Zodiac: আজ ৩ জানুয়ারি। জ্যোতিষ শাস্ত্রের হিসাব অনুযায়ী আজ থেকে কিছু রাশির শুভ দিন শুরু হতে চলেছে। আগামী ৩৬৫ দিনের জন্য এই রাশির জাতকরা ভালো সময় কাটাবেন। জ্যোতিষশাস্ত্র অনুসারে, গ্রহের চলন ব্যক্তির জীবনকে প্রভাবিত করে। ২০২২ সালে প্রায় সমস্ত গ্রহের রাশি পরিবর্তন হবে। গ্রহের রাশিচক্রের পরিবর্তনের শুভ ও অশুভ প্রভাব রয়েছে। আসুন জেনে নেওয়া যাক কোন কোন রাশির জাতক জাতিকাদের শুভ দিন শুরু হতে চলেছে।
মেষ ARIES
বৃষ TAURUS
সিংহ LEO
কন্যা VIRGO
** এই লেখা সার্বিক গণনার ফল। ব্যক্তি বিশেষে এই ফল ভিন্ন হতে পারে।