Advertisement

Trigrohi Yog: ক'দিন বাদেই টাকা ঢুকবে, ত্রিগ্রহী যোগে রাজার হালে ৩ রাশি

জ্যোতিষ মতে, আগামী ৯ এপ্রিল বুধে প্রবেশ করতে চলেছে মীন। ওই রাশিতে রয়েছে শুক্র। আবার সেখানে রয়েছে বৃহস্পতিও। ফলে ত্রিগ্রহী রাজযোগ তৈরি হবে। এর প্রভাবে বিভিন্ন রাশির জাতকদের জীবন সুখে ভরবে। কোনও রাশির জাতকদের অর্থলাভ হবে। জেনে নিন, কোন ৩ রাশির জাতকদের ভাগ্যের চাকা ঘুরবে...

লাভবান হবেন ৩ রাশির জাতকরা।লাভবান হবেন ৩ রাশির জাতকরা।
Aajtak Bangla
  • কলকাতা,
  • 04 Apr 2024,
  • अपडेटेड 3:15 PM IST
  • জ্যোতিষ মতে, আগামী ৯ এপ্রিল বুধে প্রবেশ করতে চলেছে মীন।
  • ওই রাশিতে রয়েছে শুক্র।
  • ত্রিগ্রহী রাজযোগ তৈরি হবে।

জ্যোতিষ মতে, আগামী ৯ এপ্রিল বুধে প্রবেশ করতে চলেছে মীন। ওই রাশিতে রয়েছে শুক্র। আবার সেখানে রয়েছে বৃহস্পতিও। ফলে ত্রিগ্রহী রাজযোগ তৈরি হবে। এর প্রভাবে বিভিন্ন রাশির জাতকদের জীবন সুখে ভরবে। কোনও রাশির জাতকদের অর্থলাভ হবে। জেনে নিন, কোন ৩ রাশির জাতকদের ভাগ্যের চাকা ঘুরবে...


মিথুন রাশি (Gemini): 

ত্রিগ্রহী যোগের শুভ প্রভাব পড়বে মিথুন রাশির জাতকদের জীবনে। চাকরিতে পদোন্নতির যোগ রয়েছে। আয় বাড়বে। আর্থিক পরিস্থিতির উন্নতি হবে। ঘরে সুখ-শান্তি বজায় থাকবে। 

মকর রাশি (Capricorn): 

ত্রিগ্রহী যোগের ফলে উন্নতি হবে মকর রাশির জাতকদের। আর্থিক পরিস্থিতির উন্নতি হবে। কর্মক্ষেত্রে পদোন্নতির যোগ রয়েছে। বিয়ের প্রস্তাব পেতে পারেন। দাম্পত্য জীবন মধুর হবে। 


কর্কট রাশি (Cancer): 


 লাভবান হবেন কর্কট রাশির জাতকরা। কোনও সুখবর পেতে পারেন। পরীক্ষার্থীদের জন্য ভাল সময়। আর্থিক পরিস্থিতির উন্নতি হবে। ব্যবসায়ীদের জন্য ভাল সময়। 

 অন্য দিকে, জ্যোতিষ মতে, বৃহস্পতিবার মকর রাশিতে অবস্থান করবে চাঁদ। আগামীকাল রয়েছে সিদ্ধি এবং সাধ্য যোগ। শুধু তাই নয়, থাকছে শ্রাবণ নক্ষত্রের প্রভাব। অন্য দিকে, বৃহস্পতিবার হল নারায়ণের প্রিয় দিন। তাই এতগুলি শুভ যোগের প্রভাব এবং নারায়ণের আশীর্বাদে আজ থেকে ৫ রাশির জীবন বদলাবে। সুখ-সমৃদ্ধিতে ভরবে কন্যা, বৃষ, তুলা, মকর, ধনু রাশির জাতকদের জীবন। আবার, এপ্রিল মাসে রাশি পরিবর্তন করবে সূর্য। আগামী ১৩ এপ্রিল, শনিবার রাতে মেষ রাশিতে গমন করবে সূর্য। তার পরে মে মাসে বৃষ রাশিতে প্রবেশ করবে সূর্য। সূর্যের এ হেন রাশি বদলের শুভ প্রভাব পড়তে চলেছে ৬ রাশির জাতকদের জীবনে। ভাগ্য বদলাবে বৃষ, মিথুন, বৃশ্চিক, মকর, তুলা, মীন রাশির জাতকরা। 
 

Read more!
Advertisement
Advertisement