Advertisement

Makar Sankranti Rashifal 2025: সূর্য গোচরে খুলবে ভাগ্য, নতুন চাকরির যোগ ৩ রাশির

Makar Sankranti Rashifal 2025: জানুয়ারি মাসের ১৪ তারিখ থেকে ১১ ফেব্রুয়ারি পর্যন্ত সূর্য মকর রাশিতেই থাকবে। এই সময় কিছু রাশির আর্থিকদিকে খুব লাভ হবে, ভাগ্যের দ্বার তাঁদের খুলবে, চাকরি থেকে ব্যবসায় সফলতা অর্জন করতে পারবেন কিছু রাশির জাতক-জাতিকারা,

সূর্য গোচরে খুলবে ভাগ্য, নতুন চাকরির যোগ ৩ রাশিরসূর্য গোচরে খুলবে ভাগ্য, নতুন চাকরির যোগ ৩ রাশির
Aajtak Bangla
  • কলকাতা,
  • 10 Jan 2025,
  • अपडेटेड 11:36 PM IST

Makar Sankranti Rashifal 2025: জ্যোতিষশাস্ত্রে সূর্য গ্রহের বিশেষ গুরুত্ব রয়েছে। সূর্য যখন নক্ষত্র পরিবর্তন করে কিংবা ঘর বদল করে তখন সকল রাশির ব্যক্তিদের ওপর বিশেষ প্রভাব ফেলে। সেটি কারোর জন্য ইতিবাচক হতে পারে, আবার কারোর জন্য নেতিবাচকও হতে পারে।

জানুয়ারি মাসের ১৪ তারিখ থেকে ১১ ফেব্রুয়ারি পর্যন্ত সূর্য মকর রাশিতেই থাকবে। এই সময় কিছু রাশির আর্থিকদিকে খুব লাভ হবে, ভাগ্যের দ্বার তাঁদের খুলবে, চাকরি থেকে ব্যবসায় সফলতা অর্জন করতে পারবেন কিছু রাশির জাতক-জাতিকারা, জানুন তাঁদের মধ্যে কারা রয়েছেন।

মেষ রাশি
মেষ রাশির ব্যক্তিরা যা চাইবেন তাই করতে পারবেন। কর্মজীবন থেকে ব্যবসায়ে এগিয়ে যেতে পারবেন। চাকরিতেও খুব সফলতা আসবে। জমিতে বিনিয়োগ করতে পারেন, এটি খুব শুভ হবে। জমি লেনদেনের কারণে আপনার আর্থিক অবস্থা ভালো হবে। শেয়ার বাজারে বিনিয়োগ করে ভালো লাভ পাবেন। মনের মানুষের সঙ্গে দেখা হতে পারে, ব্যবসায় বিনিয়োগ করতে পারেন, সেখান থেকে লাভ হবে। দাম্পত্য জীবন থেকে পারিবারিক জীবনেও সুখী হবেন। বিদেশ থেকে নতুন ও ভালো সুযোগ পাওয়ার সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন

বৃষ রাশি
বৃষ রাশির ব্যক্তিদের অত্যন্ত শুভ সময়। এসময় কোনও কাজেই পিছিয়ে পড়বেন না। তাছাড়া আর্থিক সংকট কেটে যাবে। এসময় আপনার কর্মক্ষেত্রে সফলতা আসবে। কারোর থেকে যদি অর্থ ধার করে রাখেন, সেই অর্থ পেয়ে যাবেন। নতুন কোনও ব্যবসায় বিনিয়োগ করতে পারেন। সেখান থেকে সফলতা আসবে। এই সময় দূরে কোথাও যেতে পারেন। পারিবারিক জীবনে খুব সুখী হবেন। তাদের অমীমাংসিত কাজ দ্রুত শেষ হতে শুরু করবে। স্বপ্ন পূরণ হবে। পরিবারের সকলের শুভ সম্পর্ক বজায় থাকবে আপনার।

সিংহ রাশি
সিংহ রাশির ব্যক্তিদের এই সময় অত্যন্ত সাফল্যের সময় শুরু হবে। শরীর আপনার ভালোই থাকবে। তবে আর্থিক অবস্থার অনেক উন্নতি হবে। সমাজে সম্মান বাড়তে থাকবে। অসুস্থ ব্যক্তিদের শরীর ক্রমশ সুস্থ হতে থাকবে। লেখক, শিক্ষক, সাংবাদিক ও বুদ্ধিজীবীদের জন্য সময়টি শুভ। প্রেমের সম্পর্কে আপনার প্রেমিক সঙ্গীর অনুভূতি বুঝুন। কোনও কাজে পিছিয়ে পড়বেন না। নতুন সম্পত্তিকে কেনার সম্ভাবনা রয়েছে আপনাদের। মাথা ঠান্ডা রেখে প্রত্যেকটি কাজ করুন। যারা এবছর সরকারি চাকরি পেতে চাইছেন, তাদের ইচ্ছা এবছর অবশ্যই পূরণ হবে। আপনি দীর্ঘস্থায়ী রোগ থেকেও মুক্তি পাবেন।

Advertisement


 

Read more!
Advertisement
Advertisement