Advertisement

Ardhakendra Rajyog Astrology: ৩ রাশির জীবনে সৌভাগ্য, বিশেষ রাজযোগে ভাগ্য বদল

জ্যোতিষ মতে, ৬ মে সূর্য ও বরুণ একে অন্যের সঙ্গে ৪৫ ডিগ্রির ফলে অর্ধকেন্দ্র রাজযোগ তৈরি হবে। যার ফলে কপাল খুলবে ৩ রাশির জাতকদের। জেনে নিন বিশদে...

কপাল খুলবে ৩ রাশির।কপাল খুলবে ৩ রাশির।
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 04 May 2025,
  • अपडेटेड 12:12 PM IST
  • জ্যোতিষ মতে, ৬ মে সূর্য ও বরুণ একে অন্যের সঙ্গে ৪৫ ডিগ্রির ফলে অর্ধকেন্দ্র রাজযোগ তৈরি হবে।
  • কপাল খুলবে ৩ রাশির জাতকদের।
  • সব ক্ষেত্রে সাফল্য আসবে।

জ্যোতিষ মতে, ৬ মে সূর্য ও বরুণ একে অন্যের সঙ্গে ৪৫ ডিগ্রির ফলে অর্ধকেন্দ্র রাজযোগ তৈরি হবে। যার ফলে কপাল খুলবে ৩ রাশির জাতকদের। জেনে নিন বিশদে...

বৃষ রাশি (Taurus): 

ভাগ্য বদলাবে বৃষ রাশির জাতকদের। বিদেশ ভ্রমণের যোগ রয়েছে। কর্মক্ষেত্রে উন্নতি হবে। পরিবারে সুখ-শান্তি বজায় থাকবে। 

আরও পড়ুন

কর্কট রাশি (Cancer): 

কর্কট রাশির জাতকদের জন্য ভাল সময়। অর্থলাভের যোগ রয়েছে। আয় বাড়বে। ব্যবসায়ীরা লাভবান হবেন। 

মিথুন রাশি (Gemini): 

কপাল খুলতে পারে মিথুন রাশির জাতকদের। আর্থিক পরিস্থিতি আগের থেকে ভাল হবে। কেরিয়ারে পদোন্নতির যোগ রয়েছ। সুখবর পেতে পারেন। 

অন্য দিকে, জ্যোতিষ মতে, আগামী ৬ মে মেষ রাশিতে প্রবেশ করবে বুধ। একই দিনে কেতুর নক্ষত্র অশ্বিনী নক্ষত্রে প্রবেশ করবে। যার ফলে উন্নতি হবে  সিংহ, তুলা ও মেষ রাশির জাতকদের। জ্যোতিষ মতে, আগামী ১৫ জুন মিথুন রাশিতে প্রবেশ করবে সূর্য। যার ফলে কপাল খুলবে সিংহ, কন্যা ও তুলা রাশির জাতকদের।জ্যোতিষ মতে, মে মাসের শুরুতে বুধ ও বৃহস্পতি মিলে তৈরি করবে ত্রিএকাদশ যোগ। যার জেরে কপাল খুলবে বৃষ, মকর ও কর্কট রাশির জাতকদের। জ্যোতিষ মতে, আগামী ৭ জুন সিংহ রাশিতে প্রবেশ করবে মঙ্গল। ২৮ জুলাই পর্যন্ত ওখানেই থাকবে মঙ্গল। এই গোচরে শনি ও মঙ্গল মিলে তৈরি করবে ষড়ষ্টক রাজযোগ। যার প্রভাবে ভাগ্য বদলাবে বৃশ্চিক, মিথুন ও মীন রাশির জাতকদের।
 

Read more!
Advertisement
Advertisement