
December Rashi 2025: বছরের শেষ লগ্নে জ্যোতিষশাস্ত্রে বিরল এক ঘটনা। শুক্রবার, ২০ ডিসেম্বর ২০২৫ সকালে ধনু রাশিতে অস্ত অবস্থায় গোচর করেছে সুখ, বিলাসিতা ও ঐশ্বর্যের প্রতীক গ্রহ শুক্র। এই গোচরের ফলেই তৈরি হয়েছে দুটি অত্যন্ত শক্তিশালী যোগ, শুক্রাদিত্য যোগ ও শতবর্ষে একবার দেখা যাওয়া সমসপ্তক যোগ। জ্যোতিষীদের মতে, এই যোগের প্রভাব থাকবে বছরের শেষ পর্যন্ত এবং চারটি রাশির জাতকদের জীবনে বড়সড় পরিবর্তন আনতে চলেছে।
শুক্র সাধারণত সুখ, আরাম, প্রেম, অর্থ এবং ভোগবিলাসের কারক গ্রহ। সূর্যের সঙ্গে তার যুগল অবস্থান থেকেই তৈরি হচ্ছে শুক্রাদিত্য যোগ। পাশাপাশি সূর্য-শুক্রের বিশেষ সম্পর্ক থেকেই গঠিত হচ্ছে বহুদিন পর দেখা যাওয়া সমসপ্তক যোগ। এই দুই যোগ মিলিয়ে ২০২৫ সালের শেষটা কারা কাটাবেন সাফল্য ও প্রাপ্তিতে ভরপুর, দেখে নেওয়া যাক।
মেষ রাশি
মেষ রাশির জাতকদের জন্য বছরের শেষটা হতে চলেছে দারুণ চমকপ্রদ। কেরিয়ার সংক্রান্ত বড় সুখবর পেতে পারেন। নেতৃত্ব দেওয়ার সুযোগ বাড়বে, কর্মক্ষেত্রে সম্মান ও প্রভাব বৃদ্ধি পাবে। হঠাৎ অর্থলাভের যোগ রয়েছে। নতুন গাড়ি বা দামি জিনিস কেনার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। সামগ্রিকভাবে এই সময়টা আপনার জন্য শুভ।
তুলা রাশি
তুলা রাশির জাতকদের জীবনে আসতে চলেছে আর্থিক স্বস্তি। আটকে থাকা টাকা ফেরত পেতে পারেন। খরচ কমে গিয়ে আয়ের রাস্তা খুলবে। বিশেষ করে মিডিয়া, ফ্যাশন, ডিজাইন কিংবা বিনোদন জগতের সঙ্গে যুক্তদের জন্য সময়টা অত্যন্ত লাভজনক। কর্মক্ষেত্রে পরিচিতি বাড়বে, পরিবারেও সুখের পরিবেশ থাকবে।
ধনু রাশি
ধনু রাশির জাতকদের জন্য এই সময়টা স্থায়ী উন্নতির বার্তা নিয়ে আসছে। সম্পত্তি কেনা বা বিনিয়োগের জন্য সময় অনুকূল। কাজের দক্ষতা বাড়বে, নতুন সুযোগ আসবে শিক্ষা, পরামর্শ বা কনসাল্টিং সংক্রান্ত ক্ষেত্রে। কর্মস্থলে সম্মান ও পদোন্নতির যোগ রয়েছে। মানসিকভাবেও আপনি থাকবেন বেশ স্থিতিশীল।
মীন রাশি
মীন রাশির জাতকদের জন্য শুক্রের গোচর সৌভাগ্যের দরজা খুলে দিচ্ছে। কর্মক্ষেত্রে আপনার সিদ্ধান্তকে গুরুত্ব দেওয়া হবে। পদোন্নতির প্রবল সম্ভাবনা রয়েছে। ভাগ্য সহায় থাকবে, তবে অহংকার ও রাগ নিয়ন্ত্রণে রাখলে এই সময়টা আরও সোনালি হয়ে উঠবে। পেশাগত জীবনে ইতিবাচক পরিবর্তন আসবে।