Advertisement

Surya Guru Yuti 2026: ছাব্বিশের শুরুতেই সূর্য-গুরু যোগে লক্ষ্মীলাভ, জানুয়ারিতে প্রচুর টাকার মালিক হবে ৫ রাশি

জ্যোতিষ গণনা অনুসারে, ১০ জানুয়ারি ২০২৬ সূর্য ও বৃহস্পতি একে-অপরের ১৮০ ডিগ্রি কোণে থাকবে। এরকম অবস্থায় সূর্য-গুরুর এই পরিস্থিতি প্রতিযুতি দৃষ্টি যোগের নির্মাণ করবে। এই প্রতিযুতি যোগ ৫ রাশির জাতকদের জন্য খুবই শুভ বলে প্রমাণিত হবে।

২০২৬-এর জানুয়ারি থেকে ভাগ্য ফিরবে কাদের?২০২৬-এর জানুয়ারি থেকে ভাগ্য ফিরবে কাদের?
Aajtak Bangla
  • কলকাতা,
  • 17 Dec 2025,
  • अपडेटेड 4:32 PM IST
  • জ্যোতিষ গণনা অনুসারে, ১০ জানুয়ারি ২০২৬ সূর্য ও বৃহস্পতি একে-অপরের ১৮০ ডিগ্রি কোণে থাকবে।

জ্যোতিষ গণনা অনুসারে, ১০ জানুয়ারি ২০২৬ সূর্য ও বৃহস্পতি একে-অপরের ১৮০ ডিগ্রি কোণে থাকবে। এরকম অবস্থায় সূর্য-গুরুর এই পরিস্থিতি প্রতিযুতি দৃষ্টি যোগের নির্মাণ করবে। এই প্রতিযুতি যোগ ৫ রাশির জাতকদের জন্য খুবই শুভ বলে প্রমাণিত হবে। আসুন জেনে নিন এই প্রতিযুতি যোদে কোন কোন রাশির সুবিধা হতে চলেছে। 

মেষ রাশি
মেষ রাশির জাতকদের জন্য এই যোগ মান-সম্মান বৃদ্ধি করবে। আপনি সরকারি ক্ষেত্রে বা রাজনীতির সঙ্গে যুক্ত হলে এই সময় বড় পদ পাবেন। সমাজে আপনার প্রতিষ্ঠা বাড়াবে আর আটকে থাকা সরকারি কাজ পূরণ হবে। 

সিংহ রাশি
সূর্য সিংহ রাশির অধিপতি, তাই গুরুর সঙ্গে এই দৃষ্টি সম্বন্ধ আপনার আত্মবিশ্বাসকে বাড়াবে। এই সময় সন্তান পক্ষ থেকে কোনও সুখবর পেতে পারেন। শিক্ষা ক্ষেত্রে বড় সফলতা অর্জন করবেন। এই সময় নতুন বিনিয়োগ করলে খুব লাভ করতে পারবেন। 

ধনু রাশি
ধনু রাশির উপর বৃহস্পতির প্রভাব বজায় থাকবে। সূর্যের সঙ্গে সংযোগ আপনার আধ্যাত্মিক জ্ঞানের বিকাশ ঘটাবে। দূরে কোথাও ভ্রমণের সুযোগ আসতে পারে। বিদেশী যোগাযোগ থাকলে ব্যবসায় লাভ হতে পারে। পরিবারের পূর্ণ সমর্থন আপনাকে এগিয়ে যেতে সাহায্য করবে।

তুলা রাশি
তুলা রাশির জাতকরা আর্থিক দিক থেকে স্বস্তি অনুভব করবেন। আয়ের নতুন উৎস তৈরি হবে। ব্যবসায় পার্টনার থাকলে তাঁর কথা শুনে চলুন। এতে লাভবান হবেন। লাভের আশা রয়েছে। আপনার ব্যক্তিত্বের উন্নতি হবে। অন্যরা আপনার কথায় মুগ্ধ হবে।

কুম্ভ রাশি
কুম্ভ রাশির জাতকদের কেরিয়ারে এই সময় বড় পরিবর্তন হতে পারে। অগ্রগতির সম্ভাবনাই বেশি। চাকরি করলে তাতে পদোন্নতি বা বেতন বৃদ্ধি হতে পারে। আপনার সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা আরও দক্ষ হবে। কর্মক্ষেত্রে আপনার প্রশংসা হবে।

 

Read more!
Advertisement
Advertisement