Advertisement

Shukra Gochar Unlucky Zodiacs: অশান্তি-ঝামেলা, বসের বকা, শুক্রবার থেকে শুক্রের রোষে ৫ রাশি

বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে শুক্র হল সুখ, সমৃদ্ধি, সম্পদ,আকর্ষণী ক্ষমতার কারক। শুক্রের গমনে সমস্যায় পড়তে চলেছেন ৫ রাশির জাতক-জাতিকারা। 

শুক্রের রোষে ৫ রাশি। শুক্রের রোষে ৫ রাশি।
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 10 Nov 2022,
  • अपडेटेड 1:59 PM IST
  • বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে শুক্র হল সুখ, সমৃদ্ধি, সম্পদ,আকর্ষণী ক্ষমতার কারক।
  • শুক্রের গমনে সমস্যায় পড়তে চলেছেন ৫ রাশির জাতক-জাতিকারা। 

চলতি মাসে একাধিক গ্রহ নিজের অবস্থান পরিবর্তন করতে চলেছে। আগামী ১১ নভেম্বর তুলা রাশি থেকে বৃশ্চিক রাশিতে প্রবেশ করবেন শুক্রদেব। শুক্র বৃষ ও তুলা রাশির অধিপতি। বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে শুক্র হল সুখ, সমৃদ্ধি, সম্পদ,আকর্ষণী ক্ষমতার কারক। শুক্রের গমনে সমস্যায় পড়তে চলেছেন ৫ রাশির জাতক-জাতিকারা। 

মিথুন - শুক্রের এই স্থানান্তরের কারণে মিথুন রাশির জাতক-জাতকিদের বিবিধ সমস্যার সম্মুখীন হতে হবে। স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা দেখা দেবে। খরচ বাড়বে। প্রিয় মানুষের সঙ্গে বিবাদ এড়ান। অকারণে কারও সঙ্গে তর্ক করবেন না।  

কর্কট-এই রাশির জাতক-জাতিকাদের শুক্রের গমনের কারণে পরিজনদের সঙ্গে সম্পর্কের অবনতি হতে পারে। অর্থহানির যোগ। অফিসে কোণঠাসা হবেন। প্রিয় মানুষের সঙ্গে বিবাদ হতে পারে।   

আরও পড়ুন

মেষ- এই রাশির জাতক-জাতিকারা এই সময়ে ভালো ফল পেতে পারেন। তবে স্বাস্থ্য সংক্রান্ত সমস্যাও হতে পারে। স্বাস্থ্যের ব্যাপারে আরও সতর্ক হোন। শুধু ঘরের তৈরি খাবার খান। কর্মক্ষেত্রে তর্ক এড়িয়ে চলুন। প্রিয়জনের সঙ্গে বিবাদ হতে পারে এমন কোনও কথা বলবেন না। 

বৃশ্চিক- এই সময়ে বৃশ্চিক রাশির জাতক-জাতিকাদের খরচ বাড়তে পারে। আর্থিক সমস্যারও সম্মুখীন হতে পারেন। অফিসে সতর্ক থাকুন। বস আপনার কাজে অসন্তুষ্ট হবে। প্রিয়জনের সঙ্গে ঝামেলার সম্ভাবনা।      

ধনু- খরচ হয়ে যাবে অনেক টাকা। আর্থিক সংকটের সম্মুখীন হতে পারেন। তাই সাবধানে খরচ করুন। কারও সঙ্গে অকারণে তর্ক করবেন না। অফিসে পরিশ্রম করুন। সাতেপাঁচে থাকবেন না। প্রিয়জনের সঙ্গে সময় কাটান। তাঁর অপছন্দের কাজ করবেন না। 

Read more!
Advertisement
Advertisement