Advertisement

Zodiac Sign: এই ৪ রাশি ছেলে-মেয়েরা স্বভাবে হন খুবই রোম্যান্টিক, প্রেম-জীবন হয় মধুর

Zodiac Sign: জ্যোতিষ অনুসারে, ব্যক্তির স্বভাবের মতোই তাঁর ভালোবাসার সম্বন্ধেও গ্রহ-নক্ষত্রের প্রভাব পড়তে দেখা যায়। এরকম অবস্থায় ব্যক্তির রাশি অনুযায়ী তাঁর প্রেমের সম্পর্ক কেমন হতে পারে তার আন্দাজ পাওয়া যায়। যে কোনও মানুষের জীবনে ভালোবাসা খুবই গুরুত্বপূর্ণ জায়গায় থাকে। আসুন জেনে নিই কোন রাশির প্রেমের জীবন কেমন হতে পারে।

রোম্যান্টিক হয় এই রাশির জাতকরারোম্যান্টিক হয় এই রাশির জাতকরা
Aajtak Bangla
  • কলকাতা,
  • 08 Apr 2023,
  • अपडेटेड 6:30 PM IST
  • জ্যোতিষ অনুসারে, ব্যক্তির স্বভাবের মতোই তাঁর ভালোবাসার সম্বন্ধেও গ্রহ-নক্ষত্রের প্রভাব পড়তে দেখা যায়
  • এরকম অবস্থায় ব্যক্তির রাশি অনুযায়ী তাঁর প্রেমের সম্পর্ক কেমন হতে পারে তার আন্দাজ পাওয়া যায়
  • আসুন জেনে নিই কোন রাশির প্রেমের জীবন কেমন হতে পারে।

জ্যোতিষ অনুসারে, ব্যক্তির স্বভাবের মতোই তাঁর ভালোবাসার সম্বন্ধেও গ্রহ-নক্ষত্রের প্রভাব পড়তে দেখা যায়। এরকম অবস্থায় ব্যক্তির রাশি অনুযায়ী তাঁর প্রেমের সম্পর্ক কেমন হতে পারে তার আন্দাজ পাওয়া যায়। যে কোনও মানুষের জীবনে ভালোবাসা খুবই গুরুত্বপূর্ণ জায়গায় থাকে। আসুন জেনে নিই কোন রাশির প্রেমের জীবন কেমন হতে পারে। 

মেষ রাশি
এই রাশির জাতকদের ব্যক্তিত্ব বেশ ভালো হয় তাই অন্যেরা এদের দিকে সহজেই আকর্ষিত হয়ে থাকে। এরা খুব তাড়াতাড়ি ভালোবাসার চক্করে পড়ে যায় কিন্তু এদের সম্পর্ক বেশিদিন টেকে না। রোম্যান্টিক স্বভাবের হয়ে থাকে এই রাশির জাতকরা। 

বৃষ রাশি
বৃষ রাশিতে জাত ব্যক্তিদের প্রেমে মানুষ খুব সহজেই পড়ে যায়। প্রেমিক-প্রেমিকা হিসেবে খুব ভাল প্রমাণিত হয়, কিন্তু সব সময় চায় অপর পক্ষ প্রেমের প্রস্তাব আগে দিক।

আরও পড়ুন

মিথুন রাশি
মিথুন রাশি খুব ভাল বক্তা। অনেকক্ষণ একসঙ্গে কাটালে এদের কথার প্রেমে পড়তেই হবে। এরা প্রেমের কথা সামনাসামনি বলতেই বেশি পছন্দ করে।

কর্কট রাশি
কর্কট রাশির ইগো একটু বেশি হয়। যাকে ভালবাসে তার ব্যাপারে খুব যত্নশীল হয়। তবে এদের স্বভাবের মধ্যে পরিবর্তন বেশি লক্ষ্য করা যায়।

সিংহ রাশি
অপর পক্ষকে খুব ভালভাবে যাচাই করে তবেই প্রেমের ব্যাপারে এগোয়। সিংহ রাশির প্রশংসা করলে খুব ভাল, যদি ভুলেও তার মানসিকতায় আঘাত করা হয়, তা হলে সম্পর্ক সেখানেই শেষ।

কন্যা রাশি
এরা নিজের প্রেমটাকে ঠিক মতো বোঝাতে পারে না। তাই সব সময় মানসিক কষ্ট পেতে হয়। এরা অপর পক্ষকে নিয়ে একটু বেশি চিন্তাশীল হয়।

তুলা রাশি
এদের প্রেমে পড়ার মতো সব গুণ বিদ্যমান। এরা খুব নরম মনের হয়, তাই খুব সহজেই কারও প্রেমে পড়ে যায়। কোনও রকম ছলনা না করলে প্রেম খুব ভাল চলবে।

Advertisement

বৃশ্চিক রাশি
এরা প্রেমের প্রস্তাব দিতে কুণ্ঠিত বোধ করে। কিন্তু যদি সাহস করে কখনও বলে ফেলে, প্রেম ভাল চলে। এদের জন্য ভালোবাসাই সবকিছু। এরা এদের ভালোবাসার প্রতি নিষ্ঠাবান হয়। এরা খুবই আকর্ষণীয় হন। 

ধনু রাশি
খুব ভেবে তবেই যে কোনও সিদ্ধান্তে পৌঁছয়। প্রেমের ব্যাপারেও দৃষ্টিভঙ্গী একই থাকে। প্রেম নিবেদন নিজেই করতে পছন্দ করে। তবে প্রেম নিবেদনের ধরন একটু অন্য রকম হয়।

মকর রাশি
এই রাশি প্রেমের ব্যাপারে নিজের আবেগ কখনওই দেখাতে পারে না। তবে যাকে ভালবাসে তাকে মন থেকে আপন করতে চায়। প্রেমে বিনিময়ে ঠিক ততটা প্রেম পায় না।

কুম্ভ রাশি
প্রেমিক-প্রেমিকা হিসেবে কুম্ভ রাশি অন্য রাশির তুলনায় সংখ্যায় কম। প্রেমের প্রস্তাব নিজে দিতে পছন্দ করে না। তাই প্রেমে বা বন্ধুত্বের ব্যাপারে একটু পিছিয়ে থাকে।

মীন রাশি
ভালবাসার মানুষের জন্য এরা সব কিছু করতে পারে। এদের প্রেমে ভুল বোঝাবুঝি খুব বেশি হয়। সব কিছুকেই যুক্তি দিয়ে বুঝতে চায়।

Read more!
Advertisement
Advertisement