Advertisement

Rahu Gochar Horoscope: খেল দেখাবে রাহু, ৩ রাশির সুখসম্পদ উপচে পড়বে

জ্যোতিষ মতে, আগামী বছরে রাশি বদলাবে রাহু। রাহুর গোচরে কপাল খুলবে ৩ রাশির জাতকদের। চাকরি-ব্যবসায় বাম্পার লাভের যোগ রয়েছে। 

রাহুর কৃপায় কপাল খুলবে ৩ রাশির।রাহুর কৃপায় কপাল খুলবে ৩ রাশির।
Aajtak Bangla
  • কলকাতা,
  • 02 Nov 2024,
  • अपडेटेड 8:16 PM IST
  • জ্যোতিষ মতে, আগামী বছরে রাশি বদলাবে রাহু।
  • রাহুর গোচরে কপাল খুলবে ৩ রাশির জাতকদের।
  • চাকরি-ব্যবসায় বাম্পার লাভের যোগ রয়েছে। 

জ্যোতিষ মতে, আগামী বছরে রাশি বদলাবে রাহু। রাহুর গোচরে কপাল খুলবে ৩ রাশির জাতকদের। চাকরি-ব্যবসায় বাম্পার লাভের যোগ রয়েছে। 

কুম্ভ রাশি (Aquarius):

ভাগ্য বদলাবে কুম্ভ রাশির জাতকদের। চাকরিতে সাফল্য আসবে। সমাজে সুনাম বাড়বে। ব্যবসায়ীদের জন্য ভাল সময়। দাম্পত জীবন মধুর হবে।

মিথুন রাশি (Gemini): 

কপাল খুলবে মিথুন রাশির জাতকদের। কেরিয়ারে উন্নতির যোগ রয়েছে। ধনলাভ হবে। বিদেশ ভ্রমণের যোগ রয়েছে। ব্যবসা লাভজনক হবে।

বৃশ্চিক রাশি (Scorpio): 


কপাল খুলতে পারে বৃশ্চিক রাশির জাতকরা। কর্মক্ষেত্রে সাফল্যের যোগ রয়েছে। আর্থিক পরিস্থিতি আগের থেকে ভাল হবে। পরিবারে সুখ-শান্তি বজায় থাকবে। পড়ুয়াদের জন্য ভাল সময়। 


অন্য দিকে, জ্যোতিষ মতে, নভেম্বরে রাশি বদলাবে বৃহস্পতি ও শুক্র। বৃহস্পতি অবস্থান করবে বৃষ রাশিতে। আর শুক্র গোচর করবে ধনুতে। এর ফলে, লাভের মুখ দেখবেন মেষ, বৃষ ও বৃশ্চিক রাশির জাতকরা। আগামী ১৫ নভেম্বর কার্তিক পূর্ণিমা। জ্যোতিষ মতে, এদিন অত্যন্ত শুভ। ৩ রাশির জাতকদের কপাল খুলে যাবে। ভগবান বিষ্ণুর আশীর্বাদ পাবেন মেষ, সিংহ এবং তুলা রাশির জাতকরা।নতুন বছরে সাফল্যের চূড়ায় উঠবে ৩ রাশি। লাভবান হবেন মকর, সিংহ এবং তুলা রাশির জাতকরা।

Read more!
Advertisement
Advertisement