Advertisement

Surya Mangal Gochar Rashifal: এপ্রিলে ঘর বদল সূর্য-মঙ্গলের গোচর, কপাল ঘুরবে তিন রাশির

Surya Mangal Gochar Rashifal: সূর্য দেবতা মেষ রাশিতে প্রবেশ করবে এপ্রিল মাসে, মঙ্গল মিথুন রাশি থেকে বেরিয়ে কর্কট রাশিতে প্রবেশ করবে। এই সময়ে কোন রাশির ব্যক্তিরা জীবনে এগিয়ে যেতে পারবেন। জীবনে সমস্ত সমস্যা কেটে যাবে কাদের, জানেন সেই রাশির তালিকা কোন রাশির ব্যক্তিরা রয়েছেন? দেখুন তো আপনি রয়েছেন কিনা সেই রাশির তালিকায়।

এপ্রিলে ঘর বদল সূর্য-মঙ্গলের গোচর, কপাল ঘুরবে তিন রাশিরএপ্রিলে ঘর বদল সূর্য-মঙ্গলের গোচর, কপাল ঘুরবে তিন রাশির
Aajtak Bangla
  • কলকাতা,
  • 20 Mar 2025,
  • अपडेटेड 2:55 PM IST

Surya Mangal Gochar Rashifal: জ্যোতিষশাস্ত্রে সূর্য ও মঙ্গল গ্রহের বিশেষ গুরুত্ব রয়েছে। সূর্য ও মঙ্গল গ্রহ হল অত্যন্ত শুভ গ্রহ। এই গ্রহরা যখন গতিপথ বদল করে তখন কিছু রাশির ব্যক্তিদের উপর নানান প্রভাব ফেলে। সূর্য দেবতা মেষ রাশিতে প্রবেশ করবে এপ্রিল মাসে, মঙ্গল মিথুন রাশি থেকে বেরিয়ে কর্কট রাশিতে প্রবেশ করবে। এই সময়ে কোন রাশির ব্যক্তিরা জীবনে এগিয়ে যেতে পারবেন। জীবনে সমস্ত সমস্যা কেটে যাবে কাদের, জানেন সেই রাশির তালিকা কোন রাশির ব্যক্তিরা রয়েছেন? দেখুন তো আপনি রয়েছেন কিনা সেই রাশির তালিকায়।

মেষ রাশি
মেষ রাশির জাতক জাতিকাদের ভাল সময় শুরু হবে। সোনা ব্যবসায়ীদের সুখের সময়। আর্থিক দিকে খুব লাভ হবে। সমাজে সম্মান বাড়তে থাকবে। সকলের সঙ্গে সম্পর্ক আপনার আরও ভালো হবে। পারিবারিক অশান্তি কেটে যাবে। নতুন যানবাহন কেনার সম্ভাবনা রয়েছে। মাথা ঠান্ডা রেখে সব কাজ করুন। বিবাহিত জীবনেও আপনি খুব সুখী হবেন। এই সময় দূরে কোথাও ঘুরতে গেলে সাবধানে যাবেন। পরিবারের সকলের সঙ্গে ভালো থাকতে পারবেন, সেখান থেকে লাভের মুখ দেখবেন।

তুলা রাশি
তুলা রাশির জাতক জাতিকাদের ওপর মঙ্গল ও সূর্য গ্রহের শুভ প্রভাব পড়বে। তাদের পরিবেশ অনুকূলে থাকবে। এসময় আপনার রাশির নবম ঘরে প্রবেশ করবে এই গ্রহ। ব্যবসায় এগিয়ে যেতে পারবেন। সমাজে সম্মান, প্রতিপত্তি বাড়তে থাকবে। বিবাহিত জীবনেও আপনি খুব সুখী হবেন। এই সময় যদি নতুন কোনও ব্যবসা শুরু করতে পারবেন আপনি। তাছাড়া এ সময়ে দূরে কোথাও ঘুরতে যান, সাবধানে যাবেন। জীবন সঙ্গীর সঙ্গে ভালোভাবে সময় কাটাতে পারবেন। এসময় যারা অবিবাহিত রয়েছেন, তাঁদের বিয়ে হয়ে যেতে পারে। মাথা ঠান্ডা রেখে সব কাজ করুন।

মীন রাশি
মীন রাশির জাতক-জাতিকাদের উপর এই গ্রহদের শুভ প্রভাব পড়বে। এসময় আপনার পঞ্চম ঘরে প্রবেশ করবে এই গ্রহ। তাছাড়া আপনার সন্তানের কোনও শুভ খবরে আপনার মনে খুশি থাকবে। আপনার কথা সকলেই প্রভাবিত হবেন। ব্যবসায় বিনিয়োগ করতে পারেন, সেখান থেকে লাভের মুখ দেখবেন। এসময় মাথা ঠান্ডা রেখে সব কাজ করুন। পরিবারের সকলের সঙ্গে ভালো থাকতে পারবেন। এই সময় যদি নতুন কোনও ব্যবসা শুরু করতে পারবেন আপনি।

Advertisement


 

Read more!
Advertisement
Advertisement