Advertisement

Surya Unlucky Zodiacs: ১৬ ডিসেম্বর থেকে সূর্যের তেজে ছারখার হবে এই ৩ রাশি, অর্থহানি-ঝামেলা

হিন্দু পঞ্জিকা অনুযায়ী, ১৬ ডিসেম্বর ধনু রাশিতে প্রবেশ করতে চলেছে সূর্য। ওই দিন ধনু সংক্রান্তি। সূর্যের এই রাশি বদলের ফলে বছরের শেষ মাসে সমস্যায় পড়বেন ৩ রাশির জাতক-জাতিকারা।  

সূর্য রাশির গমন। সূর্য রাশির গমন।
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 01 Dec 2022,
  • अपडेटेड 8:47 PM IST
  • ১৬ ডিসেম্বর ধনু রাশিতে প্রবেশ করতে চলেছে সূর্য।
  • সূর্যের এই রাশি বদলের ফলে বছরের শেষ মাসে সমস্যায় পড়বেন ৩ রাশির জাতক-জাতিকারা।  

বৈদিক ধর্মে পূজিত হতেন সূর্যদেব। বাংলাতেও এককালে পুজো পেতেন তিনি। আত্মার কারক বলা হয় সূর্যদেবকে। প্রতি মাসে এক রাশি থেকে আর এক রাশিতে প্রবেশ করেন সূর্য। হিন্দু পঞ্জিকা অনুযায়ী, ১৬ ডিসেম্বর ধনু রাশিতে প্রবেশ করতে চলেছে সূর্য। ওই দিন ধনু সংক্রান্তি। সূর্যের এই রাশি বদলের ফলে বছরের শেষ মাসে সমস্যায় পড়বেন ৩ রাশির জাতক-জাতিকারা।  

বৃষ রাশি- সূর্য বৃষ রাশির অষ্টম ঘরে প্রবেশ করতে চলেছেন। সূর্যের দৃষ্টি আপনার রাশির অর্থের ঘরে থাকবে। ফলে এই সময় কথাবার্তা আপনাকে বিপদে ফেলতে পারে। বাড়তে পারে সমস্যা। অফিস, বাড়িতে ঝামেলায় জড়াতে পারেন। মানসিক চাপ বাড়বে। মন হয়ে উঠবে অস্থির। কাজের চাপ বাডতে পারে। হঠাৎ করে অনেক টাকা খরচ হয়ে যাবে। ১৬ ডিসেম্বর থেকে এক মাস সাবধানে থাকুন। নিজের কথাবার্তার উপর লাগাম টানুন।  

কন্যা রাশি- সূর্য আপনার চতুর্থ ঘরে প্রবেশ করতে চলেছেন। যে কারণে আপনার টাকা বেশি খরচ হবে। এই সময়ে আপনাকে আপনার স্বাস্থ্যের প্রতি বিশেষ যত্ন নিতে হবে। কর্মক্ষেত্রে কাজের চাপ বাড়তে পারে। সামগ্রিকভাবে, এই সময়টি আপনার জন্য অনুকূল বলা যাবে না। সাফল্য পেতে হলে আরও বেশি পরিশ্রম করতে হবে। 

আরও পড়ুন

মকর রাশি-  মকর রাশির দ্বাদশ ঘরে প্রবেশ করতে চলেছেন সূর্যদেব। এই সময়ে সূর্যের দৃষ্টি আপনার ষষ্ঠ ঘরে থাকবে। বড় আর্থিক ক্ষতির সম্মুখীন হতে পারেন। পরিজনদের স্বাস্থ্যের যত্ন নিন। অমীমাংসিত কাজগুলি মানসিক চাপের কারণ হতে পারে। চাকরি খুঁজছেন এমন ব্যক্তিদের আরও অপেক্ষা করতে হতে পারে। সাফল্য সহজে আসবে না। কাজে আসবে বাধাবিঘ্ন। পরিশ্রম বাড়বে। 

Read more!
Advertisement
Advertisement