Advertisement

Trigrahi Yoga: বিলাসিতার গ্রহের কৃপা, দীপাবলি পর্যন্ত অর্থ-বৈভবে ভরে উঠবে এই ৪ রাশির

সুখ, ঐশ্বর্য, বৈভব, ঐশ্বর্য ও সম্পদ ইত্যাদির কারক বলে মনে করা হয় এই গ্রহকে। ১৫ সেপ্টেম্বর, বৃহস্পতিবার দুপুর ২টো ২৯ মিনিটে অস্ত গিয়েছে শুক্র। ২ অক্টোবর শুক্রের উদয় হবে। ২৪ সেপ্টেম্বর কন্যা রাশিতে গোচর করবে শুক্র। বুধ এবং সূর্য ইতিমধ্যেই কন্যা রাশিতে রয়েছে। এই রাশিতে বুধ, সূর্য ও শুক্র আসার ফলে তিনটি গ্রহ এক রাশিতে আসবে। যে কারণে তৈরি হবে ত্রিগ্রহী।

শুক্রের গমন। শুক্রের গমন।
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 16 Sep 2022,
  • अपडेटेड 5:55 PM IST
  • শুক্রকে সুখ, ঐশ্বর্য, বৈভব, ঐশ্বর্য ও সম্পদ ইত্যাদির কারক বলে মনে করা হয়।
  • কন্যা রাশিতে গোচর শুক্রের।

সেপ্টেম্বর মাসটি শুক্র গ্রহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ  মাসে অস্ত যেতে চলেছে শুক্র। রাশি পরিবর্তন করছে। বৈদিক জ্যোতিষশাস্ত্রে, শুক্র গ্রহকে সুখ,সমৃদ্ধি, ঐশ্বর্য, বৈভব, বিলাসিতা,প্রেম এবং রোম্যান্সের কারক গ্রহ হিসাবে ধরা হয়। শুক্র রাশি পরিবর্তন করলে যে কোনও ব্যক্তির বিলাস-বৈভব এবং বিবাহিত জীবনকে প্রভাবিত করে। যাঁদের কোষ্ঠীতে শুক্রের অবস্থান শক্তিশালী তাঁদের জীবনে সুখ,সমৃদ্ধি, রোমান্স এবং ভোগ বিলাসের অভাব থাকে না। শুক্র গ্রহটি প্রায় ২৩ দিন অন্তর এক রাশি থেকে অন্য রাশিতে গমন করে। আগামী ২৪ সেপ্টেম্বর রাত ৮টা ৫১ মিনিটে কন্যা রাশিতে গোচর করবে শুক্র গ্রহ। শুক্রের এই স্থানান্তর একাধিক রাশির জাতক-জাতিকাদের জন্য শুভ ফলদায়ী হতে চলেছে।

শুক্রকে সুখ, ঐশ্বর্য, বৈভব, ঐশ্বর্য ও সম্পদ ইত্যাদির কারক বলে মনে করা হয়। ১৫ সেপ্টেম্বর, বৃহস্পতিবার দুপুর ২টো ২৯ মিনিটে অস্ত গিয়েছে শুক্র। ২ অক্টোবর শুক্রের উদয় হবে। ২৪ সেপ্টেম্বর কন্যা রাশিতে গোচর করবে শুক্র। বুধ এবং সূর্য ইতিমধ্যেই কন্যা রাশিতে রয়েছে। এই রাশিতে বুধ, সূর্য ও শুক্র আসার ফলে তিনটি গ্রহ এক রাশিতে আসবে। যে কারণে তৈরি হবে ত্রিগ্রহী। এই যোগের গঠন একাধিক রাশির জাতক-জাতিকাদের প্রভাবিত করবে। ফলে দীপাবলি পর্যন্ত দারুণ সময় কাটবে বেশ কয়েকটি রাশির। 

সিংহ রাশি- এই রাশির জাতক-জাতিকারা একাধিক উৎস থেকে অর্থলাভ করতে পারেন। টেনশন মুক্ত থাকবেন। দাম্পত্য জীবন সুখের হবে। ব্যবসায় আসবে সাফল্য। আয় বাড়তে পারে।

আরও পড়ুন

কন্যা- এই রাশির জাতক-জাতিকাদের জন্য এই সময়টি অনুকূল থাকবে। অর্থনৈতিক শ্রীবৃদ্ধি হতে পারে। বিনিয়োগের জন্য ভাল সময়। বিবিধ সমস্যা থেকেও মুক্তি পাবেন। কর্মজীবনেও ভাল ফল পেতে পারেন। প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য যাঁরা প্রস্তুতি নিচ্ছেন তাঁরা ভাল ফল পেতে পারেন। অর্থনৈতিক অবস্থার উন্নতি হতে পারে। দীর্ঘদিন আটকে থাকা অর্থ উদ্ধার করতে পারেন। 

মিথুন- জমি সংক্রান্ত সুবিধা হতে পারে। আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। সম্মান বৃদ্ধি হতে পারে। অসুখ-বিসুখের সমস্যাও কাটিয়ে উঠতে পারে। কর্মক্ষেত্রেও সাফল্যের সুযোগ আসতে পারে।

Advertisement

কর্কট- অর্থনৈতিক দিক থেকে এই সময়টা ভালো হতে পারে। বিভিন্ন মাধ্যমে অর্থ পেতে পারেন। আয় বাড়তে পারে। ঋণ সংক্রান্ত সমস্যা অনেকাংশে সমাধান হবে। কর্মক্ষেত্রে আপনার কাজের প্রশংসা হবে। পদোন্নতির পাশাপাশি কর্মজীবনে ভালো সময় কাটানোর সম্ভাবনা রয়েছে।

এছাড়া ভাল কাটতে পারে যে দুই রাশির-

ধনু- কন্যা রাশিতে শুক্রের গমন ধনু রাশির জাতক-জাতিকাদের জন্য খুব ইতিবাচক ফল বয়ে আনবে। ব্যবসায় জড়িত জাতক-জাতিকাদের জন্য খুব ভাল এবং শুভ ফলদায়ী হতে চলেছে। কর্মক্ষেত্রে আপনার অবস্থান আগের থেকে আরও শক্তিশালী হয়ে উঠবে।
 
কুম্ভ- এই রাশির জন্য শুক্রের যাত্রা শুভ হবে। এই রাশির জাতক-জাতিকারা ধন-সম্পদ ও ঐশ্বর্য লাভ করতে পারেন।  অর্থ উপার্জনের নতুন রাস্তা খুলবে। ব্যবসায় লাভবান হবেন। 

Read more!
Advertisement
Advertisement