Advertisement

Shukra Rashifal: ফেব্রুয়ারির শুরুতেই শুভ সংকেত, শুক্রের উদয়ে চার রাশির ভাগ্য বদলের ইঙ্গিত

Venus Rise Benefits: জ্যোতিষ মতে, শুক্র প্রেম, সম্পদ, বিলাসিতা ও দাম্পত্য সুখের প্রতীক। তার উদয় মানেই থমকে থাকা ভাগ্যের চাকা আবার ঘুরতে শুরু করা। ফেব্রুয়ারির শুরুতেই কোন কোন রাশির জাতকদের জন্য খুলছে সৌভাগ্যের দরজা, দেখে নেওয়া যাক।

Aajtak Bangla
  • নয়াদিল্লি,
  • 29 Jan 2026,
  • अपडेटेड 11:42 PM IST

নতুন বছরে এই প্রথম জাগতে চলেছে সুখ ও সৌন্দর্যের গ্রহ শুক্র। গত বছরের ডিসেম্বর মাসে অস্ত গিয়েছিল এই গ্রহ, যার জেরে দীর্ঘদিন ধরে বন্ধ ছিল বিয়ে, গৃহপ্রবেশ, উপনয়নসহ নানা শুভ কাজ। অবশেষে ১ ফেব্রুয়ারি ২০২৬, মকর রাশিতে শুক্রের উদয়ের মাধ্যমে আবার শুরু হতে চলেছে শুভ সময়।

জ্যোতিষ মতে, শুক্র প্রেম, সম্পদ, বিলাসিতা ও দাম্পত্য সুখের প্রতীক। তার উদয় মানেই থমকে থাকা ভাগ্যের চাকা আবার ঘুরতে শুরু করা। ফেব্রুয়ারির শুরুতেই কোন কোন রাশির জাতকদের জন্য খুলছে সৌভাগ্যের দরজা, দেখে নেওয়া যাক।

বৃষ রাশি
বৃষ রাশির অধিপতি গ্রহ শুক্র। তাই শুক্রের উদয় বৃষ রাশির জাতকদের জন্য অত্যন্ত শুভ বলে মনে করা হচ্ছে। প্রেমের ক্ষেত্রে সুখবর মিলতে পারে। যাঁরা অবিবাহিত, তাঁদের জীবনে বিশেষ কারও আগমন হতে পারে। আর্থিক পরিস্থিতির উন্নতি হবে। কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব বা পদোন্নতির সম্ভাবনাও রয়েছে। সামগ্রিকভাবে জীবনযাত্রার মান আরও উন্নত হবে।

আরও পড়ুন

মিথুন রাশি
শুক্রের প্রভাবে মিথুন রাশির জাতকদের জীবনে আসতে পারে সম্পদ ও সমৃদ্ধি। এই সময় বাড়ি, গাড়ি, জমি বা ব্যবসায়িক সম্পত্তি কেনার যোগ রয়েছে। আর্থিক দিক থেকে পরিস্থিতি আরও মজবুত হবে। দাম্পত্য জীবনে বাড়বে বোঝাপড়া ও সুখ। যাঁরা সিঙ্গল, তাঁদের নতুন সম্পর্ক শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। ব্যক্তিত্বে বাড়বে আকর্ষণ।

তুলা রাশি
তুলা রাশির অধিপতি গ্রহও শুক্র। ফলে এই রাশির জাতকদের জন্য শুক্রের উদয় অত্যন্ত ফলদায়ক হতে চলেছে। বাড়ি, গাড়ি বা স্থাবর সম্পত্তি কেনার সুযোগ আসতে পারে। রিয়েল এস্টেট সংক্রান্ত কাজে সাফল্য মিলবে। চাকরিজীবী ও ব্যবসায়ী, দু’পক্ষের জন্যই সময় অনুকূল। কাজের জায়গায় সুনাম ও স্থিতিশীলতা বাড়বে।

মকর রাশি
বর্তমানে মকর রাশিতেই অবস্থান করছে শুক্র। ১ ফেব্রুয়ারি মকর রাশিতেই শুক্রের উদয় হওয়ায় এই রাশির জাতকদের জন্য সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ। হঠাৎ করে অর্থলাভের যোগ রয়েছে। আত্মবিশ্বাস থাকবে তুঙ্গে। সংসারে সুখ ও শান্তির পরিবেশ বজায় থাকবে। কেরিয়ারে বড় উন্নতির সম্ভাবনা রয়েছে, এমনকি নতুন চাকরির সুযোগও আসতে পারে।

Advertisement

 

Read more!
Advertisement
Advertisement