Advertisement

Surya Gochar 2025: সূর্য গোচরে ভাগ্য সহায়! জীবনে শৃঙ্খলা, কেরিয়ারে উন্নতি ৩ রাশির

Surya Gochar 2025: ১৭ সেপ্টেম্বর ২০২৫ এ সূর্য কন্যা রাশিতে প্রবেশ করছে। জ্যোতিষশাস্ত্রে কন্যা মানেই খুঁটিনাটি বিষয়, শৃঙ্খলা আর দায়িত্ববোধ। ফলে এই সূর্য গোচর অনেক রাশির জীবনে বদল আনবে।

সূর্য গোচরে লাকি এই ৩ রাশি।সূর্য গোচরে লাকি এই ৩ রাশি।
Aajtak Bangla
  • কলকাতা,
  • 16 Sep 2025,
  • अपडेटेड 8:02 PM IST
  • ১৭ সেপ্টেম্বর ২০২৫ এ সূর্য কন্যা রাশিতে প্রবেশ করছে।
  • জ্যোতিষশাস্ত্রে কন্যা মানেই খুঁটিনাটি বিষয়, শৃঙ্খলা আর দায়িত্ববোধ।
  • ফলে এই সূর্য গোচর অনেক রাশির জীবনে বদল আনবে।

Surya Gochar 2025: ১৭ সেপ্টেম্বর ২০২৫ এ সূর্য কন্যা রাশিতে প্রবেশ করছে। জ্যোতিষশাস্ত্রে কন্যা মানেই খুঁটিনাটি বিষয়, শৃঙ্খলা আর দায়িত্ববোধ। ফলে এই সূর্য গোচর অনেক রাশির জীবনে বদল আনবে। কখনও কর্মজীবনে, কখনও আবার সম্পর্ক বা অর্থনীতিতে। দেখা যাক মেষ, বৃষ, মিথুন আর কর্কট রাশির জাতকদের উপর এর প্রভাব কেমন হতে চলেছে। সূর্য যখন কন্যা রাশিতে প্রবেশ করছে, তখন চারটি রাশির জন্যই আসছে নতুন সুযোগ আর চ্যালেঞ্জ। মেষকে সাবধানে খরচ সামলাতে হবে, বৃষদের পড়াশোনা আর প্রেমে মিলবে সফলতা, মিথুনরা ঘর-পরিবারের সুখ খুঁজে পাবেন আর কর্কটের সামনে খুলবে নতুন কাজ আর ভ্রমণের দরজা।

মেষ রাশি
মেষ রাশির জাতকদের জন্য সূর্যের এই গোচর ঘটছে ষষ্ঠ ঘরে। ফলে মনোযোগ থাকবে স্বাস্থ্য, প্রতিযোগিতা আর প্রতিদিনের কাজে। কাজের জায়গায় দক্ষতা দেখানোর সুযোগ আসবে, প্রতিদ্বন্দ্বীদের পিছনে ফেলার সময় এটি। তবে বারোতম ঘরে সূর্যের প্রভাব খরচ বাড়িয়ে দিতে পারে, বিশেষ করে স্বাস্থ্যজনিত খাতে। তাই অর্থনীতি ও জীবনযাপনে শৃঙ্খলা বজায় রাখা জরুরি।

বৃষ রাশি
বৃষ রাশির জাতকদের জন্য সূর্যের এই অবস্থান পড়ছে পঞ্চম ঘরে। ফলে শিক্ষা, সৃজনশীলতা আর প্রেমে ইতিবাচক প্রভাব পড়বে। পড়াশোনা বা গবেষণায় যুক্তরা বিশেষভাবে লাভবান হবেন। পাশাপাশি একাদশ ঘরে সূর্যের দৃষ্টি নতুন আর্থিক সুযোগ এনে দেবে, নেটওয়ার্কিং ও সামাজিক সংযোগ থেকে লাভ হবে।

মিথুন রাশি
মিথুন রাশির জাতকদের জন্য সূর্য অবস্থান করছে চতুর্থ ঘরে। এই সময়ে বাড়ি, মানসিক শান্তি আর সম্পত্তি সংক্রান্ত বিষয়ে মনোযোগ বাড়বে। পরিবারে সম্পর্ক আরও দৃঢ় করার জন্য সময়টা উপযুক্ত। দশম ঘরে সূর্যের দৃষ্টি কর্মজীবনেও উন্নতি আনতে পারে।

কর্কট রাশি
কর্কট রাশির জাতকদের জন্য সূর্যের অবস্থান হচ্ছে তৃতীয় ঘরে। এতে সাহস, যোগাযোগ ক্ষমতা আর ভাই-বোনদের সঙ্গে সম্পর্ক বাড়বে। ছোট ভ্রমণ ও নতুন কাজ শুরু করার জন্য সময়টা উপযুক্ত। পাশাপাশি নবম ঘরে সূর্যের দৃষ্টি শিক্ষা, ভাগ্য আর আধ্যাত্মিক দিক থেকে ভালো ফল আনবে।

দ্রষ্টব্য: রাশি সংক্রান্ত প্রতিবেদন জ্যোতিষ ও লোকমতভিত্তিক। এগুলি সম্পাদকীয় বিশ্লেষণ বা সুপারিশ নয়।

Advertisement

Read more!
Advertisement
Advertisement