Advertisement

Ganesha Lucky Zodiacs: গণেশের আশীর্বাদ পায় এই ৩ রাশি, আজীবন সুখ-সাফল্য ভরে থাকে

জ্যোতিষ মতে, গণেশের পুজো করলে গ্রহের দোষ কেটে যায়। সাফল্য পাওয়া যায়। রাশিচক্রে ৩ রাশি  গণেশের খুব প্রিয়। এই ৩ রাশির জাতকরা আজীবন সুখ-সাফল্য পান। জেনে নিন বিশদে...

গণেশের আশীর্বাদে ভাগ্য বদল ৩ রাশির।গণেশের আশীর্বাদে ভাগ্য বদল ৩ রাশির।
Aajtak Bangla
  • কলকাতা,
  • 22 Jan 2025,
  • अपडेटेड 11:33 AM IST
  • জ্যোতিষ মতে, গণেশের পুজো করলে গ্রহের দোষ কেটে যায়।
  • রাশিচক্রে ৩ রাশি  গণেশের খুব প্রিয়।
  • এই ৩ রাশির জাতকরা আজীবন সুখ-সাফল্য পান।

জ্যোতিষ মতে, গণেশের পুজো করলে গ্রহের দোষ কেটে যায়। সাফল্য পাওয়া যায়। রাশিচক্রে ৩ রাশি  গণেশের খুব প্রিয়। এই ৩ রাশির জাতকরা আজীবন সুখ-সাফল্য পান। জেনে নিন বিশদে...

মেষ রাশি (Aries): 

গণেশের কৃপা লাভ করেন মেষ রাশির জাতকরা। এই রাশির জাতকরা আর্থিক দিক থেকে লাভবান হন। সব বাধা কেটে যায়। সুখে জীবন কাটে। 

মকর রাশি (Capricorn): 

গণেশের অন্যতম প্রিয় হল মকর রাশি। এই রাশির জাতকরা সব কাজে সবসময় সাফল্য পান। চাকরিতে উন্নতি হয়। ব্যবসায় সাফল্য় পান। 


মিথুন রাশি (Gemini): 

গণেশের আশীরবাদে সুখে কাটে মিথুন রাশির জাতকদের জীবন। চাকরিতে উন্নতি হয় এঁদের। সব কাজে সাফল্য পান এই রাশির জাতকরা। 


অন্য দিকে,জ্যোতিষ মতে, আগামী ২৮ জানুয়ারি মীন রাশিতে রাহু ও শুক্রের মিলন হবে। যার ফলে লাভের মুখ দেখবেন বৃষ, কর্কট ও বৃশ্চিক রাশির জাতকরা। জ্যোতিষ মতে, কুম্ভ রাশিতে বুধ ও শনির মিলন হতে চলেছে। এর ফলে লাভের মুখ দেখবেন মেষ, মকর ও কুম্ভ রাশির জাতকরা। জ্যোতিষ মতে, আগামী ২৮ জানুয়ারি রাশি বদলাবে শুক্র। এর ফলে তৈরি হবে মালব্য রাজযোগ। যার প্রভাবে লাভের মুখ দেখবেন বৃষ, কুম্ভ ও ধনু রাশির জাতকরা। জ্যোতিষ মতে, ২০২৫ সালে একাধিক গ্রহ রাশি বদলাবে। যার জেরে কেরিয়ার, প্রেমের সম্পর্কে বিশাল উন্নতি হবে বৃষ, মকর ও কুম্ভ রাশির জাতকদের।
 

Read more!
Advertisement
Advertisement