Advertisement

Rahu Best Zodiacs: এই রাশিরা রাহুর আশীর্বাদ পায়, আজীবন সুখ-বিলাসিতা

রাহুকে ছায়া ও পাপী গ্রহ বলা হয়ে থাকে। মনে করা হয়, যেসব রাশির উপর রাহুর অশুভ প্রভাব পড়ে, তাদের জীবনে নানা সমস্যা আসে। রাহুকে মায়াবী গ্রহও বলা হয়। তবে, জ্যোতিষ মতে, এই ২ গ্রহ রাহুর খুবই প্রিয়। জেনে নিন বিশদে...

রাহুর কৃপায় কপাল খুলবে এই রাশিদের।রাহুর কৃপায় কপাল খুলবে এই রাশিদের।
Aajtak Bangla
  • কলকাতা,
  • 01 Aug 2025,
  • अपडेटेड 2:41 PM IST
  • রাহুকে ছায়া ও পাপী গ্রহ বলা হয়ে থাকে।
  • রাহুকে মায়াবী গ্রহও বলা হয়।
  • এই ২ গ্রহ রাহুর খুবই প্রিয়।

রাহুকে ছায়া ও পাপী গ্রহ বলা হয়ে থাকে। মনে করা হয়, যেসব রাশির উপর রাহুর অশুভ প্রভাব পড়ে, তাদের জীবনে নানা সমস্যা আসে। রাহুকে মায়াবী গ্রহও বলা হয়। তবে, জ্যোতিষ মতে, এই ২ গ্রহ রাহুর খুবই প্রিয়। জেনে নিন বিশদে...


সিংহ রাশি (Leo): 

রাহুর অন্যতম পছন্দের রাশি হল সিংহ। রাহুর কৃপায় এই রাশির জাতকরা সুখ-সমৃদ্ধি লাভ করে থাকেন। হঠাৎ অর্থপ্রাপ্তি হয় এঁদের। এই রাশির জাতকদের জীবন সুখের হয়। 

বৃশ্চিক রাশি (Scorpio): 

রাহুর অন্যতম প্রিয় রাশি হল বৃশ্চিক। রাহুর আশীর্বাদে এই রাশির জাতকরা কর্মক্ষেত্রে সাফল্য লাভ করেন। ব্যবসায়ীরা লাভের মুখ দেখেন। এই রাশির জাতকদের কখনও অর্থাভাব হয় না। 

অন্য দিকে, জ্যোতিষ মতে, শনির বক্রীতে নভেম্বর পর্যন্ত বৃষ, কর্কট ও মীন রাশির সুখের সময়। জ্যোতিষ মতে, অগাস্টে সূর্যের গোচরে ভাগ্য বদলাবে বৃষ, তুলা ও সিংহ রাশির জাতকদের। জ্যোতিষ মতে, সেপ্টেম্বরে কন্যা রাশিতে প্রবেশ করবে বুধ। তৈরি হবে ভদ্র মহাপুরুষ রাজযোগ। যার প্রভাবে লাভের মুখ দেখবেন মিথুন, ধনু রাশির জাতকরা।জ্যোতিষ মতে, সেপ্টেম্বরে কন্যা রাশিতে প্রবেশ করবে বুধ। তৈরি হবে ভদ্র মহাপুরুষ রাজযোগ। যার প্রভাবে লাভের মুখ দেখবেন মিথুন, ধনু রাশির জাতকরা। জ্যোতিষ মতে, আগামী ১১ অগাস্ট মার্গী হতে চলেছে বুধ। যার প্রভাবে ভাগ্য বদলাবে মেষ, মিথুন ও কর্কট রাশির জাতকদের।

Read more!
Advertisement
Advertisement