Advertisement

Surya Rashi Parivartan 2025: ডিসেম্বরেই হাতে আসবে একগাদা টাকা, সূর্যের কৃপা থাকবে কোন ৫ রাশির উপর?

১৬ ডিসেম্বরে ধনু রাশিতে গোচর করবে সূর্য। যার ফলে ফলে ধনু রাশিতে সূর্যদেবের রথের গতি মানব জীবনকে নানাভাবে প্রভাবিত করতে পারে। শুধু তাই নয়, জ্যোতিষ মনে করছে যে বছরের এই শেষ মাসে এই কারণে ৫ রাশির ভাগ্য চমকাতে পারে। এই সব রাশির কেরিয়ার ও ব্যবসার হাল ফিরবে। পাশাপাশি হবে ধন লাভ। সেই সঙ্গে স্বাস্থ্যও ঠিক ঠাক থাকবে। তাই আর সময় নষ্ট না করে এই সব লাকি রাশির বিষয়ে জেনে নিন।

সূর্যের রাশি পরিবর্তনসূর্যের রাশি পরিবর্তন
Aajtak Bangla
  • কলকাতা,
  • 08 Dec 2025,
  • अपडेटेड 7:44 AM IST
  • ১৬ ডিসেম্বরে ধনু রাশিতে গোচর করবে সূর্য
  • যার ফলে ফলে ধনু রাশিতে সূর্যদেবের রথের গতি মানব জীবনকে নানাভাবে প্রভাবিত করতে পারে
  • জ্যোতিষ মনে করছে যে বছরের এই শেষ মাসে এই কারণে ৫ রাশির ভাগ্য চমকাতে পারে

১৬ ডিসেম্বরে ধনু রাশিতে গোচর করবে সূর্য। যার ফলে ফলে ধনু রাশিতে সূর্যদেবের রথের গতি মানব জীবনকে নানাভাবে প্রভাবিত করতে পারে। শুধু তাই নয়, জ্যোতিষ মনে করছে যে বছরের এই শেষ মাসে এই কারণে ৫ রাশির ভাগ্য চমকাতে পারে। এই সব রাশির কেরিয়ার ও ব্যবসার হাল ফিরবে। পাশাপাশি হবে ধন লাভ। সেই সঙ্গে স্বাস্থ্যও ঠিক ঠাক থাকবে। তাই আর সময় নষ্ট না করে এই সব লাকি রাশির বিষয়ে জেনে নিন।

মেষ রাশি

এই সময়টা দারুণ যাবে মেষ রাশির। তাদের আর্থিক লাভের প্রবল সম্ভাবনা। এই সময় কোনও প্রপার্টি কেনার কথাও মনে হতে পারে। এছাড়া যারা অনেক দিন ধরে প্রপার্টি বেচার চেষ্টা করছেন, তাদেরও লাভ হবে। তারাও ভাল দামে সেটা বেচতে পারবেন। তবে ভাইবোনের সঙ্গে সমঝোতা করার জন্য আপনাকে প্রয়াস চালাতে হবে।

সিংহ রাশি

ডিসেম্বরে সিংহ রাশিতেও ধন লাভের যোগ তৈরি হচ্ছে। যার ফলে ব্যবসায়িক লাভ মিলবে। এমনকী কর্মক্ষেত্রেও উত্তরণ হবে। এই সময়টা অবশ্যই নিজের কথা ভাবুন। তাহলেই স্থিতি বদলে যাবে। আপনার জীবন নতুন রূপ রাবে। পাশাপাশি এই সময় আপনি সামাজিকভাবেও উন্নতি করতে পারবেন।

তুলা রাশি

সূর্যের গোচরে ডিসেম্বরে ভাগ্য ফিরে যাবে তুলা রাশিরও। তাদের উন্নতির প্রবল যোগ রয়েছে। শুধু তাই নয়, আপনারা নিজের কর্মক্ষেত্রেও এগিয়ে যাবেন। বিশেষত, যারা পরিশ্রম করেন, তারা অবশ্যই ফল পাবেন। তারা ভাল খবর পাবেন। পাশাপাশি এই সময় দাম্পত্য জীবনে সুখ আসবে।

ধনু রাশি

এই সময় ব্যবসায় উন্নতি হতে পারে। আয়ের নতুন স্রোত তৈরি হতে পারে। খরচ অনেকটাই কমে যাবে। পাশাপাশি কোথাও আটকে থাকা টাকা পেয়ে যাবেন। শুধু তাই নয়, এই সময় আপনি সব কাজেই অন্যের সমর্থন পাবেন। তবে রোগ এবং অসুখ থেকে সামলে চলতে হবে। নইলে বিপদের আশঙ্কা।

মকর রাশি

Advertisement

সূর্যের গোচরে সময়টা ভাল যাবে মকর রাশিরও। আপনার কাজের দাম পাবেন এই সময়। অফিসের সিনিয়ররা কাজের প্রশংসা করবেন। শুধু তাই নয়, অর্থলাভও হতে পারে। তবে এই সময় খরচার দিকে একটু নজর দিন। ব্যাঙ্ক ব্যালেন্স ঠিক ঠাক রাখার চেষ্টা করুন। এখন থেকেই সন্তানের জন্য বিনিয়োগ করুন। তাহলেই সমস্যা থাকবে না।

Read more!
Advertisement
Advertisement