Advertisement

Surya Gochar 2023 In Meen Rashi Lucky Zodiac Sign : সূর্য- শনির 'বিষযোগ' ছাড়ছে, দীর্ঘ দুঃখ-কষ্টের অবসান ৩ রাশির

১৫ মার্চ সূর্য মীন রাশিতে প্রবেশ করবে (Surya Gochar 2023 In Meen Rashi), তাই এটিকে বলা হচ্ছে মীন সংক্রান্তি। এই মুহূর্তে সূর্য-শনি যোগ তৈরি হয়ে আছে (Surya Shani Yuti), যা ১৫ মার্চ গোচরের পর শেষ হবে। যখন সূর্য মীন রাশিতে প্রবেশ করবে এবং বৃহস্পতির সঙ্গে মিলন হবে। সূর্যের এই গোচরের ফলে বেশকিছু রাশির জাতক জাতিকারা উপকৃত হতে চলেছেন। চলুন জেনে নেওয়া যাক সূর্য ও শনির বিষযোগ কাটার ফলে এবার শুভ ফল পাবেন কোন কোন রাশির মানুষেরা।

প্রতীকী ছবি
Aajtak Bangla
  • দিল্লি,
  • 07 Mar 2023,
  • अपडेटेड 4:30 PM IST
  • মীনে যাচ্ছেন সূর্যদেব
  • সূর্য-শনি যোগ শেষ হচ্ছে
  • স্বস্তি আসবে ৩ রাশির জীবনে

মার্চ মাস চলছে। প্রতি মাসে কিছু বিশেষ গ্রহ নিজেদের রাশি পরিবর্তন করে। আগামী ১৫ মার্চ সূর্য শনির রাশি কুম্ভ থেকে বেরিয়ে বৃহস্পতির রাশি মীনে প্রবেশ করবে। এক রাশি থেকে অন্য রাশিতে সূর্যের গোচরকে বলা হয় সংক্রান্তি। ১৫ মার্চ সূর্য মীন রাশিতে প্রবেশ করবে (Surya Gochar 2023 In Meen Rashi), তাই এটিকে বলা হচ্ছে মীন সংক্রান্তি। এই মুহূর্তে সূর্য-শনি যোগ তৈরি হয়ে আছে (Surya Shani Yuti), যা ১৫ মার্চ গোচরের পর শেষ হবে। যখন সূর্য মীন রাশিতে প্রবেশ করবে এবং বৃহস্পতির সঙ্গে মিলন হবে। সূর্যের এই গোচরের ফলে বেশকিছু রাশির জাতক জাতিকারা উপকৃত হতে চলেছেন। চলুন জেনে নেওয়া যাক সূর্য ও শনির বিষযোগ কাটার ফলে এবার শুভ ফল পাবেন কোন কোন রাশির মানুষেরা।

বৃষ রাশি (Taurus)
ভগবান সূর্যের এই গোচর বৃষ রাশির জাতক জাতিকাদের খুব শুভ ফল দেবে। এই রাশির জাতক জাতিকাদের অর্থনৈতিক অবস্থা মজবুত হবে। কর্মজীবনে সাফল্য আসবে। পাশাপাশি পদোন্নতি বা ইনক্রিমেন্টও হতে পারে। এই সময় পরিবহণ ব্যবসায়ীরাও লাভবান হবে। বড় কোনও চুক্তি পেতে পারেন। সমাজে আপনার খ্যাতি বাড়বে।

মিথুন রাশি (Gemini)
সূর্যের এই গোচর মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য খুবই শুভ এবং ফলদায়ক হবে। প্রতিটি কাজে ভাগ্য তাঁদের সঙ্গে থাকবে। ফলে এই সময় তাঁরা যে কাজে হাত দেবেন, তাতেই সফলতা পাবেন। বিদেশ ভ্রমণের সম্ভাবনাও তৈরি হচ্ছে। শুধু তাই নয়, এই সময়ে বাড়িতে কোনও ধর্মীয় বা শুভ অনুষ্ঠানও হতে পারে।

কর্কট রাশি (Cancer)
সূর্য এবং বৃহস্পতির মিলতে এই রাশির জাতক জাতিকাদের জন্য অত্যন্ত লাকি বলে প্রমাণিত হবে। এই সময়ে কোনও পুরনো বিনিয়োগ থেকে উপকৃত হতে পারেন। নতুন চুক্তি করতে পারেন। আয়ও বাড়বে। কর্মজীবনে এগিয়ে যাওয়ার অনেক সুযোগ তৈরি হবে। পরিবারে নতুন সদস্যের আগমন আনন্দ বয়ে নিয়ে আসবে। 
 

Advertisement

আরও পড়ুন - 'ফিট' অনুব্রত, ESI হাসপাতালের সার্টিফিকেটে দোলেই কেষ্টর দিল্লিযাত্রা

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement