Advertisement

Surya Gochar November 2022 : সূর্যের গোচরে মেষ ও মীনের জীবনে আসতে পারে সমস্যার পাহাড়, আপনার?

আগামী ১৬ নভেম্বর সন্ধ্যা ৭টা ২৯ মিনিটে বৃশ্চিক রাশিতে প্রবেশ করবে সূর্য। এই রাশিতে সূর্যের অবস্থান শুভ বলে মনে করা হচ্ছে। সেখানে বুধ এবং শুক্রের সঙ্গে মিলন হবে সূর্যের। এছাড়া মঙ্গল এবং বৃহস্পতির প্রভাবও থাকবে। তাই সূর্যের এই রাশি পরিবর্তনের (Surya Transit 2022) প্রভাব হবে মিশ্র। আর তার প্রভাব থাকবে প্রায় এক মাস। এবার চলুন জেনে নেওয়া যাক কোন কোন রাশিতে কেমন প্রভাব পড়বে সূর্যের এই গোচরের। 

প্রতীকী ছবিপ্রতীকী ছবি
Aajtak Bangla
  • দিল্লি,
  • 13 Nov 2022,
  • अपडेटेड 3:33 PM IST
  • ১৬ তারিখ সূর্যের গোচর
  • বৃশ্চিকে প্রবেশ সূর্যদেবের
  • জেনে নিন রাশিফল

চলতি মাসের ১৬ তারিখ রাশি পরিবর্তন করবে সূর্য (Surya Gochar November 2022)। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী সূর্যের এই স্থান পরিবর্তন রাশিচক্রে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে চলেছে। প্রতিটি রাশিতে পৃথক পৃথক প্রভাব ফেলতে চলেছেন সূর্যদেব। আগামী ১৬ নভেম্বর সন্ধ্যা ৭টা ২৯ মিনিটে বৃশ্চিক রাশিতে প্রবেশ করবে সূর্য। এই রাশিতে সূর্যের অবস্থান শুভ বলে মনে করা হচ্ছে। সেখানে বুধ এবং শুক্রের সঙ্গে মিলন হবে সূর্যের। এছাড়া মঙ্গল এবং বৃহস্পতির প্রভাবও থাকবে। তাই সূর্যের এই রাশি পরিবর্তনের (Surya Transit 2022) প্রভাব হবে মিশ্র। আর তার প্রভাব থাকবে প্রায় এক মাস। এবার চলুন জেনে নেওয়া যাক কোন কোন রাশিতে কেমন প্রভাব পড়বে সূর্যের এই গোচরের। 

মেষ - স্বাস্থ্যের যত্ন নিন। রেগে গিয়ে সম্পর্ক নষ্ট হতে পারে। তাই ওই বিষয়টি খেয়াল রাখুন। 

বৃষ - চোখ ও হাড়ের সমস্যা দেখা দিতে পারে। বিবাহিত জীবনেও পড়তে পারে প্রভাব। 

আরও পড়ুন

মিথুন - কেরিয়ারে লাভের পরিস্থিতি তৈরি হবে। দীর্ঘ দিনের আটতে থাকা কাজ সম্পন্ন হতে পারে।

কর্কট - ধন লাভের সম্ভাবনা রয়েছে। তবে খাওয়াদাওয়া ও স্বাস্থ্যের খেয়াল রাখুন। নয়তো বাড়তে পারে বিপদ। 

সিংহ - কাছের সম্পর্কে সমস্যা দেখা দিতে পারে। স্বাস্থ্যের বিশেষ যত্ন নিন।

কন্যা - ধন সম্পত্তি প্রাপ্তির যোগ রয়েছে। স্থান পরিবর্তন করলে তা লাভজনক হতে পারে।

তুলা - কেরিয়ারে আসতে পারে বড়সড় সাফল্য। স্বাস্থ্য ও ঋণ সংক্রান্ত সমস্যা থেকেও পেতে পারেন মুক্তি। 

বৃশ্চিক - গাফিলতির জেরে গুরুত্বপূর্ণ কাজ আটকে যেতে পারে। কথা ও ভাষায় নিয়ন্ত্রণ রাখুন। 

ধনু - খুব দৌড়ঝাঁপ ও পরিশ্রমের মধ্যে দিয়ে যাবে সময়টা। ব্যর্থতার জেরে আসতে পারে মানসিক চাপ, সতর্ক থাকুন।

মকর - আকস্মিক ধনলাভ হতে পারে। কেরিয়ারেও আসতে পারে নয়া সুযোগ। 

কুম্ভ - কেরিয়ারে হতে পারে নতুন কোনও সূচনা। বিবাহিত জীবনের খেয়াল রাখুন। শত্রু দমন হবে। 

Advertisement

মীন - শিক্ষা ও কেরিয়ারে আসতে পারে বাধা। ব্যর্থতার জেরেও বাড়তে পারে মানসিক চাপ। 

 

Read more!
Advertisement
Advertisement