Advertisement

Shani And Surya Blessing Luck Rashi: সূর্য আর শনির জোড়া আশীর্বাদ, আগামী কিছুদিন টাকার চাষ করবে ৩ রাশি

Shani And Surya Blessing Luck Rashi: জ্যোতিষশাস্ত্রে প্রত্যেকটি গ্রহেরই বিশেষ গুরুত্ব রয়েছে। গ্রহরা ঘর পরিবর্তন করে বারো রাশির ব্যক্তিদের উপরে বিশেষ প্রভাব ফেলে। সেটি কারোর জন্য শুভ হতে পারে আবার কারোর জন্য অশুভও হতে পারে। জুন মাসে অনেক গ্রহই তার ঘর পরিবর্তন করবে। যেমন সূর্য ও শনি তার ঘর পরিবর্তন করে সকল রাশির ব্যক্তিদের উপর বিশেষ প্রভাব ফেলবে।

সূর্য আর শনির জোড়া আশীর্বাদ, আগামী কিছুদিন টাকার চাষ করবে ৩ রাশিসূর্য আর শনির জোড়া আশীর্বাদ, আগামী কিছুদিন টাকার চাষ করবে ৩ রাশি
Aajtak Bangla
  • কলকাতা,
  • 29 May 2023,
  • अपडेटेड 9:17 PM IST
  • সূর্য আর শনির জোড়া আশীর্বাদ
  • আগামী কিছুদিন টাকার চাষ করবে ৩ রাশি

Shani And Surya Blessing Luck Rashi: ১৫ জুন মিথুন রাশিতে প্রবেশ করবে সূর্য এবং ১৭ জুন কুম্ভ রাশিতে বিপরীতমুখী হবে শনি। এই সময়ে এই দুই গ্রহের প্রভাব পড়বে কিছু রাশির ব্যক্তিদের উপর। সূর্য ১৫ জুন সন্ধ্যে ৬ টা ৭ মিনিটে মিথুন রাশিতে প্রবেশ করবে ১৭ জুন কুম্ভ রাশিতে ১০ টা ৪৮ মিনিটে বিপরীতমুখী হবে। এই সময় কিছু রাশির জাতক জাতিকাদের শুভ সময় শুরু হবে। জানুন সেই রাশির তালিকায় কোন রাশির ব্যক্তিরা রয়েছেন।

আরও পড়ুন

মিথুন (Gemini)

রাশির প্রথম ঘরে প্রবেশ করবে সূর্য। এই সময় কিছু রাশির জাতক জাতিকাদের সাফল্যের সময় শুরু হবে। মাথা ঠান্ডা রেখে প্রত্যেকটি কাজ করলে সকল কাজেই সফলতা পাবেন। জীবনে যা চাইছেন তাই করতে পারবেন। অংশীদারিত্ব ব্যবসায় বিনিয়োগ করতে পারেন। সেখান থেকে আর্থিক লাভ হবে আপনার। পরিবারের সদস্যদের সঙ্গে ভালোভাবে সময় কাটাতে পারবেন। সন্তানের দিকে আরেকটু নজর দেওয়ার চেষ্টা করুন। অর্থ প্রাপ্তির সম্ভাবনা রয়েছে এই রাশির ব্যক্তিদের>

সিংহ (Leo)

সূর্য ও শনির কারণে সিংহ রাশির জাতক জাতিকাদের শুভ সময় শুরু হবে। আপনারা চাকরি থেকে ব্যবসা সাফল্যের মুখ দেখবেন। দাম্পত্য জীবনে খুব শুভ সময় শুরু হবে আপনার। সকলের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে আপনার। স্ত্রীকে নিয়ে বাইরে ঘুরতে যেতে পারেন। পারিবারিক জীবনেও আপনি সুখের মুখ দেখবেন। সূর্য কন্যা রাশির দশম ঘরে প্রবেশ করেছে এবং শনি ষষ্ঠ ঘরে। এই সময় আপনি সকল কাজেই ঠিক লাভবান হবেন। ব্যবসায় উন্নতি করতে পারবেন। যারা কর্মক্ষেত্র যুক্ত তাদের আর্থিকভাবে লাভ হবে। শুধু তাই নয় চাকরিতে পদোন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে।

Advertisement

মকর (Capricorn)

ব্যক্তিরা সকল কাজে সফলতা পাবেন। আপনার প্রেম ও বিশ্বাস ক্রমশ বাড়তে থাকবে। অংশীদারিত্ব ব্যবসাতেও বিনিয়োগ করতে পারেন। কর্মকর্তারা আপনার সঙ্গে ভালো ব্যবহার করবেন। ব্যবসায় লাভ হবে আপনার। অংশীদারিত্ব ব্যবসার বিনিয়োগ করতে পারেন, সেখান থেকে আয়ের সম্ভাবনা রয়েছে। চাকরিতে পদোন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে আপনার।

 

Read more!
Advertisement
Advertisement