Advertisement

Surya Rashifal 2023: ২০২৩ সালের শুরুতেই সহায় সূর্যদেব, চাকরি-অর্থলাভে সাফল্য ৩ রাশির

তুন বছরের শুরুতেই ১৪ জানুয়ারি মকর রাশিতে প্রবেশ করতে চলেছে সূর্য। যার প্রভাব সব রাশির মানুষের উপরেই পড়বে। তবে ৩টি রাশি আছে, যারা এই সময়ে বিশেষ সুবিধা এবং কর্মজীবনে অগ্রগতি দেখতে পারে। 

সূর্য গোচর ২০২৩। সূর্য গোচর ২০২৩।
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 04 Dec 2022,
  • अपडेटेड 12:03 PM IST
  • ১৪ জানুয়ারি মকর রাশিতে প্রবেশ করতে চলেছে সূর্য।
  • ৩ রাশির জীবন ভরে উঠবে সুখ-সমৃদ্ধিতে।

বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে,২০২৩ সালে একাধিক গ্রহ রাশি পরিবর্তন করতে চলেছে। এই তালিকায় গ্রহদের রাজা সূর্য দেবতার নামও রয়েছে। নতুন বছরের শুরুতেই ১৪ জানুয়ারি মকর রাশিতে প্রবেশ করতে চলেছে সূর্য। যার প্রভাব সব রাশির মানুষের উপরেই পড়বে। তবে ৩টি রাশি আছে, যারা এই সময়ে বিশেষ সুবিধা এবং কর্মজীবনে অগ্রগতি দেখতে পারে। 

মেষ- সূর্যদেবের গমন আপনার জন্য অনুকূল হতে চলেছে। কারণ সূর্যদেব আপনার রাশির দশম ঘরে প্রবেশ করতে চলেছেন। যা চাকরি ও কর্মক্ষেত্র ঘর হিসেবে বিবেচিত হয়। সেজন্য এই সময়ে ব্যবসায় ভালো লাভ পেতে পারেন। ব্যবসার প্রসার ঘটতে পারে। আর্থিক বিষয়েও এই মাসে আপনি লাভবান হবেন। সমস্ত ইচ্ছাপূরণ হবে। গাড়ি কেনার ইচ্ছাও পূরণ হতে পারে। কর্মক্ষেত্রে জুনিয়র ও সিনিয়রদের সহযোগিতা পাবেন। হাতে আসবে টাকা। 

মীন- সূর্য গ্রহের রাশি পরিবর্তন মীন রাশির জাতক-জাতিকাদের জন্য উপকারী হতে চলেছে। কারণ সূর্যদেব আপনার রাশির একাদশ ঘরে প্রবেশ করতে চলেছেন। যা আয় ও লাভের ঘর। সেজন্য এই সময়ে আপনার আয় বৃদ্ধি পাবে। এর পাশাপাশি নতুন উপায়ে অর্থ উপার্জনে সফল হতে পারেন। যে কোনও চ্যালেঞ্জে সাফল্য পাবেন। বিনিয়োগের জন্য এটা অনুকূল সময়। ফলে বড় বিনিয়োগের সিদ্ধান্ত নিতে পারেন।

আরও পড়ুন

ধনু- সূর্যদেবের গমন আপনার জন্য শুভ ও ফলদায়ক হতে পারে। কারণ সূর্যদেব আপনার রাশির দ্বিতীয় ঘরে প্রবেশ করতে চলেছেন। যা অর্থ ও বাগ্মীতার স্থান হিসেবে বিবেচিত হয়। এই সময়ে আপনি হঠাৎ আর্থিক লাভ পেতে পারেন। আটকে পড়া টাকাও পাওয়া যাবে। অন্যদিকে যারা বাগ্মীতার ক্ষেত্রের সাথে যুক্ত যেমন মার্কেটিং, শিক্ষকতা, মিডিয়া- তাঁদের এটা দারুণ সময় হতে চলেছে। এই সময়ে আপনি পুরানো বিনিয়োগ থেকেও অর্থ পেতে পারেন।

Read more!
Advertisement
Advertisement