Advertisement

Sarvartha Siddhi Yog: সুখ-সম্পদের অভাব হবে না, হনুমানজির কৃপায় জীবন বদল ৩ রাশির

জ্যোতিষ মতে, আজ বৈশাখী শুক্লা সপ্তমী তিথি। এদিন সর্বার্থ সিদ্ধি যোগের শুভ প্রভাব থাকবে। আবার, মঙ্গলবার হল বজরংবলীর প্রিয় দিন। তাই এদিন থেকেই ভাগ্যের চাকা ঘুরবে ৩ রাশির জাতকদের জীবনে। জেনে নিন...

হনুমানজির কৃপায় ভাগ্য বদল।হনুমানজির কৃপায় ভাগ্য বদল।
Aajtak Bangla
  • কলকাতা,
  • 14 May 2024,
  • अपडेटेड 3:10 PM IST
  • এদিন সর্বার্থ সিদ্ধি যোগের শুভ প্রভাব থাকবে।
  • হনুমানজির আশীর্বাদ পাবেন এই রাশির জাতকরা।
  • ভাগ্য খুলবে ৩ রাশির জাতকদের।

জ্যোতিষ মতে, আজ বৈশাখী শুক্লা সপ্তমী তিথি। এদিন সর্বার্থ সিদ্ধি যোগের শুভ প্রভাব থাকবে। আবার, মঙ্গলবার হল বজরংবলীর প্রিয় দিন। তাই এদিন থেকেই ভাগ্যের চাকা ঘুরবে ৩ রাশির জাতকদের জীবনে। জেনে নিন...


সিংহ রাশি (Leo): 

বজরংবলীর আশীর্বাদে জীবন বদলাবে সিংহ রাশির জাতকদের। চাকরিতে পদোন্নতি হতে পারে। আর্থিক পরিস্থিতি আগের থেকে ভাল হবে। আটকে থাকা টাকা ফেরত পাবেন সহজেই। 

বৃষ রাশি (Taurus): 
হনুমানজির কৃপায় ভাগ্য বদলাবে বৃষ রাশির জাতকদের। কর্মক্ষেত্রে সাফল্য পাবেন। ধনলাভের সুযোগ রয়েছে। পরিবারে সুখ-শান্তি বজায় থাকবে। ব্যবসায়ীরা লাভবান হবেন। 

মকর রাশি (Capricorn): 
 ভাগ্যোদয় হবে মকর রাশির জাতকদের। অর্থলাভ হবে। দাম্পত্য জীবন মধুর হবে। পরিবারের সদস্যদের সঙ্গে ভাল সময় কাটবে। ব্যবসায় উন্নতি হবে। পড়ুয়াদের জন্য ভাল সময়। 

অন্য দিকে, জ্যোতিষ মতে, আজ বৃষ রাশিতে প্রবেশ করবে সূর্য। এর ফলে সূর্যের গোচর হবে। এই রাশিতে থাকবে বৃহস্পতি। এর ফলে সূর্য এবং বৃহস্পতির মিলন হবে। এই দুই গ্রহের মিলনে কপাল খুলবে বৃষ, সিংহ এবং কন্যা রাশির জাতকদের।  জ্যোতিষ মতে, আগামী মাস, অর্থাৎ জুন মাসেই উদিত হবে বৃহস্পতি। গুরু গোচরের শুভ প্রভাব পড়বে বিভিন্ন রাশির জাতকদের জীবনে। বিশেষ করে উপকৃত হবেন বৃষ, সিংহ এবং কর্কট রাশির জাতকরা।
 

Read more!
Advertisement
Advertisement