Advertisement

Budhaditya and Shukraditya Rajyog Horoscope: ধনলাভ হবে, আসবে সুখের দিন, জোড়া রাজযোগে বিরাট লাভ ৩ রাশির

জ্যোতিষ মতে, আগামী ১৬ জুলাই কর্কট রাশিতে সূর্য প্রবেশ করবে। ওই রাশিতে আগে থেকেই রয়েছে শুক্র এবং বুধ। বুধের সঙ্গে সূর্যের মিলনে তৈরি হবে বুধাদিত্য যোগ। আবার সূর্য এবং শুক্রের যুতিতে তৈরি হবে শুক্রাদিত্য যোগ। ওই দুই রাজযোগের শুভ প্রভাব পড়বে ৩ রাশির জাতকদের জীবনে। জেনে নিন...

ভাগ্য বদলাবে ৩ রাশির জাতকদের।ভাগ্য বদলাবে ৩ রাশির জাতকদের।
Aajtak Bangla
  • কলকাতা,
  • 12 Jul 2024,
  • अपडेटेड 2:56 PM IST
  • বুধের সঙ্গে সূর্যের মিলনে তৈরি হবে বুধাদিত্য যোগ।
  • সূর্য এবং শুক্রের যুতিতে তৈরি হবে শুক্রাদিত্য যোগ।
  • শুভ প্রভাব পড়বে ৩ রাশির জাতকদের জীবনে।

জ্যোতিষ মতে, আগামী ১৬ জুলাই কর্কট রাশিতে সূর্য প্রবেশ করবে। ওই রাশিতে আগে থেকেই রয়েছে শুক্র এবং বুধ। বুধের সঙ্গে সূর্যের মিলনে তৈরি হবে বুধাদিত্য যোগ। আবার সূর্য এবং শুক্রের যুতিতে তৈরি হবে শুক্রাদিত্য যোগ। ওই দুই রাজযোগের শুভ প্রভাব পড়বে ৩ রাশির জাতকদের জীবনে। জেনে নিন...

তুলা রাশি (Libra): 
জোড়া রাজযোগে জীবন বদলাবে তুলা রাশির জাতকদের। সব কাজে সাফল্য মিলবে। কেরিয়ারে বড়সড় চমক ঘটতে পারে। ব্যবসায়ীরা বিপুল লাভ করবেন। পরিবারে সুখ-শান্তি বজায় থাকবে। 

মিথুন রাশি (Gemini): 
 ভাগ্যোদয় হবে মিথুন রাশির জাতকদের। কর্মক্ষেত্রে সাফল্য পাবেন। ব্যবসায় উন্নতি হবে। পড়ুয়াদের জন্য ভাল সময়। সব বাধা কেটে যাবে। 

কন্যা রাশি (Virgo):
ভাগ্য বদলাবে কন্যা রাশির জাতকদের। আয় বাড়বে। চাকরিতে উন্নতির যোগ রয়েছে। প্রেমের সম্পর্ক মজবুত হবে। অর্থলাভের যোগ রয়েছে।


অন্য দিকে, জ্যোতিষ মতে, আগামী ৩১ জুলাই সিংহ রাশিতে জুটি বাঁধবে শুক্র এবং বুধ। এরফলে তৈরি হবে লক্ষ্মী-নারায়ণ যোগ। যার শুভ প্রভাবে ভাগ্যোদয় হবে সিংহ, বৃশ্চিক এবং কর্কট রাশির জাতকদের। জ্যোতিষ মতে, আজ থাকছে গজকেশরী যোগের শুভ প্রভাব। এই বিশেষ যোগে নারায়ণের আশীর্বাদ পাবেন বৃষ, তুলা এবং মকর রাশির জাতকরা। জ্যোতিষ মতে, আগামী ৯ অক্টোবর বক্রি হবে বৃহস্পতি। ৪ ফেব্রুয়ারি ২০২৫ সাল পর্যন্ত বক্রি অবস্থায় থাকবে এই গ্রহ। যার ফলে কপাল খুলবে বৃষ, সিংহ এবং কর্কট রাশির জাতকদের। রোহিণী নক্ষত্রে বিচরণ করছে বৃহস্পতি। আগামী ২০ অগস্ট পর্যন্ত এই নক্ষত্রেই থাকবে এই গ্রহ। যার ফলে ভাগ্যোদয় হবে বৃষ, সিংহ, ধনু রাশির জাতকরা।  জ্যোতিষ মতে, বৃষ রাশিতে রয়েছে বৃহস্পতি। ২০২৫ সালের ১৩ মে পর্যন্ত এই রাশিতে থাকবে দেবগুরু। বৃহস্পতির এই গোচরে কুবের রাজযোগ তৈরি হয়েছে। যার শুভ প্রভাব পড়বে মেষ, সিংহ এবং কর্কট রাশির জাতকদের জীবনে। 
 

Advertisement
Read more!
Advertisement
Advertisement