Advertisement

Chaturgrahi Yog In Vrischika Rashi : বৃশ্চিকে চতুর্গ্রহী যোগ, ৩ রাশির হাতে আসতে পারে প্রচুর টাকা, কাজে সাফল্যও

বুধ, সূর্য ও শুক্রের গমনের ফলে বৃশ্চিক রাশিতে তৈরি হচ্ছে চতুর্গ্রহী যোগ (Chaturgrahi Yog In Vrischika Rashi)। এই যোগ ৩টি রাশির জাতকদের চাকরি এবং ব্যবসা ক্ষেত্রে অনেক সুবিধা দেবে। এর পাশাপাশি এই রাশির জাতকরা আর্থিক সুবিধাও পাবেন। চলুন জেনে নেওয়া যাক চতুর্গ্রহী যোগে কোন ৩টি রাশির ভাগ্য বিশেষভাবে উজ্জ্বল হতে পারে।

প্রতীকী ছবিপ্রতীকী ছবি
Aajtak Bangla
  • দিল্লি,
  • 15 Nov 2022,
  • अपडेटेड 7:28 AM IST
  • বৃশ্চিকে বিশেষ যোগ
  • ৩ রাশির শুভ সময়
  • জেনে নিন রাশিফল

বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে, যখনই কোনও গ্রহ স্থানান্তর করে, তখনই তা গোটা রাশিচক্রকে প্রভাবিত করে। অনেক সময় একই রাশিতে একসঙ্গে বহু গ্রহের স্থানান্তর শুভ ও অশুভ যোগের সৃষ্টি করে। আর সেই যোগ সমস্ত রাশিচক্রকে ব্যাপকভাবে প্রভাবিত করে। বুধ, সূর্য ও শুক্রের গমনের ফলে বৃশ্চিক রাশিতে তৈরি হচ্ছে চতুর্গ্রহী যোগ (Chaturgrahi Yog In Vrischika Rashi)। এই যোগ ৩টি রাশির জাতকদের চাকরি এবং ব্যবসা ক্ষেত্রে অনেক সুবিধা দেবে। এর পাশাপাশি এই রাশির জাতকরা আর্থিক সুবিধাও পাবেন। চলুন জেনে নেওয়া যাক চতুর্গ্রহী যোগে কোন ৩টি রাশির ভাগ্য বিশেষভাবে উজ্জ্বল হতে পারে।

তুলা রাশি (Libra) : চতুর্গ্রহী যোগ তুলা রাশির উপর শুভ প্রভাব ফেলবে। এই রাশির মানুষদের হাতে টাকা আসতে পারে। হঠাৎ করেই পেতে পারেন টাকা। আয় বাড়বে। এর পাশাপাশি কথার মাধ্যমেও সম্পন্ন হবে কাজ। হবে পদোন্নতি। কাজ দ্রুত শেষ হওয়ায় মনে আনন্দ থাকবে। অর্থনৈতিক অবস্থারও বড়সড় উন্নতি হবে। অর্থ সংক্রান্ত সমস্যার অবসান হবে। ঋণ পরিশোধে সফল হবেন।

মকর রাশি (Capricorn) : বুধ ও সূর্যের গমনের ফলে গঠিত চতুর্গ্রহী যোগ মকর রাশির জাতকদের জন্যও ভীষণ উপকারী বলে প্রমাণিত হবে। এই রাশির জাতক জাতিকাদের  আয় ব্যাপকভাবে পারে। অর্থ সংক্রান্ত সমস্যার অবসান হবে। শেয়ার বাজারে বিনিয়োগ ও লটারি লাভজনক হতে পারে। ব্যবসা ভাল যাবে। ভ্রমণ হতে পারে, যা উপকারী হিসেবে প্রমাণিত হবে। বিনিয়োগ থেকেও লাভ হবে।

আরও পড়ুন

কুম্ভ রাশি (Aquarius) : চতুর্গ্রহী যোগ কুম্ভ রাশির জাতকদের জন্য অত্যন্ত শুভ বলে প্রমাণিত হবে। এই লোকেরা চাকরি এবং ব্যবসায় প্রচুর সুবিধা পাবেন। নতুন চাকরির প্রস্তাব পেতে পারেন। কাজের অবস্থাও ভাল থাকবে। এই রাশির মানুষদরে কাজের প্রশংসা হবে। সকলের সহযোগিতায় নিজের লক্ষ্য অর্জন করতে সক্ষম হবেন। পরিশ্রমের পূর্ণ ফল পাবেন। পরিবারেও সুখ শান্তি বজায় থাকবে। যার জেরে মনেও থাকবে আনন্দ। 

Advertisement

(Disclaimer : প্রতিবেদনটি সার্বিক গণনার ভিত্তিতে করা, ব্যক্তি বিশেষে ফলাফল পৃথক হতে পারে।)


 

Read more!
Advertisement
Advertisement