Advertisement

Zodiac Signs: মা লক্ষ্মীর কৃপায় অর্থের অভাব হয় না এই ৫ রাশির!

Luckiest Zodiac Signs in Finances: জ্যোতিষীদের মতে, এসবই ঘটে গ্রহ -নক্ষত্র ও রাশির প্রভাবে। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী এরকম ৫ টি রাশি আছে। যাদের জীবনে মা লক্ষ্মীর বিশেষ কৃপা থাকে সব সময়। দেখে নিন কারা রয়েছেন সেই তালিকায়। 

মা লক্ষ্মীর কৃপায় অর্থের অভাব হয় না এই ৫ রাশির
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 19 Mar 2022,
  • अपडेटेड 2:07 PM IST

কিছু মানুষ আছেন যাদের অর্থ উপার্জনের জন্য অনেক কষ্ট করতে হয়। আবার কারও এক্ষেত্রে এই যাত্রাটা খুব সহজ। জ্যোতিষীদের মতে, এসবই ঘটে গ্রহ -নক্ষত্র ও রাশির প্রভাবে। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী এরকম ৫ টি রাশি আছে। যাদের জীবনে মা লক্ষ্মীর বিশেষ কৃপা থাকে সব সময়। দেখে নিন কারা রয়েছেন সেই তালিকায়। 

* মেষ/ARIES রাশিফল Rashifal (March 21-April 20)  

অর্থনৈতিক দিক  বেশীরভাগ সময় শক্তিশালী থাকে। বিনিয়োগে লাভ হয়। ফলস্বরূপ, পারিবারিক জীবনও সুখের হয়। মা লক্ষ্মীর কৃপায় জীবন আনন্দময় থাকে মেষের। তবে সমস্যা এড়াতে বাজে খরচ কমানো উচিত। 


* সিংহ LEO রাশিফল Rashifal (July 23-Aug 23) 

মা লক্ষ্মীর বিশেষ কৃপা থাকে সিংহর উপর। দাম্পত্য জীবন সুখের হয়।  তবে নতুন বাড়ি কেনার বা নতুন কাজ শুরু করার জন্য ভেবে চিন্তে সিদ্ধান্ত নিতে হবে। লেনদেন করার আগেও চিন্তা ভাবনা করা উচিত। সাধারণত সাময়িক সমস্যায় পড়লেও, তা সহজে সামলে উঠে আর্থিক অবস্থার উন্নতি হয় সিংহর।


* কন্যা VIRGO রাশিফল Rashifal (Aug 24-Sep 23) 

কাজে সফলতা আসে কন্যার। অন্য রাশির তুলনায় বাড়ি -গাড়ি সহজে কিনতে পারেন। কন্যার ব্যবসায়ীরা সফল হয়। তবে ব্যয় নিয়ন্ত্রণ করতে হবে। লেনদেনের সময় সচেতন থাকা ভাল।


*  তুলা LIBRA রাশিফল Rashifal (Sep 24-Oct 23) 

মা লক্ষ্মীর কৃপা থাকে এই রাশির জাতকদের উপর। আর্থিক উন্নতি, বিনিয়োগ ইত্যাদিতে শুভ ফল পায় তুলা। আয়ের উৎস বাড়ে তাদের। লেনদেনের জন্যও সময় ভাল থাকলেও, ভেবে চিন্তে করা ভাল। 


* বৃশ্চিক SCORPIO রাশিফল Rashifal (Oct 24-Nov 22) 

বিনিয়োগে ভাল ফল পায় এই রাশি। আর্থিক লাভ হলেও, ব্যয় কমাতে হবে। মা লক্ষ্মীর কৃপা থাকে বৃশ্চিকের ওপর। নতুন বাড়ি বা গাড়ি কেনার জন্য বৃশ্চিককে কিমি. পরিশ্রম করতে হয়। 

Advertisement

** এই প্রতিবেদন সার্বিক গণনার ভিত্তিতে লেখা। ব্যক্তি বিশেষে ফল ভিন্ন হতে পারে। 

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement