Advertisement

Chaturgrahi Yog Horoscope: ধনলাভ হবে, ১০০ বছর পর বিরল যোগে মালামাল ৩ রাশি

জ্যোতিষ মতে, আগামী ৩১ মে বৃষ রাশিতে প্রবেশ করবে বুধ। এই রাশিতে আগে থেকেই রয়েছে শুক্র, সূর্য, বৃহস্পতি। ফলে তৈরি হবে চতুর্গ্রহী যোগ। বৃষ রাশিতে ১০০ বছর পর তৈরি হচ্ছে এই যোগ। চতুর্গ্রহী যোগের শুভ প্রভাবে ভাগ্য খুলবে ৩ রাশির জাতকদের জীবনে। জেনে নিন...

বিশেষ যোগে ভাগ্য বদলাবে ৩ রাশির।বিশেষ যোগে ভাগ্য বদলাবে ৩ রাশির।
Aajtak Bangla
  • কলকাতা,
  • 22 May 2024,
  • अपडेटेड 3:10 PM IST
  • জ্যোতিষ মতে, আগামী ৩১ মে বৃষ রাশিতে প্রবেশ করবে বুধ।
  • এই রাশিতে আগে থেকেই রয়েছে শুক্র, সূর্য, বৃহস্পতি।
  • ফলে তৈরি হবে চতুর্গ্রহী যোগ।

জ্যোতিষ মতে, আগামী ৩১ মে বৃষ রাশিতে প্রবেশ করবে বুধ। এই রাশিতে আগে থেকেই রয়েছে শুক্র, সূর্য, বৃহস্পতি। ফলে তৈরি হবে চতুর্গ্রহী যোগ। বৃষ রাশিতে ১০০ বছর পর তৈরি হচ্ছে এই যোগ। চতুর্গ্রহী যোগের শুভ প্রভাবে ভাগ্য খুলবে ৩ রাশির জাতকদের জীবনে। জেনে নিন...

বৃষ রাশি (Taurus): 
চতুর্গ্রহী যোগের শুভ প্রভাবে দারুণ লাভ হবে বৃষ রাশির জাতকদের। চাকরিতে প্রচুর সাফল্য পাবেন। অবিবাহিতরা বিয়ের প্রস্তাব পেতে পারেন। ব্যবসায় উন্নতি হবে। পরিবারে সুখ-শান্তি বজায় থাকবে। 

কর্কট রাশি (Cancer): 
 ভাগ্যোদয় হবে কর্কট রাশির জাতকদের। কর্মক্ষেত্রে উন্নতির যোগ রয়েছে। ধনলাভ হবে। ব্যবসায়ীরা লাভবান হবেন। লগ্নিতে সাফল্য পাবেন। 

মেষ রাশি (Aries): 
 শুভ প্রভাব পড়বে বৃষ রাশির জাতকদের জীবনে। চাকরিতে পদোন্নতির যোগ রয়েছে। সমাজে সুনাম বাড়বে। আর্থিক পরিস্থিতি আগের থেকে ভাল হবে। সব স্বপ্নপূরণ হবে। 

অন্য দিকে, জ্যোতিষ মতে, গ্রহদের মধ্যে অন্যতম শনি। ২৯ জুন পিছিয়ে চলবে শনি। শনির বক্রি হবে। যার প্রভাবে জীবন বদলাবে কুম্ভ, বৃষ এবং কন্যা রাশির জাতকদের।জ্যোতিষ মতে, আগামী ১ জুন রাশি বদলাবে মঙ্গল। মেষ রাশিতে প্রবেশ করবে এই গ্রহ। মঙ্গলের রাশি পরিবর্তনের প্রভাবে ভাগ্য খুলবে ধনু, সিংহ এবং কর্কট রাশির জাতকদের।জ্যোতিষ মতে, বৃষ রাশিতে প্রবেশ করেছে শুক্র এবং সূর্য। ফলে বৃষ রাশিতে দুই গ্রহের যুতি তৈরি হয়েছে। এর প্রভাবে কপাল খুলবে বৃষ, সিংহ এবং কর্কট রাশির জাতকদের।

Read more!
Advertisement
Advertisement