মাহাত্ম্য খুবই গুরুত্বপূর্ণ। যাঁকে ভগবান বিষ্ণু অর্থাৎ শ্রীহরির অষ্টম অবতার বলে মনে করা হয়। শ্রীকৃষ্ণকে প্রেম, করুণা ও শক্তির প্রতীক রূপে মানা হয়। এরই সঙ্গে মহর্ষি বেদব্যাস দ্বারা রচিত শ্রীমদ্ভগবত গীতা ও মহাভারতে শ্রীকৃষ্ণকে নিয়ে বিস্তারিতভাবে বলা হয়েছে। গীতায় অর্জুনকে শ্রীকৃষ্ণের দেওয়া পরামর্শগুলি আজও প্রাসঙ্গিক। কৃষ্ণভক্ত গোটা বিশ্বজুড়ে রয়েছে। যে নিষ্ঠাভরে কৃষ্ণকে ডাকেন, ভগবান তাঁর সব ইচ্ছাই পূরণ করে থাকেন। জ্যোতিষশাস্ত্রে এমনই রাশির কথা উল্লেখ রয়েছে যে রাশি ভগবান শ্রীকৃষ্ণের খুব প্রিয় ও কাছের। আসুন জেনে নিন তাঁরা কারা। 

বৃষ রাশি
জ্যোতিষশাস্ত্রের বিশ্বাস অনুসারে, বৃষ রাশি ভগবান শ্রীকৃষ্ণের প্রিয়। এই রাশির জাতকদের উপর ভগবান শ্রীকৃষ্ণের বিশেষ কৃপা রয়েছে। শ্রীকৃষ্ণের আশীর্বাদে এরা তাদের কাজে সাফল্য ও সৌভাগ্য লাভ করে। তাই বৃষ রাশির জাতক জাতিকাদের ভগবান শ্রীকৃষ্ণের পুজো করা উচিত।

কর্কট রাশি
কর্কট রাশির প্রতি ভগবান শ্রীকৃষ্ণ সদয় থাকেন। এই ব্যক্তিরা প্রতিটি কাজে সাফল্য পান। ধর্মীয় বিশ্বাস অনুসারে, এই রাশির জাতকরা মৃত্যুর পরে মোক্ষ লাভের জন্য ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদপ্রাপ্ত হন। কর্কট রাশির জাতক জাতিকাদের নিয়মিত ভগবান শ্রী কৃষ্ণ ও রাধা রানীর পুজো করা উচিত।

তুলা রাশি
জ্যোতিষ অনুসারে, তুলা রাশির জাতক জাতিকাদের উপর শ্রীকৃষ্ণের বিশেষ কৃপা রয়েছে। তারা জীবনে সব ধরনের সুখ পায়। ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় তুলা রাশির জাতকরা সম্মান পান। তুলা রাশির সর্বদা ভগবান শ্রীকৃষ্ণের মহিমা জপ করতে হবে।

সিংহ রাশি
ভগবান শ্রী কৃষ্ণের বিশেষ করুণার কারণে এই রাশির অধীনস্থ ব্যক্তিরা অত্যন্ত ধন্য হন। এই রাশির মানুষরাও খুব পরিশ্রমী প্রকৃতির হয়। ভগবান শ্রীকৃষ্ণের কৃপায়, এই জাতকরা অবশ্যই তাদের কঠোর পরিশ্রমের ফল পায়। সিংহ রাশির জাতক জাতিকাদের উচিত ভগবান শ্রীকৃষ্ণের ধ্যান করা।

(Disclaimer: এখানে দেওয়া তথ্য সাধারণ অনুমান এবং তথ্যের উপর ভিত্তি করে। আজতক বাংলা এটি নিশ্চিত করে না।) 

Advertisement


 

Read more!
Advertisement
Advertisement